Post Header
নির্বাচন এখন শুরু হয়েছে!
সব OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১, ২০২৩ এবং জুন ৩০, ২০২৪ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে সেটি স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, আর তারপরও না পেলে যোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল করবেন যে আপনার অনুদান আমাদের কাছে প্রাপ্ত হবে মার্কিন পূর্ব সময় (US Eastern Time) অনুযায়ী, সুতরাং আপনার অনুদানের রসিদ যদি ৩০ জুন, ২০২৪ দিনের ১৯:৫৯ এর পরে পৌছয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান এই সময়সীমার আগে করা হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে আঞ্চলিক সময় পরিবর্তকে আপনার জন্য সেটা কোন সময় তা দেখে নিন।
ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে টুইটার/এক্স (X)-এ গিয়ে হ্যাশট্যাগ #OTWE2024 ব্যবহার করে অন্য ভোটারদের সঙ্গে দেখা বা কথা বলতে পারেন। আমরা আপনাদের থেকে শুনতে ইচ্ছুক!
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।