Post Header
ফ্যান ফিকশন রাইটার্স, একটা বিবিধ অনুরাগীসমাজের অনুরাগী সাহিত্য ভিত্তিক সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।
এই প্রতিবেদনটাতে:
- একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা
- ফ্যান ফিকশন রাইটার্স সংগ্রহশালাতে যে স্রষ্টাদের কর্ম ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে
- আপনার আরো প্রশ্ন থাকলে কি করবেন
প্রেক্ষাপট ব্যাখ্যা
ফ্যান ফিকশন রাইটার্স একটা বিবিধ অনুরাগীসমাজের অনুরাগী সাহিত্য ভিত্তিক সংগ্রহশালা, যা একটি জিওসিটিস ওয়েবসাইট হিসেবে ১৯৯১ সালে শুরু হয়। এই সংগ্রহশালাটির মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল চারটি অন্যতম অনুরাগীসমাজ—কুং ফু: দ্যা লেজেন্ড কন্টিনিউস, ল্যান্সার, লর্ড অফ দ্যা রিংস, ও এক্স-মেন। ফ্যান ফিকশন রাইটার্স দক্ষতা বা অভিজ্ঞতার কোন বৈষম্য করত না; সমস্ত অনুরাগী লেখক এখানে তাদের প্রতিভা প্রদর্শিত করতে পারতেন। ফ্যান ফিকশন রাইটার্স AO3-তে আসছে তাদের কাছে থাকা কর্মগুলিতে সংরক্ষণ করার জন্য, যাতে সেগুলি সময়ের সাথে ইতিহাসে হারিয়ে না যায়।
Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার ফ্যান ফিকশন রাইটার্সের নিয়ামক কালেইডোপির সাথে সংগ্রহশালটিকে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটি সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে ফ্যান ফিকশন রাইটার্সে থাকা সব অনুরাগী সাহিত্যকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে।
আমরা নভেম্বর ২০২৪ এর পর থেকে ফ্যান ফিকশন রাইটার্সের অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।
যে স্রষ্টাদের কর্ম ফ্যান ফিকশন রাইটার্সে ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?
স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।
নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে। তারপর আমরা ওয়েবসাইটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেব।
আপনার ফ্যান ফিকশন রাইটার্সের ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:
- আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
- আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
- আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
- আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
- আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
- আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।
অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। ফ্যান ফিকশন রাইটার্সে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে আমরা সংগ্রহশালার নিয়ামক কালেইডোপির সাথে কাজ করবো।)
নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন
- AO3-তে আপনার কর্মগুলো নিয়ে আসা
- নতুন সংকলনটায় আপনার কর্মগুলো যোগ করা-র নির্দেশ, ফ্যান ফিকশন রাইটার্স
যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...
আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন।
অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে ফ্যান ফিকশন রাইটার্স সংগ্রহশালার গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।
ফ্যান ফিকশন রাইটার্স সংগ্রহশালার সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!
- মুক্ত দ্বার দল এবং কালেইডোপি
এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম নিয়ে আসার কাজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।