Post Header
আর কয়েকদিনের মধ্যে, ব্যবহারকারীরা যাতে তাদের কারা কর্ম উপহার পাঠাতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারেন, তার জন্য আমরা একটি নতুন পছন্দ সূচনা করছি। এই পরিবর্তনটি ব্যবহারকারীদের Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে তাদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করার আরো সুযোগ দেবার এবং অবাঞ্ছিত সংস্রব কমানোর জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টার অন্তর্গত।
এই পছন্দটির নাম হবে "Allow others to give me gift works outside gift exchanges and prompt memes." (উপহার আদানপ্রদান ও সূত্রের (প্রম্পট মিম) বাইরে অন্য ব্যবহারকারীদের আমাকে কর্ম উপহার করার অনুমোদন)।
এই পছন্দটি সক্রিয় থাকলে, যে কোন AO3 ব্যবহারকারী আপনাকে কোনো কর্ম উপহার দিতে পারবেন। এটি AO3-তে বর্তমানে ব্যবহৃত, ও সমস্ত বর্তমান ব্যবহারকারীদের জন্য এটিই সাধারণত ব্যবহার হবে।
এই পছন্দটি বন্ধ করা থাকলে, শুধুমাত্র যেসব ব্যবহারকারীরা কোন উপহার আদানপ্রদানে আপনার জন্য অনুরাগী কর্ম তৈরি করছেন বা কোন সুত্রতে (প্রম্পট মিম) আপনার নিজের সূত্র (মিম) পছন্দ করেছেন তারাই আপনাকে কর্ম দিতে পারবেন। অর্থাৎ, আপনি যদি একেবারেই কারুর থেকে উপহার গ্রহণ করতে অনিচ্ছুক হন, তবে আপনি এই পছন্দটি বন্ধ করতে পারেন ও কোন আহ্বানে যোগদান না করতে পারেন।
এই পছন্দটি সূচনার পরে তৈরি আক্যাউন্টে এটি সাধারণভাবে বন্ধ করা থাকবে। (আমরা সচরাচর যেকোন নতুন পছন্দ সাধারণভাবে সর্বত্রই বন্ধ করে রাখি, কিন্তু বর্তমানে চলা আহ্বানের জন্য উপহার গ্রহণ সচল রাখা আবশ্যক।)
যদি কোন ব্যবহারকারী এই পছন্দটি বন্ধ করে রাখেন আর আপনি যদি তাদের একটি অপ্রার্থিত উপহার দিতে চেষ্টা করেন তবে আপনি একটি এরর মেসজ পাবেন, যা আপনাকে বলবে যে ওই ব্যবহারকারী উপহারদানের অনুমতি দেননি।
এই পছন্দটি কেবলমাত্র নতুন উপহারের জন্য প্রযোজ্য, সুতরাং আপনি বর্তমানে দিয়ে দেওয়া কোনো উপহারে প্রাপককে না সরিয়েই বদল করতে পারবেন।
আপনার পছন্দটি সক্রিয় করা বা বন্ধ করা নির্বিশেষে আপনার Gifts (উপহার) পাতা প্রবেশযোগ্য থাকবে। আপনি এখনো বর্তমান বা নতুন উপহার প্রত্যাখান করতে পারবেন।
দাঁড়ান, কি?
- আপনি যদি বর্তমানে AO3-র ব্যবহারকারী হন, তবে আপনি আপনার পছন্দটি বদল না করলে কোনো কিছুই পরিবর্তন হবে না।
- আপনি যদি কখনোই কর্ম উপহার না পেতে চান, তবে আপনি আপনার পছন্দ (প্রেফারেন্সেস) পাতায় গিয়ে "উপহার আদানপ্রদান ও সূত্রের (প্রম্পট মিম) বাইরে অন্য ব্যবহারকারীদের আমাকে কর্ম উপহার করার অনুমোদন" আনচেক/বন্ধ করতে পারেন এবং কোন আহ্বানে যোগদান না দিতে পারেন।
এই পরিবর্তনগুলি কখন থেকে কার্যকর তা আপনাকে জানানোর জন্য আমরা এই প্রকাশনাটির ইংরাজি সংস্করণ আপডেট করবো।