AO3 News

Post Header

Published:
2020-03-11 22:51:10 UTC
Original:
Upcoming changes to kudos
Tags:

আমরা পর্দার অন্তরালে Archive Of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) বাহবা বৈশিষ্ট্যে কিছু বদল আনছি যাতে আমরা অসংখ্য বাহবা ( ৬৫৯ মিলিয়নের চেয়েও বেশি) সামলাতে পারি, যেগুলো আমাদের ব্যবহারকারীর এবং অতিথিরা বছরের পর বছর ধরে ছেড়ে গেছে । বাহবা অপশনটা একই ভাবে কাজ করবে, কিন্তু এবার থেকে আমাদের ডেটাবেসে নতুন করে মিলিয়ে দেখা হবে যাতে আমরা নিশ্চিত করতে পারি যে কোনও ডুপ্লিকেট বাহবা যাতে না দেওয়া যায়। এটার জন্য একটি যেই কর্মগুলোয় ইতিমধ্যেই ডুপ্লিকেট বাহবা আছে, একবার তাদের বাহবা সংখ্যা কমে যাবে।

এর আগে আমরা বাহবা বৈশিষ্ট্যর ওপর ভরসা করতাম কারণ এই বৈশিষ্ট্যটি এমন ভাবে কোড করা আছে যাতে তা যাচাই করতে পারে এক ব্যবহারকারী বা অতিথী যেন কোনো কর্মের ওপর একবারই শুধু একটি তারিফ ছেড়ে যেতে পারে। এই পদ্ধতি ভালই চলছিল কিন্তু মাঝে মাঝে ধীরগতি কানেকশনের জন্যে বা বাহবা বোতামটি খুব তাড়াতাড়ি দুবার প্রেস করার জন্যে একটার বেশি বাহবা রেকর্ড হয়ে যেত।

আমরা আমাদের ডেটাবেসে লেভেলে একটি বাধা যোগ করবো যেটি এরকম ঘটনা না হয়। কিন্তু এই পরিবর্তনটি কোনো বর্তমানে থাকা ডুপ্লিকেট বাহবাকেও বাতিল করে দেবে এবং সেই ডুপ্লিকেট বাহবাগুলিকে আমাদের ডাটাবেস থেকে সরিয়ে দেবে। আপনি যদি আপনার কোনো কর্মে একই ব্যবহারকারী বা অতিথির থেকে ডুপ্লিকেট বাহবা পেয়ে থাকেন, তাহলে আমরা এই পরিবর্তনটি চালু করলে আপনার বাহবা সংখ্যা কমে যাবে । যেমন আপনার কর্মে যদি একই ব্যবহারকারীর থেকে পাওয়া তিনটি বাহবা থাকে তাহলে আপনার বাহবা তালিকা থেকে দুটি বাহবা কমবে।

আমরা এই পরিবর্তনগুলি এই ১৬ই মার্চ এ করার চেষ্টা করছি এবং এগুলো শুরু হওয়ার আগে আমরা অনুমান করছি যে অল্পক্ষণের জন্যে আমাদের সংগ্রহশালা বন্ধ থাকবে। আমরা ভবিষ্যদ্বাণী করতে পারছি না ঠিক কোন সময়ে এটা হবে কিন্তু সেটা ঘটার আগে আমরা @AO3_Status Twitter জানাতে খুব চেষ্টা করব।

দয়া করে খেয়াল রাখবেন, আমাদের এই পরিবর্তনের কাজটি চলাকালীন আপনি বাহ্বা দেওয়ার সময় কিছু অদ্ভুতুড়ে কান্ড হতে দেখতে পারেন, যেমন বাহ্বা সংখ্যাটা কমে যাওয়া বা ডুপ্লিকেট বাহ্বা নিশ্চিহ্ন হওয়া।