AO3 News

Post Header

OTW ঘোষণা

Archive of Our Own – AO3 নিয়মাবলী আমাদের ব্যবহারকারীদের কাছে আরো পরিষ্কার করার জন্য AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী (শুধুমাত্র ইংরাজিতে উপলব্ধ) আমরা নভেম্বর, ২০২৪ এর মাঝামাঝিতে আপডেট করার সংকল্প করেছি। এই আপডেটটি হলে, ভবিষ্যতে AO3 ব্যবহার করার জন্য, সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মতি দিতে হবে। এই আপডেটের সম্পূর্ণটি সর্বজনীন পর্যালোচনার জন্য প্রকাশ করা হয়েছে, এবং কি পরিবর্তন হয়েছে (ও কি পরিবর্তন হয়নি) তার একটি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে:

পরিবর্তনের সারাংশ

পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী পুনর্গঠনের সঙ্গে, এটি আরো সহজবোধ্য করতে, নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর কাঠামো আগের থেকে আলাদা করে তৈরি করা হয়েছে। নতুন নিয়মাবলীতে কি পরিবর্তন হয়েছে ও কেন তা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা আপডেটের গাইড (ইংরাজিতে)-এ পাবেন। তারই কিছু গুরুত্বপূর্ণ অংশসমূহ:

  • আমরা Content Policy (বিষয়বস্তুর নীতি) আরো সহজবোধ্য করেছি, কিন্তু কি ধরনের কর্ম অনুমোদিত ও কি অনুমোদিত নয় তাতে কোন বদল করা হয়নি। আপনার কর্ম যদি AO3-তে এর আগে অনুমোদিত হয়ে থাকে, তাহলে তা এখনো অনুমোদিত থাকবে।
  • পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী তিনটি পাতায় ভাগ করা হয়েছে: General Principles (সাধারণ নীতি), Content Policy, এবং Privacy Policy (গোপনীয়তা নীতি)। আপনি যদি পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর কোন একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান, তাহলে এই ভাগ আপনাকে সেটি আরো সহজে খুঁজে পেতে সাহায্য করবে।
  • আমরা পরিষেবা প্রাপ্তির নিয়মাবলীর ভাষার সরলীকরণ করেছি এবং অপ্রয়োজনীয় বা অত্যধিক বিস্তারিত বাক্যাংশ এবং অনুচ্ছেদ মুছে দিয়েছি। যেসব জায়গায় অতিরিক্ত অর্থ ব্যাখ্যা কোন বিষয়কে বুঝতে আরো সাহায্য করতে পারে, সেসব ক্ষেত্রে আমরা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্রতে নতুন প্রশ্ন যোগ করেছি।
  • আমরা ও আমাদের সাবপ্রসেসরগুলি কিভাবে ব্যবহারকারীর তথ্য (যার মধ্যে ব্যক্তিগত তথ্যও অন্তর্ভুক্ত) সংগ্রহ এবং ব্যবহার করে, তার বিবরণও আমরা গোপনীয়তা নীতিতে আপডেট করেছি।
  • পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী লঙ্ঘন হওয়ার ক্ষেত্রে অপব্যবহার নিবারণ সমিতিকে বৃহত্তর ক্ষমতা দেওয়ার জন্য Abuse Policy (অপব্যবহার নিবারণ নীতি) আরো সরলীকরণ ও বদল করা হয়ছে, তবে তা করা হয়েছে AO3-র অনুরাগীকর্মকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যের অনুসারে।
  • "Underage" (অপ্রাপ্তবয়স্ক ) Archive Warning (সতর্কবার্তা), যা ব্যবহৃত হয় অপ্রাপ্তবয়স্ক যৌনতার বিবরণ থাকা কর্মে, তা "Underage Sex" (অপ্রাপ্তবয়স্ক যৌনতার বিবরণ) এ পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তন সতর্কবার্তাটির অর্থ বা এটির প্রয়োগে কোন বদল আনবে না। পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী আপডেট করা হলে, "অপ্রাপ্তবয়স্ক" সতর্কবার্তা থাকা সব কর্ম আপনাআপনি ভাবে "Underage Sex" সতর্কবার্তাকে পরিদর্শিত করবে। আপনার যদি কোন কর্ম থাকে যেটি “অপ্রাপ্তবয়স্ক” সতর্কবার্তাটি ব্যবহার করছে যে এবং আপনি তাতে “Underage Sex” সতর্কবার্তাটি চাননা, তাহলে আপনি সেটিতে এর পরিবর্তে Creator Chose Not to Use Archive Warnings" (স্রষ্টা সংগ্রহশালার সতর্কবার্তা ব্যবহার ইচ্ছুক নন) সতর্কবার্তাটি যেকোন সময় ব্যবহার করতে পারেন।

আপনি প্রস্তাবিত পরিবর্তনসমূহ (ইংরেজিতে) পড়তে পারেন এবং এখানে এই খবর প্রকাশনাতে নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী বা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র সম্বন্ধে আপনার যেকোন প্রশ্ন, পরামর্শ, বা প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে পারেন। আপনি নভেম্বর ১৮, ২০২৪ পর্যন্ত এখানে মন্তব্য করতে পারবেন। এখানে মন্তব্য নেওয়া বন্ধ হয়ে গেলে, OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা), যা AO3-র অভিভাবক সংস্থা, তার পরিচালক মণ্ডলী পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্রস্তাবিত পরিবর্তনসমূহতে ভোট দেবেন। পরিচালক মণ্ডলী যদি পরিবর্তনসমূহের পক্ষে ভোট দেন, তাহলে পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী আপডেট করা হবে, এবং তারপরে AO3 ব্যবহার করার জন্য সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মত হতে হবে।

পরিচালক মণ্ডলীর নির্বাচনের আগে আপনার মতামত জানানোর জন্য, এখানে নভেম্বর ১৮ এর আগে মন্তব্য করতে ভুলবেন না।


নভেম্বর ১৮, ২০২৪ এর এডিট: ২ সপ্তাহ ব্যাপী পর্যালোচনা করার সময়সীমা শেষ হয়েছে এবং আর মন্তব্য করা সম্ভব নয়। আপনার যদি পরিচালনা সমিতিকে আরো কিছু জানানোর থাকে, তবে সেটি অনুগ্রহ করে তাদের যোগাযোগ ফর্ম এর দ্বারা পাঠিয়ে দিন। আপনার যদি পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী বা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র সম্বন্ধে আরো কোন প্রশ্ন থাকে , তবে অনুগ্রহ করে নিয়মাবলী ও অপব্যবহার সমিতির সঙ্গে যোগাযোগ করুন।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।