AO3 News

Post Header

Published:
2024-02-28 20:34:22 UTC
Original:
International Fanworks Day 2024 is Coming Soon!
Tags:

সময় বহিয়া যায়, নদীর স্রোতের ন্যায়! আমরা ইতিমধ্যেই OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র এখানে আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবসের দশম বার্ষিকী পালন করছি।

প্রত্যেক ১৫ই ফেব্রুয়ারি, যেই দিনটায় দশ বছর আগে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) তার দশ লক্ষতম প্রকাশিত অনুরাগীকর্ম উদযাপন করে, সেই দিন অনুরাগীদুনিয়া একসাথে মিলিত হয় আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস পালন করতে। সব ধরণের অনুরাগীকর্ম—গল্প, চিত্র, চলচিত্র, ম্যাগাজিন, মেটা এবং আরো অনেক কিছু—এবং সারা পৃথিবী ব্যাপী অনুরাগী সম্প্রদায়গুলোর উপরে এবং মধ্যে তাদের প্রভাব সেদিন উদযাপিত হয়।

আমরা অনুরাগী দুনিয়ায় আপনার অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাই—অনুরাগী হিসেবে, স্রষ্ঠা হিসেবে আর এই সম্প্রদায়ের সদস্য হিসেবে। এই আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবসের বিষয় হলো ১০: অনুরাগী দুনিয়াতে আপনার কাছে দশটা প্রিয়তম জিনিস আমাদের বলুন, গত দশ বছরের কোনো বিশেষ ঘটনা আমাদের সাথে ভাগ করে নিন, বা, আপনার মনে পুরনো দিনের নানা কথা ঘুরঘুর করলে, আপনার অনুরাগী দুনিয়াগুলোতে হওয়া দশটা মজাদার, উৎসাহজনক বা ঘটনার কথা আমাদের বলুন।

আমরা অনুরাগীদের ভাগ করে নেওয়া গল্পের জন্য অপেক্ষা করব, সুতরাং আপনাদের পোস্টগুলো #IFD2024 দিয়ে ট্যাগ করবেন, যাতে আমরা সেই সব গল্পকে OTW সংবাদ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিগন্যাল বুস্ট করতে পারি।

আর কয়েক সপ্তাহের মধ্যেই OTW আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস ২০২৪ উদযাপন করার জন্য কি করছে তা আমরা ঘোষণা করব। কিন্তু আপনারা এবং আপনাদের অনুরাগী সম্প্রদায় এই অনুষ্ঠানের দশম বছর পালন করতে কি করছেন তাও আমরা জানতে চাই। এর আগে ডিসেম্বরে আমরা আপনাদের জিজ্ঞেস করেছিলাম আপনার সম্প্রদায় এই অনুরাগীকর্ম দিবস কি পরিকল্পনা করছে: আমরা .২৮শে জানুয়ারি অব্দি সেই সব অনুষ্ঠান সম্বন্ধে তথ্য এবং লিঙ্ক (সংযোগ) সংগ্রহ করব। তারপর আমরা সেইসব অনুষ্ঠান আমাদের নিজেদের অনুষ্ঠানসূচীর সঙ্গেই ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের পাঠককুলের মধ্যে ছড়িয়ে দেবো। সুতরাং আপনাদের উদযাপনের পরিকল্পনাগুলো অবশ্যই জানাবেন!

আপনাদের সাথে এই মূল মুহূর্ত উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত, আর আপনারা এটা কিভাবে উদযাপন করবেন তা জানতে উদগ্রীব হয়ে আছি। অনুরাগীদুনিয়া আর অনুরাগীকর্ম আপনাদের কাছে কিভাবে গুরুত্বপূর্ণ তা পড়তে আমরা উৎসাহের সঙ্গে অপেক্ষা করে রইলাম!


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।