Archive FAQ > AO3 সম্বন্ধে

AO3 কি?

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) রূপান্তরাত্মক ভক্তকর্ম, যেমন ভক্তসাহিত্য, এবং ভবিষ্যতে অন্যান্য রূপান্ততরাত্মক কর্ম, যেমন ভক্তচিত্র, ভক্ত চলচিত্র, আর শ্রুতিসাহিত্য, এইসবের একটি অবাণিজ্যিক এবং অলাভজনক মধ্যবর্তী আধার হবার ওয়েবসাইট। (ইতিমধ্যে, পাঠ্য নয় এমন মাধ্যম AO3-তে থাকা কোনো কর্মে এম্বেড করা যায়। আরো জানতে, প্রকাশ করা ও সম্পাদনা করা ঘ.জি.প্রদেখুন।)

AO3 কে ভক্তদের দ্বারা ডিজাইন করা ও গড়ে তোলা ওপেন-সোর্স সংগ্রহ করার(আর্কাইভিং) সফটওয়্যারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। AO3-র জন্য বানানো ওপেন-সোর্স সফটওয়্যার এখন আধারিত  GitHub(গিট্হাব)-এ। সার্ভারগুলো OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র মালিকানাধিন এবং সম্পূর্ণভাবে দান করা অর্থ দিয়ে পরিচালিত। ব্যবহারকারীরা দাম দেন না এবং ওয়েবসাইটটায় কোনোরকম বিজ্ঞাপন নেই।

OTW এবং AO3 রূপান্তরাত্মক কর্ম সংরক্ষণ করতে ও সহজলভ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ। রূপান্তরাত্মক কর্ম সম্পর্কে আমাদের অবস্থান সম্বন্ধে বিস্তারতভাবে জানতে, আমরা যা বিশ্বাস করি: ২ নম্বর এবং পরিষেবা প্রদানের নিয়মাবলি-তে   বিষয়বস্তু সম্পর্কে নীতি:অধ্যায় ৪ ঘ দেখুন।

OTW কি?

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) হল Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এর মূল সংস্থা। OTW একটা ভক্তদের দ্বারা প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা যা ভক্তদের স্বার্থ সিদ্ধি করতে নানান রূপের ভক্তকর্ম এবং ভক্ত-সংস্কৃতি সহজলভ্য করে ও তার ইতিহাস সংরক্ষণ করে।

OTW তৈরী করা হয়েছিল এমন একটা ভবিষ্যতের জন্যে কাজ চালিয়ে যেতে যেটায় সকল ভক্তকর্ম আইনসঙ্গত ও রূপান্তরাত্মক বলে স্বীকৃত, আর বৈধ সৃজনশীল কর্মকাণ্ড হিসেবে মান্য করা হবে। আমরা সকল প্রকারের রূপান্তরাত্মক কর্মের প্রতি আগ্রহী, কিন্তু আমরা অগ্রাধিকার দিই AO3-তে যে ধরনের কর্ম প্রকাশিত হয়েছে তা, এবং যে ভক্তরা সেগুলো সৃষ্টি করেছে, তাদের রক্ষা ও প্রতিহত করতে।

আপনি OTW সম্পর্কে আরো জানতে পারবেন আমাদের প্রধান ওয়েবসাইটের OTW সম্বন্ধে পাতায় এবং ঘ.জি.প্র তে।

AO3 কে/কারা বানিয়েছিলেন?

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্পূর্ণভাবে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-য় কাজ করা ভক্তদুনিয়ার স্বেচ্ছাসেবকদের দ্বারা ডিজাইন ও সৃষ্টি করা। আমাদের অনেক স্বেচ্ছাসেবক কোডিং, ডিজাইন, বা ডকুমেন্টেশন সম্পর্কিত কোনো জ্ঞান ছাড়াই শুরু করে প্রকল্পটায় কাজ করতে করতে তাদের দক্ষতা অর্জন করেন। আমাদের মনে হয় যে সেটা একটি বেশ আশ্চর্যজনক কৃতিত্ব! আপনিও যদি যোগদান করতে চান, দয়া করে OTW'র Volunteer page-এর মাধ্যমে স্বেচ্ছাসেবায় নিযুক্ত হন।

AO3-র আর্থিক সংস্থান কি ভাবে হয়? আমি কি অর্থ দান করতে পারি?

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্পূর্ণভাবে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-তে প্রদেয় দানের দ্বারা পরিচালিত হয়। ব্যবহারকারীদের ওয়েবসাইটটা ব্যবহার করতে দাম দিতে হয় না আর আমরা কোনো বিজ্ঞাপনের আধার হই না। আপনি যদি AO3-কে সাহায্য করতে চান, দয়া করে দান করুন

আমরা দানের ভীষণ কদর করি, যা আমাদের সার্ভার, আধার হওয়ার খরচ, আর ব্যাণ্ডউইড্ঠের দাম দিতে সাহায্য করে, আর অন্যান্য OTW প্রকল্প, যেমন ফ্যানলোর এবং Open Doors (খোলা দরজা)-কেও সহায়তা প্রদান করে। মার্কিন $১০ বা তার বেশি দান আপনাকে

AO3 কী ইংরাজি ছাড়া অন্যান্য ভাষাতেও প্রাপ্ত?

AO3 কী ইংরাজি ছাড়া অন্যান্য ভাষাতেও প্রাপ্ত?

এই মূহুর্তে না, যদিও সেটা আমাদের পথনির্দেশিকাতে অবশ্যই আছে! আমরা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) কে অনুবাদ করতে একেবারে নিবেদিত — মানে, "Post New"( নতুন প্রকাশ করুন) বোতাম থেকে ভুলের বার্তা অবধি সবকিছু — যতগুলো ভাষাতে সম্ভব ততগুলোতে। আমাদের লক্ষ্য হল এমন একটি বহুভাষী সংগ্রহশালা যেটা, উদাহরণ স্বরূপ, জন্মগত ভাবে বুল্গেরীয় ভাষীরা জন্মগত ভাবে ইংবাজী ভাষীদের মতই সহজে ব্যবহার করতে পারবে।

অবশ্য, দয়া করে বুঝুন যে এটা বেশ সময়সাপেক্ষ। AO3তে অন্য সব কিছুর মতই, অনুবাদের যন্ত্রগুলোও হ্যাণ্ড-কোড করা হচ্ছে, আর সব অনুবাদকেরাই স্বেচ্ছাসেবক, যারা তাদের অবসর সময় নিয়োজিত করছেন। আপনি যদি আমাদের এটা করতে সাহায্য করতে চান বা কোনো প্রশ্ন বা উপদেশ থাকে, দয়া করে সহায়তায় যোগাযোগ করেআমাদের জানান।

আপনি ইংরাজী ব্যাতীত অন্য ভাষায় এখনই প্রকাশ করতে পারেন (দেখুন আমি কি ইংরাজী ছাড়া অন্যান্য ভাষায় প্রকাশ করতে পারি?) এবং আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদকেরা আমাদের সব ঘ.জি.প্র অনুবাদ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ঘ.জি.প্রগুলো আপনার ভাষায় প্রাপ্ত কিনা তা জানতে, ঘ.জি.প্র পাতায় যান আর পাতাটার উপরাংশে থাকা মেনু থেকে আপনার ভাষাটা বেছে নিন। আপনার ভাষা যদি এই মেনুতে না আসে, তাহলে এই মূহুর্তে ওই ভাষায় কোনো ঘ.জি.প্র অনুবাদ করা হয়নি। এই সময়ে অনুবাদ সমিতি কোন কোন ভাষা অনুবাদ করতে সমর্থ তা জানতে বা নিজে নিযুক্ত হতে, আপনি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র ওয়েবসাইটে অনুবাদ সমিতির তথ্য-সম্বলিত পাতা দেখতে পারেন।

আপনারা AO3-কে সহজলভ্য করতে কী কী করছেন?

আমাদের লক্ষ্য থাকে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-কে সাধারণত-ব্যবহৃত ডেক্সটপ ব্রাউজার, ই-রিডার, স্ক্রিন রিডার, এবং  বেশিরভাগ আইওএস(iOS), অ্যাণ্ড্রয়েড, আর উইন্ডোস চলমান(মোবাইল) যন্ত্রের ডিফল্ট ব্রাউজারের সাম্প্রতিক মুক্তিগুলোর উপযুক্ত রাখা।

AO3-র কিছু বৈশিষ্ট জাভাস্ক্রিপ্ট সক্রিয় না থাকলে চলবে না। আপনার যদি সমস্যা হয়, দেখুন জাভাস্ক্রিপ্ট সক্রিয় আছে কিনা। আমাদের একটি উচ্চতম অগ্রাধিকার হল জাভাস্ক্রিপ্ট না থাকা লোকেরাও যেন অপরিহার্য বৈশিষ্টগুলো  ব্যবহার করতে পারে, কিন্তু, দয়া করে সচেতন থাকবেন যে কিছু আনুষঙ্গিক বৈশিষ্টের জন্য সেটা সম্ভবপর হবে না।

এটায় বেশ কয়েকটা জনসমক্ষে প্রাপ্ত চামড়া আছে, বা আপনি আপনাকে AO3 যে ভাবে দেখান হচ্ছে তা বদলাতে আপনার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী আপনার নিজস্ব CSS লিখতে পারেন। আরো জানতে দয়া করে চামড়া এবং AO3 ইন্টারফেস ঘ.জি.প্র দেখুন।

কিছু জনসমক্ষের খোল বিশেষত সুগম্যতার জন্য প্রাপ্ত, যেগুলোর মধ্যে কয়েকটা নীচে দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে কোনো একটা চামড়া বেছে নিতে, পছন্দসই খোলের পাতায় যান ( জনসমক্ষে প্রাপ্ত খোল পাতার থেকে খুঁজে নিয়ে বা নিম্নোক্ত সংযোগগুলো নির্বাচন করে) আর তারপর “ব্যবহার করুন” বোতামটা নির্বাচন করুন চামড়াটা প্রয়োগ করতে।

কম দৃষ্টিশক্তির ডিফল্ট খোল
এই খোলটার লক্ষ্য হল কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষদের জন্য জায়গা আর ফন্টের আয়তন সর্বাধিক করা। সম্পূর্ণ বিবরণ পেতে দয়া করে খোলের বর্ণনা দেখুন।
রিভার্সি খোল
এটা একটি রিভার্স কন্ট্রাস্ট (উলটো রঙের) খোল , যেটা গাঢ় পটভূমিতে হালকা লেখা দেখায়।

আমরা যত বেশি সম্ভব বিসতৃত পরিসরের  ব্যবহারকারীদের কাছে সুগম্য হওয়ার চেষ্টা করি। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, দয়া করে সহায়তা-তে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

আপনারা কী চলমান(মোবাইল) যন্ত্রসমূহের জন্য কোনো অ্যাপ তৈরী করবেন?

অনেকেই জিজ্ঞাসা করেছেন আমরা চলমান(মোবাইল) যন্ত্রের জন্য কোনো অ্যাপ তৈরী করব কিনা। যদিও এটা এমন জিনিস যেটা আমরা অবশ্যই করতে চাই, এই মূহুর্তে আমাদের চলমান অ্যাপ তৈরী ও রক্ষণাবেক্ষণ করার পূঁজি একদম নেই।

বিভিন্ন চলমান প্ল্যাটফর্মের জন্য অ্যাপ তৈরীর আগে, আমাদের একটি প্রকাশ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস(এপিআই) চাই। এপিআই ছাড়া, কোনো অ্যাপই সংগ্রহশালার ডেটাবেসে কার্যকরীভাবে প্রবেশ করতে পারবে না।

এপিআই বানানোটা যদিও আমাদের পথনির্দেশিকাতে আছে, সেটা এখনো অনেকগুলো বড় মুক্তি দূরে। এপিআই পাওয়ার জন্য, আমাদের একটা  স্থিতিশীল কোড থাকা দরকার যা কেবলমাত্র কদাচিত্ পালটাতে বা হালনাগাদ করতে হবে, নাহলে আমাদের কোডারদের (যারা সকলেই স্বেচ্ছাসেবক) এপিআই হালনাগাদ করতে হবে যতবার ওয়েবসাইটটায় কোনো পরিবর্তন করা হয়, আর তারা সারাক্ষণই পরিবর্তন করে চলেছেন।

ইতিমধ্যে, আমাদের একটা চলমান চামড়া আছে যেটা দিয়ে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) কে আপনার যন্ত্রের ব্রাউজার ব্যবহার করে চালনা করা আপনার পক্ষে সম্ভবপর হবে। আপনাকে এই খোলটা ব্যবহারের জন্য তা নির্বাচন করতে হবে না, এটা ব্রাউজারের আয়তনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবেই এসে যায় । আপনি ই-রিডার বা অনুরূপ অ্যাপ ব্যবহার করে কর্ম অফলাইন দেখতে তা ডাউনলোডও করে রাখতে পারেন ।

নিরাপত্তার উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, যদি কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট আপনার AO3’র লগ-ইন তথ্য চায়, দয়া করে সাবধানে এগোবেন এবং সচেতন থাকবেন যে আপনি এই তথ্যগুলো আপনার নিজের ঝুঁকিতে দিচ্ছেন। দয়া করে অবশ্যই আপনার পাসওয়ার্ড বদলান যদি আপনার কখনো মনে হয় যে আপনার অ্যাকাউন্ট বিপদগ্রস্ত হয়ে থাকতে পারে।

আপনি আরো বিস্তারিত তথ্য পাবেন এই ব্যাপারে আমাদের সংবাদ প্রকাশে: AO3 চলমান অ্যাপ সম্বন্ধে। কর্ম ডাউনলোড করা সম্পর্কে আরো তথ্য পেতে,  ভক্তকর্ম ডাউনলোড করার ঘ.জি.প্র দেখুন।

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র লোগোটা ২০০৯ সালে কোডার স্বেচ্ছাসেবক বিঞ্জলিং ডিজাইন করেন সহজলভ্যতা, নকশা ও প্রযুক্তি সমিতির সদস্যদের থেকে পরামর্শ নিয়ে। মজার তথ্য: ওটা আসলে একটি অন্তর্বর্তী ডিজাইন হিসেবে ভাবা হয়েছিল কোনো স্থায়ী লোগোর ডিজাইন যতদিনে তৈরী করা যায় ততদিনের জন্য, কিন্তু ওটা সবার এত পছন্দ হয় যে তা থেকে যায়।

ওটা A, O, এবং 3 ক্যারেক্টারগুলিকে জুড়ে দেয় উদযাপনে দুই বাহু উপরে তোলা অবস্থায়, AO3তে ভক্তকেন্দ্রিক সৃষ্টির আনন্দ বোঝাতে। "AO3" শব্দটি ইংরাজিতে ওয়েবসাইটটার নামের শব্দগুলোর আদ্যাক্ষর দিয়ে গঠিত Archive of Our Own–একটি A আর তিনটি O।

সম্পর্কের শ্রেণীর চিহ্নগুলো কি? সেগুলো আপনারা কি ভাবে বেছেছেন?

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে বিভিন্ন সম্পর্কের বিকল্প বোঝানো চিহ্নগুলো জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সঙ্কেতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে:

স্ত্রী/স্ত্রী
স্ত্রীলিঙ্গ/স্ত্রীলিঙ্গ শ্রেণীর সম্পর্ক চিহ্ন গোলাপি পটভূমির ওপরে শুক্রগ্রহের প্রতীক। পাশ্চাত্য সংস্কৃতিতে শুক্রগ্রহের প্রতীককে সাধারণত নারী বোঝাতে ব্যবহার করা হয়।
স্ত্রী/পুং
স্ত্রীলিং/পুংলিঙ্গ সম্পর্কের চিহ্নে  শুক্রগ্রহের(নারী) এবং মঙ্গলগ্রহের(পুরুষ) প্রতীকগুলো বেগুনি পটভূমিতে যৌথ গোলক দিয়ে অঙ্কিত করা আছে।  
সাধা
সাধারণ (কোনোরকমের প্রেমের বা শারীরিক সম্পর্ক নেই, বা সম্পর্ক যা কর্মের প্রধান বিষয় নয়) চিহ্ন হল সবুজ পটভূমিতে সূর্যের প্রতীক।
পুং/পুং
পুংলিঙ্গ/পুংলিঙ্গ সম্পর্কের চিহ্ন হল নীল পটভূমিতে মঙ্গল গ্রহের প্রতীক। মঙ্গল গ্রহের প্রতীকটাকে পাশ্চাত্য সংস্কৃতিতে সাধারণত পুরুষ বোঝাতে ব্যবহার করা হয়।
একাধিক
একাধিক(একের বেশি ধরনের সম্পর্ক, বা একাধিক সঙ্গীর মাঝে সম্পর্ক) চিহ্নটা একটি চার ভাগে বিভক্ত চতুর্ভুজ যা, ওপরের বাঁ দিক থেকে ঘড়ির কাঁটার চলন অনুযায়ী, সবুজ, বেগুনী, নীল, এবং গোলাপি রঙে রঞ্জিত। এই রঙগুলো বাছা হয়েছিল কারণ তারা স্ত্রী/স্ত্রী, স্ত্রী/পুং, সাধা, এবং পুং/পুং চিহ্নের পটভূমিতে ব্যবহৃত রঙ এবং তাই চারটিরই প্রতিনিধিত্ব করে।  
অন্য
অন্য সম্পর্কের চিহ্ন হল কালো পটভূমিতে ইউরেনাস গ্রহের প্রতীক। পাশ্চাত্য সংস্কৃতিতে ইউরেনাসকে প্রতীককে অননুযায়িতা আর নমনীয়তার মতো ধারণার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিজাইন বিভাগের মনে হয়েছিল যে এইটা একে অন্যান্য শ্রেণীগুলোতে না আঁটা সম্পর্কগুলোকে বোঝাতে উপযুক্ত প্রতীক বানাবে।

আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?

Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন