AO3 News

Post Header

Published:
2020-08-14 02:57:07 UTC
Original:
2020 OTW Board Voting Now Open!
Tags:

নির্বাচন এখন খোলা!

সব OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১ ২০১৯ এবং জুন ৩০ ২০২০ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, তারপরও না পেলে আমাদেরযোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন।

নির্বাচনটি আগস্ট ১৭, ২০২০, ২৩:৫৯ UTC পর্যন্ত চলবে; এই আঞ্চলিক সময় পরিবর্তকে দেখে নিন আপনার জন্য সেটা কোন সময়।

ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে টুইটারে গিয়ে হ্যাশট্যাগ #OTWE20 ব্যবহার করে অন্য ভোটারদের সঙ্গে দেখা বা কথা বলতে পারেন। আমরা আপনাদের থেকে শুনতে ইচ্ছুক !


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।