Post Header
আমাদের পরের মুক্তিতে, আমরা Archive of Our Own – AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা)'র মন্তব্য বৈশিষ্ট্য দুটি পরিবর্তন আনছি। প্রথম পরিবর্তনটি কর্মের স্রষ্টা এবং ওয়েবসাইট প্রশাসক দুজনকেই মন্তব্য সূত্র থামিয়ে দেবার ক্ষমতা দেবে। পরের পরিবর্তনটি ওয়েবসাইট প্রশাসকদের প্রকাশিত হওয়া সংবাদে মন্তব্য আটকানোর স্বাধীনতা দেবে, যেমন স্রষ্টারা তাদের কর্মে মন্তব্য আটকাতে পারেন।
মন্তব্য আটকানো
স্রষ্টারা শীঘ্রই “Freeze Threads” ( সূত্র আটকানো) বোতাম নির্বাচন করে তাদের কর্মে মন্তব্য সূত্র আটকাতে পারবেন। একটি সূত্রকে আটকালে একটি মন্তব্য বা তার প্রত্যুত্তরে আর কোন নতুন প্রত্যুত্তর যোগ করা যাবে না। এছারাও এটা সূত্রে থাকা মন্তব্যগুলিকে সম্পাদনা করাও আটকাবে।
আটকানো মন্তব্যগুলির একটি “Frozen” (আটকানো) নির্দেশক থাকবে ও “Reply” (প্রত্যুত্তর) বোতামটি লুকানো থাকবে। একটি "Unfreeze Thread" (সূত্র খুলে দিন) বিকল্প স্রষ্টাদের আবার প্রত্যুত্তর যোগ করতে দেয়ার ক্ষমতা দেবে।
যদিও “Freeze Thread” প্রথমে একটি সূত্রের সব মন্তব্যই থামিয়ে দেয়, স্রষ্টারা পরে “Unfreeze Thread” ব্যবহার করে ইচ্ছামত একটি সূত্রের কিছু মন্তব্যে প্রত্যুত্তর আবার যোগ করতে দিতে পারেন।
AO3র প্রশাসকরাও প্রকাশ হওয়া সংবাদে মন্তব্য থামাতে পারবেন, আর অপব্যবহার নিবারণ সমিতির সাইটের যে কোন জায়গায় মন্তব্য থামানোর ক্ষমতা থাকবে।
প্রকাশ হওয়া সংবাদ মন্তব্যর বিন্যাস
অগাস্টে আমরা স্রষ্টাদের তাদের কর্মে করা মন্তব্য করতে পারবে তার ওপর আরো বেশি ক্ষমতা দিয়েছিলাম, তাদের সবাইকে মন্তব্য করতে দেওয়া, শুধুমাত্র নিবন্ধিত (রেজিস্তার করা) ব্যবহারকারীদের মন্তব্য করতে দেওয়া, বা মন্তব্য করাকে পুরোপুরি বন্ধ করতে দেওয়ার মধ্যে পছন্দ করার ক্ষমতা দিয়ে।
AO3'র প্রশাসকদেরও শীঘ্রই সংবাদ তৈরি বা সম্পাদনা করার সময়ে এই একই বিকল্পগুলির মধ্যে পছন্দ করার স্বাধীনতা থাকবে। এটি আমাদের সমিতিগুলিকে পুরনো প্রকাশিত সংবাদে মন্তব্য করা আটকাতে দেবে আর নতুন প্রকাশিত সংবাদ স্প্যাম দ্বারা আচ্ছন্ন হওয়া আটকাবে (যথা বিজ্ঞাপন বা, আরও সাধারণভাবে, বটসদের দিয়ে যথেচ্ছভাবে লেখানো দেওয়া এলোমেলো চিঠির মালা)
যদি কোন প্রকাশিত সংবাদে মন্তব্য বন্ধ থাকে, অথবা আপনি যদি লগ-আউট হয়ে গিয়ে থাকেন, আর মন্তব্য শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরা করতে পারেন, তাহলে কোন বিন্যাস(সেটিংস) ব্যবহৃত হচ্ছে প্রদর্শন করতে মন্তব্যর জায়গাটিতে একটি বার্তা থাকবে।
আপনি যদি কোন প্রকাশিত সংবাদে মন্তব্য না করতে পারেন, আপনি সবসময়ই যে কোন প্রতিক্রিয়া নিয়ে সহায়তায় যোগাযোগ করতে স্বাগত।
আমরা আশা করি এই দুটি বদল AO3তে ব্যবহারকারী ও স্বেচ্ছাসেবকদের পড়তে, লিখতে, আর মন্তব্য পেতে সাহায্য করবে!
সম্পাদনা, ১২ই ফেব্রুয়ারি, ২১:২০ ইউ টি সি: এই প্রকাশনাটার ইংরাজি সংস্করণে অপ্রাসঙ্গিক আলোচনা, ট্রোল করা এবং হয়রানি হওয়ার জন্য কমেন্ট বন্ধ করে দিতে হয়েছে।