Post Header
আপনার Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) এর অভিজ্ঞতা নিজের মতো করে সাজিয়ে নিয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি,
এবার আমরা একটা নতুন ইন্টারফেস নিয়ে আসছি যা কিছু বিশেষ ব্যবহারকারীর করা বিষয়বস্তু লুকোতে দেবে।
ব্লক করা আর মিউট করা: একটা মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা
ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতা নিজের মতো করে সাজিয়ে নিতে সাহায্য করতে এবং নির্যাতনের থেকে একটা রক্ষাকবচ দিতে আমরা দুটো নতুন বৈশিষ্ট্য বাস্তবায়িত করছি। এইটা কিন্তু AO3তে থাকা বিষয়বস্তু তৈরি এবং তার সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করায় বাধা দেবে না:
- ব্লক করা (চুপ করানো) যা কিছু ব্যবহারকারীকে আপনার সাথে যোগাযোগ করতে দেবে না।
- মিউট করা, যা আপনার ব্যক্তিগত AO3 অভিজ্ঞতা থেকে কিছু ব্যবহারকারীর করা বিষয়বস্তু ছাঁটাই করে দেবে।
AO3'র বহুসংখ্যক এবং অনেক ক্ষেত্রেই আন্তঃসংযুক্ত বৈশিষ্ট্যর ওপর এই সব বদল আনা
খুবই বড় পদক্ষেপ, তাই আমরা এই কাজটা আস্তে আস্তে করবো। প্রথমে আপনি কিছু জায়গাতেই এই ব্লক এবং মিউট করার বৈশিষ্ট্যগুলো পাবেন, বাকি জায়গায় আমরা এটা নিয়ে এখনো কাজ করে চলবো।
ইতিমধ্যেই আপনাদের কিছু নির্দিষ্ট ব্যবহারকারীদের আপনার কর্মে মন্তব্য করা বা কোন মন্তব্যে জবাব (রিপ্লাই) করা থেকে অবরুদ্ধ (ব্লক) করা আছে; এখন আপনারা ব্যবহারকারীদের কর্ম, বুকমার্ক, এবং মন্তব্যও দেখার থেকে বিরত থাকতে পারবেন।
মিউট করলে কি হয়?
ভবিষ্যতে যদিও আমরা মিউট এর কার্যক্ষমতা বাড়াতে চাই, এখনও অবধি নিম্নোক্ত জিনিসগুলো আপনি ব্যবহারকারীকে মিউট করলে দেখবেন না:
- সার্চ বা খোঁজার রেজাল্ট এ এবং ট্যাগের লিস্টে যে কর্ম তারা তৈরি করেছেন (বা কারও সাথে তৈরি করেছেন) (কর্মটার সংযোগ বা লিঙ্ক আপনার কাছে থাকলে সেই কর্মটা আপ্পনি দেখতে পারবেন
- যে বুকমার্ক তারা বানিয়েছেন
- তাদের কর্ম বা সিরিজ যা অন্য ব্যবহারকারীরা বুকমার্ক করেছেন
- তারা যে মন্তব্যগুলো রেখে গেছেন
এই কাজটা আমরা স্বয়ংক্রিয়ভাবে একটুখানি CSS তৈরি করে করছি। এই CSSটুকু প্রয়োজনীয় বিষয়বস্তু দৃষ্টি থেকে লুকিয়ে দেবে আর তাকে স্ক্রিন রিডারের মত সাহায্যকারী প্রযুক্তি থেকেও সরিয়ে দেবে। আপনারা এইটা ইতিমধ্যেই বিশেষ একটা ওয়েবসাইট স্কিন দিয়ে করতে পারতেন, এই নতুন বৈশিষ্ট্যটি শুধু ব্যবহারকারী নাম চায় আর বাকিটা নিজে থেকেই করে দেয়।
এটা যেহেতু স্কিন দিয়েই এখনো করা হয়ে থাকে, দয়া করে খেয়াল রাখবেন যে খোঁজার ফলাফল বা ট্যাগ ফিল্টারের উপরের সংখ্যাটা(যেইটা আমাদের সার্চ ইঞ্জিন দেয়) আপনাকে দেখানো কর্ম বা বুকমার্ক এর সংখ্যা থাকে আলাদা হতেই পারে। মিউট করে রাখা ব্যবহারকারীদের তৈরি বিষয়বস্তু আমরা ফাঁকা জায়গা দিয়ে ঢেকেও দিই না, বা কিছু লুকানো হয়েছে এমন বোঝানোর মত কিছু দিই না।
আমি ব্যবহারকারীদের কিভাবে মিউট করবো?
ব্যবহারকারী এবং ছদ্মনামের ড্যাশবোর্ডে এবং ব্যবহারকারীর প্রোফাইলে একটা "Mute" (মিউট) বোতাম যোগ করা হবে। একবার টিপে চালু হয়ে গেলে সেটা "Unmute" (আনমিউট) বোতাম হয়ে যাবে, সুতরাং আপনি সহজেই আপনার পছন্দ পালটে ফেলতে পারেন।
আপনার মিউট করা ব্যবহারকারীদের সামলাতে আমরা একটা ইন্টারফেসও দিচ্ছি: Muted Users (মিউট করা ব্যবহারকারী) পাতা। এটা আপনাকে আপনার তালিকা থেকে ব্যবহারকারী যোগ বা বিয়োগ করতে দেয়। একজন মিউট করে রাখা ব্যবহারকারী তাদের নাম পাল্টালেও মিউট করাই থাকবেন।
এই পাতাটি থেকে, আপনি আপনার ব্লক করা ব্যবহারকারীদের তালিকায় সহজেই যেতে পারেন, যাতে সেটা আলাদাভাবে সামলানো যায়।
অন্যান্য অপশন
আমাদের ব্লক করা এবং মিউট করার বৈশিষ্ট্য ছাড়াও, ওয়েবসাইটের মধ্যেই পছন্দ এবং তৃতীয় পক্ষের টুলস সমেতআপনার AO3 অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করার একগাদা উপায় ইতিমধ্যেই, আছে। আপনি mute বিশেষ কর্ম, বুকমার্ক এবং সিরিজ মিউট করতে করতে কোনো ওয়েবসাইট স্কিনও ব্যবহার করতে পারেন।