Post Header
The AO3 Fanzine Scan Hosting Project - FSHP (AO3 ফ্যানজাইন স্ক্যান হোস্টিং প্রকল্প - এফ.এস.এইচ.পি.) একটি মুক্ত দ্বার সমিতি ও অনুরাগী-চালিত সংরক্ষণ প্রকল্প Zinedom (জাইনডম)-এর সহযোগিতায় তৈরি প্রকল্প, যার দ্বারা ফ্যানজাইন বা অনুরাগী ম্যাগাজিনে ছাপানো অনুরাগী-সাহিত্য ও অনুরাগী-চিত্র Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হবে। অনুরাগী-কর্মগুলি হয় স্রষ্টাদের, নয় যে ফ্যানজাইনে (অনুরাগী ম্যাগাজিন) কর্মগুলি ছাপানো হয়েছিল তার প্রকাশকের সম্মতি পাওয়ার পরেই সেগুলি AO3-তে আনা হবে।
আজ, মুক্ত দ্বার আনন্দের সঙ্গে ঘোষণা করছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে তৈরি করা সংকলনগুলির একটি তালিকা যেখানে এফএসএইচপি-এর মাধ্যমে নিয়ে আসা অনুরাগী-কর্মের রাখা আছে। যে ফ্যানজাইন থেকে এক বা একাধিক অনুরাগী-কর্ম নিয়ে আসা হয়েছে, তার প্রত্যেকটির জন্য একটি সংকলন তৈরি করা হয়েছে, কিন্তু এই সংকলনগুলিতে প্রতিটি ফ্যানজাইনের সমস্ত কর্ম নাও থাকতে পারে। এই সংকলনগুলির অনেকগুলিতে শুধুমাত্র একটি কর্ম আছে, কারণ সেগুলির ক্ষেত্রে মুক্ত দ্বার শুধুমাত্র সেই কর্মটি আনার জন্যেই সম্মতি পেয়েছে। পূর্ণ স্বচ্ছতার জন্যে, মুক্ত দ্বার ঠিক করেছে যে এইরূপ নতুন সংকলন তৈরির ঘোষণার সময়ে তারা এটাও জানিয়ে রাখবে যে ভবিষ্যতে আরো স্রষ্টার থেকে অনুমতি পেলে সংকলনগুলিতে আরো অনুরাগীকর্ম যোগ করা হতে পারে ।
২০২৪ সালের আগস্ট মাস অবধি মুক্ত দ্বার যেসব ফ্যানজাইন থেকে অনুরাগী কর্ম নিয়ে এসেছে, সেগুলির জন্যে নিম্নলিখিত সংকলনগুলি তৈরি করা হয়েছে:
- A Portfolio of Poetry and Portraits(এ পোর্টফোলিও অফ পোয়েট্রি এন্ড পোট্রেটস)
- Amazing Grace(অ্যামেজিং গ্রেস)
- Astray in the Wilderness(এসট্রে ইন দা ওয়াইল্ডারনেস)
- Beyond Dreams(বিয়ন্ড ড্রিমস)
- Broken Images(ব্রোকেন ইমেজেস)
- California K/S(ক্যালিফোর্নিয়া কে/এস)
- Contact(কনট্যাক্ট)
- CrosSignals(ক্রসিগন্যালস)
- Daring Attempt(ডেয়ারিং এটেম্পট)
- Enter-comm(এন্টার-কম
- First Time(ফার্স্ট টাইম)
- Gateway(গেটওয়ে)
- Guardian(গার্জিয়ান)
- Happy Tails(হ্যাপি টেলস)
- IDIC(আইডিআইসি)
- In the Wilderness(ইন দা ওয়াইল্ডারনেস)
- KaleidoScope(ক্যালিয়ডোস্কোপ)
- KisMet(কিসমেট
- KSX(কেএসএক্স)
- Legacy(লেগাসি)
- Legends(লিজেন্ডস)
- Naked Times(নেকেড টাইমস)
- Nightvisions(নাইটভিসনস)
- Nome(নোম)
- On the Edge(অন দা এজ)
- One Shot( ওয়ান শট)
- Partners(পার্টনারস)
- Potpourri(পপৌরি)
- Pushin' the Odds(পুশিং দা অডস)
- Quantum Chain(কোয়ান্টাম চেইন)
- Scattered Stars(স্ক্যাটারড স্টার)
- Sehlat's Roar(সাহলাট’স রোর)
- Southern Star(সাদার্ন স্টার)
- Spock's Arthropods(স্পক’স আর্থ্রোপোডস)
- Strange Justice(স্ট্রেঞ্জ জাস্টিস)
- The Complete Rack(দা কমপ্লিট রাক)
- The K/S Press(দা কে/এস প্রেস)
- The Rack & All the King's Horses All the King's Men(দা রাক অ্যান্ড অল দা কিংস হর্সেস এন্ড অল দা কিংস মেন)
- Three Eleven(থ্রি ইলেভেন)
- Universe Beyond(ইউনিভার্স বিয়ন্ড)
- Whalesong(হোয়েলসং)
- Within the Mirror(উইথিন দা মিরর)
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরের জন্যে, মুক্ত দ্বার সমিতির ওয়েবসাইটে এফ.এস.এইচ.পি.-র পাতা দেখুন। যদি কোন ফ্যানজাইনে আপনার কোন পূর্ব প্রকাশিত কর্ম মুক্ত দ্বার সমিতিকে নিয়ে আসার জন্যে আপনার অনুমতি দিতে চান, বা আপনার যদি FSHP সংক্রান্ত আরো কোন প্রশ্ন থাকে, তাহলে আমরা আপনাকে মুক্ত দ্বার সমিতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করবো।
অনুরাগীরা যদি ফ্যানলোরে কোন ফ্যানজাইনের গল্প, যাতে হয়তো বা তাঁর নিজের কর্মও প্রকাশিত হয়েছে, বাঁচিয়ে রাখতে আমাদের সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হবো। আপনি যদি উইকি এডিটিং-এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুরাগীসমাজ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ!
- মুক্ত দ্বার দল
এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের পরে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম ইমপোর্ট করা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।