AO3 News

Post Header

Published:
2024-12-17 23:39:36 UTC
Original:
The Slash Advent Calendar is Moving to the AO3
Tags:

মুক্ত দ্বারের উপর আলোকপাত ব্যানার

দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডার, একটি বিবিধ অনুরাগীদলের অনুরাগীসাহিত্য ও অনুরাগীচিত্রের সংগ্রহশালা, যা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডার বিবিধ অনুরাগীদলের জন্য তৈরি একটি স্ল্যাশ চ্যালেঞ্জ (আহ্বান) ছিল, যা ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে প্রতি ডিসেম্বরে হত। কিরা-নেরঈসের দ্বারা এই আহ্বানটি শুরু হয় লেডি ক্যারদাসি প্রোডাকশনে, যেখানে স্টার ট্রেক, হ্যারি পটার, দ্যা সেন্টিনেল, ও ব্যাফি দ্যা ভ্যামপায়ার স্লেয়ার—ইত্যাদি নানা নানা অনুরাগীদলের কর্ম ছিল। দুর্ভাগ্যবশত, ২০১০ সালে যে ডোমেনটি দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারকে হোস্ট করত, সেটি হারিয়ে যায়, এবং তার সাথে হারিয়ে যায় অনুরাগীদুনিয়ার অনেক ইতিহাস। যদিও এতে থাকা অনেক কর্মই ওয়েব্যাক মেশিনের সাহায্যে আজও দেখা যায়, কিছু পরিমাণ কর্ম সেভ করা ছিল না - যার মধ্যে আছে বেশিরভাগ চিত্রশিল্প ও ২০০৫ সালে প্রকাশিত হওয়া কর্ম। যেসব স্রষ্টাদের কাছে এখনো তাদের নিজস্ব কর্মের প্রতিলিপি আছে, তারা Open Doors (মুক্ত দ্বার)-এর সঙ্গে যোগাযোগ করলে আমরা খুব খুশি হবো!

২০০৬ সালে একজন নতুন নিয়ামক (মডারেটর) এর হাত ধরে, দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডার স্টার ট্রেক বিষয়ক হয়ে যায়। ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত এক সারি কার্ক/ষ্পক এডভেন্ট ক্যালেন্ডার চলে, এবং আবার ২০২২ সালে পুনরায় শুরু হয়।

দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডার, একটি দীর্ঘমেয়াদী অনুরাগী প্রচলনের অগ্রদূত হওয়াতে, তা সংরক্ষণ করা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। (যদি অন্যান্য পুরানো কার্ক/ষ্পক এডভেন্ট ক্যালেন্ডারের নিয়ামকরা অনুমোদন করেন, তবে মুক্ত দ্বার সেগুলি সংরক্ষণ করতে পারলেও অত্যন্ত আনন্দিত হবে।)

Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার কিরা-নেরঈস ও সেভিয়ারের সাথে ২০০২ থেকে ২০০৫ সালের দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারকে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটিকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, এতে বর্তমানে থাকা সব অনুরাগীচিত্রগুলি OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে।

আমরা জানুয়ারি মাসের পর থেকে দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারের অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।

যে স্রষ্টাদের কর্ম দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারে ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে। আমরা তারপর ওয়েবসাইটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেব।

আপনার দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারে ব্যবহৃত ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
  4. আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
  5. আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারের নিয়ামকদের সাথে আমরা কাজ করবো।)

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...

আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন

অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডারের গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

দ্যা স্ল্যাশ এডভেন্ট ক্যালেন্ডার সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!

- মুক্ত দ্বার সমিতি, কিরা-নেরঈস, এবং সেভিয়ার

এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম নিয়ে আসার কাজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-11-27 22:29:23 UTC
Original:
Fan Fiction Writers Archive is Moving to the AO3
Tags:

ফ্যান ফিকশন রাইটার্স: হোয়্যার ইম্যাজিনেশনস আর আনলিশড (যেখানে কল্পনা উন্মুক্ত)।

ফ্যান ফিকশন রাইটার্স, একটা বিবিধ অনুরাগীসমাজের অনুরাগী সাহিত্য ভিত্তিক সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

ফ্যান ফিকশন রাইটার্স একটা বিবিধ অনুরাগীসমাজের অনুরাগী সাহিত্য ভিত্তিক সংগ্রহশালা, যা একটি জিওসিটিস ওয়েবসাইট হিসেবে ১৯৯১ সালে শুরু হয়। এই সংগ্রহশালাটির মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল চারটি অন্যতম অনুরাগীসমাজ—কুং ফু: দ্যা লেজেন্ড কন্টিনিউস, ল্যান্সার, লর্ড অফ দ্যা রিংস, ও এক্স-মেন। ফ্যান ফিকশন রাইটার্স দক্ষতা বা অভিজ্ঞতার কোন বৈষম্য করত না; সমস্ত অনুরাগী লেখক এখানে তাদের প্রতিভা প্রদর্শিত করতে পারতেন। ফ্যান ফিকশন রাইটার্স AO3-তে আসছে তাদের কাছে থাকা কর্মগুলিতে সংরক্ষণ করার জন্য, যাতে সেগুলি সময়ের সাথে ইতিহাসে হারিয়ে না যায়।

Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার ফ্যান ফিকশন রাইটার্সের নিয়ামক কালেইডোপির সাথে সংগ্রহশালটিকে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটি সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে ফ্যান ফিকশন রাইটার্সে থাকা সব অনুরাগী সাহিত্যকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে।

আমরা নভেম্বর ২০২৪ এর পর থেকে ফ্যান ফিকশন রাইটার্সের অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।

যে স্রষ্টাদের কর্ম ফ্যান ফিকশন রাইটার্সে ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে। তারপর আমরা ওয়েবসাইটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেব।

আপনার ফ্যান ফিকশন রাইটার্সের ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
  4. আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
  5. আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। ফ্যান ফিকশন রাইটার্সে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে আমরা সংগ্রহশালার নিয়ামক কালেইডোপির সাথে কাজ করবো।)

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...

আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন

অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে ফ্যান ফিকশন রাইটার্স সংগ্রহশালার গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

ফ্যান ফিকশন রাইটার্স সংগ্রহশালার সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!

- মুক্ত দ্বার দল এবং কালেইডোপি

এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম নিয়ে আসার কাজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-11-18 18:55:38 UTC
Original:
Open Doors Announces New Import of Fanzine Works
Tags:

”

The AO3 Fanzine Scan Hosting Project - FSHP (AO3 ফ্যানজাইন স্ক্যান হোস্টিং প্রকল্প - এফ.এস.এইচ.পি.) একটি মুক্ত দ্বার সমিতি ও অনুরাগী-চালিত সংরক্ষণ প্রকল্প Zinedom (জাইনডম)-এর সহযোগিতায় তৈরি প্রকল্প, যার দ্বারা ফ্যানজাইন বা অনুরাগী ম্যাগাজিনে ছাপানো অনুরাগী-সাহিত্য ও অনুরাগী-চিত্র Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হবে। অনুরাগী-কর্মগুলি হয় স্রষ্টাদের, নয় যে ফ্যানজাইনে (অনুরাগী ম্যাগাজিন) কর্মগুলি ছাপানো হয়েছিল তার প্রকাশকের সম্মতি পাওয়ার পরেই সেগুলি AO3-তে আনা হবে।

আজ, মুক্ত দ্বার আনন্দের সঙ্গে ঘোষণা করছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে তৈরি করা সংকলনগুলির একটি তালিকা যেখানে এফএসএইচপি-এর মাধ্যমে নিয়ে আসা অনুরাগী-কর্মের রাখা আছে। যে ফ্যানজাইন থেকে এক বা একাধিক অনুরাগী-কর্ম নিয়ে আসা হয়েছে, তার প্রত্যেকটির জন্য একটি সংকলন তৈরি করা হয়েছে, কিন্তু এই সংকলনগুলিতে প্রতিটি ফ্যানজাইনের সমস্ত কর্ম নাও থাকতে পারে। এই সংকলনগুলির অনেকগুলিতে শুধুমাত্র একটি কর্ম আছে, কারণ সেগুলির ক্ষেত্রে মুক্ত দ্বার শুধুমাত্র সেই কর্মটি আনার জন্যেই সম্মতি পেয়েছে। পূর্ণ স্বচ্ছতার জন্যে, মুক্ত দ্বার ঠিক করেছে যে এইরূপ নতুন সংকলন তৈরির ঘোষণার সময়ে তারা এটাও জানিয়ে রাখবে যে ভবিষ্যতে আরো স্রষ্টার থেকে অনুমতি পেলে সংকলনগুলিতে আরো অনুরাগীকর্ম যোগ করা হতে পারে ।

২০২৪ সালের আগস্ট মাস অবধি মুক্ত দ্বার যেসব ফ্যানজাইন থেকে অনুরাগী কর্ম নিয়ে এসেছে, সেগুলির জন্যে নিম্নলিখিত সংকলনগুলি তৈরি করা হয়েছে:

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরের জন্যে, মুক্ত দ্বার সমিতির ওয়েবসাইটে এফ.এস.এইচ.পি.-র পাতা দেখুন। যদি কোন ফ্যানজাইনে আপনার কোন পূর্ব প্রকাশিত কর্ম মুক্ত দ্বার সমিতিকে নিয়ে আসার জন্যে আপনার অনুমতি দিতে চান, বা আপনার যদি FSHP সংক্রান্ত আরো কোন প্রশ্ন থাকে, তাহলে আমরা আপনাকে মুক্ত দ্বার সমিতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করবো।

অনুরাগীরা যদি ফ্যানলোরে কোন ফ্যানজাইনের গল্প, যাতে হয়তো বা তাঁর নিজের কর্মও প্রকাশিত হয়েছে, বাঁচিয়ে রাখতে আমাদের সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হবো। আপনি যদি উইকি এডিটিং-এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুরাগীসমাজ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ!

- মুক্ত দ্বার দল

এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের পরে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম ইমপোর্ট করা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

OTW ঘোষণা

Archive of Our Own – AO3 নিয়মাবলী আমাদের ব্যবহারকারীদের কাছে আরো পরিষ্কার করার জন্য AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী (শুধুমাত্র ইংরাজিতে উপলব্ধ) আমরা নভেম্বর, ২০২৪ এর মাঝামাঝিতে আপডেট করার সংকল্প করেছি। এই আপডেটটি হলে, ভবিষ্যতে AO3 ব্যবহার করার জন্য, সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মতি দিতে হবে। এই আপডেটের সম্পূর্ণটি সর্বজনীন পর্যালোচনার জন্য প্রকাশ করা হয়েছে, এবং কি পরিবর্তন হয়েছে (ও কি পরিবর্তন হয়নি) তার একটি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে:

পরিবর্তনের সারাংশ

পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী পুনর্গঠনের সঙ্গে, এটি আরো সহজবোধ্য করতে, নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর কাঠামো আগের থেকে আলাদা করে তৈরি করা হয়েছে। নতুন নিয়মাবলীতে কি পরিবর্তন হয়েছে ও কেন তা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা আপডেটের গাইড (ইংরাজিতে)-এ পাবেন। তারই কিছু গুরুত্বপূর্ণ অংশসমূহ:

  • আমরা Content Policy (বিষয়বস্তুর নীতি) আরো সহজবোধ্য করেছি, কিন্তু কি ধরনের কর্ম অনুমোদিত ও কি অনুমোদিত নয় তাতে কোন বদল করা হয়নি। আপনার কর্ম যদি AO3-তে এর আগে অনুমোদিত হয়ে থাকে, তাহলে তা এখনো অনুমোদিত থাকবে।
  • পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী তিনটি পাতায় ভাগ করা হয়েছে: General Principles (সাধারণ নীতি), Content Policy, এবং Privacy Policy (গোপনীয়তা নীতি)। আপনি যদি পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর কোন একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান, তাহলে এই ভাগ আপনাকে সেটি আরো সহজে খুঁজে পেতে সাহায্য করবে।
  • আমরা পরিষেবা প্রাপ্তির নিয়মাবলীর ভাষার সরলীকরণ করেছি এবং অপ্রয়োজনীয় বা অত্যধিক বিস্তারিত বাক্যাংশ এবং অনুচ্ছেদ মুছে দিয়েছি। যেসব জায়গায় অতিরিক্ত অর্থ ব্যাখ্যা কোন বিষয়কে বুঝতে আরো সাহায্য করতে পারে, সেসব ক্ষেত্রে আমরা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্রতে নতুন প্রশ্ন যোগ করেছি।
  • আমরা ও আমাদের সাবপ্রসেসরগুলি কিভাবে ব্যবহারকারীর তথ্য (যার মধ্যে ব্যক্তিগত তথ্যও অন্তর্ভুক্ত) সংগ্রহ এবং ব্যবহার করে, তার বিবরণও আমরা গোপনীয়তা নীতিতে আপডেট করেছি।
  • পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী লঙ্ঘন হওয়ার ক্ষেত্রে অপব্যবহার নিবারণ সমিতিকে বৃহত্তর ক্ষমতা দেওয়ার জন্য Abuse Policy (অপব্যবহার নিবারণ নীতি) আরো সরলীকরণ ও বদল করা হয়ছে, তবে তা করা হয়েছে AO3-র অনুরাগীকর্মকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যের অনুসারে।
  • "Underage" (অপ্রাপ্তবয়স্ক ) Archive Warning (সতর্কবার্তা), যা ব্যবহৃত হয় অপ্রাপ্তবয়স্ক যৌনতার বিবরণ থাকা কর্মে, তা "Underage Sex" (অপ্রাপ্তবয়স্ক যৌনতার বিবরণ) এ পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তন সতর্কবার্তাটির অর্থ বা এটির প্রয়োগে কোন বদল আনবে না। পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী আপডেট করা হলে, "অপ্রাপ্তবয়স্ক" সতর্কবার্তা থাকা সব কর্ম আপনাআপনি ভাবে "Underage Sex" সতর্কবার্তাকে পরিদর্শিত করবে। আপনার যদি কোন কর্ম থাকে যেটি “অপ্রাপ্তবয়স্ক” সতর্কবার্তাটি ব্যবহার করছে যে এবং আপনি তাতে “Underage Sex” সতর্কবার্তাটি চাননা, তাহলে আপনি সেটিতে এর পরিবর্তে Creator Chose Not to Use Archive Warnings" (স্রষ্টা সংগ্রহশালার সতর্কবার্তা ব্যবহার ইচ্ছুক নন) সতর্কবার্তাটি যেকোন সময় ব্যবহার করতে পারেন।

আপনি প্রস্তাবিত পরিবর্তনসমূহ (ইংরেজিতে) পড়তে পারেন এবং এখানে এই খবর প্রকাশনাতে নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী বা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র সম্বন্ধে আপনার যেকোন প্রশ্ন, পরামর্শ, বা প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে পারেন। আপনি নভেম্বর ১৮, ২০২৪ পর্যন্ত এখানে মন্তব্য করতে পারবেন। এখানে মন্তব্য নেওয়া বন্ধ হয়ে গেলে, OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা), যা AO3-র অভিভাবক সংস্থা, তার পরিচালক মণ্ডলী পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্রস্তাবিত পরিবর্তনসমূহতে ভোট দেবেন। পরিচালক মণ্ডলী যদি পরিবর্তনসমূহের পক্ষে ভোট দেন, তাহলে পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী আপডেট করা হবে, এবং তারপরে AO3 ব্যবহার করার জন্য সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মত হতে হবে।

পরিচালক মণ্ডলীর নির্বাচনের আগে আপনার মতামত জানানোর জন্য, এখানে নভেম্বর ১৮ এর আগে মন্তব্য করতে ভুলবেন না।


নভেম্বর ১৮, ২০২৪ এর এডিট: ২ সপ্তাহ ব্যাপী পর্যালোচনা করার সময়সীমা শেষ হয়েছে এবং আর মন্তব্য করা সম্ভব নয়। আপনার যদি পরিচালনা সমিতিকে আরো কিছু জানানোর থাকে, তবে সেটি অনুগ্রহ করে তাদের যোগাযোগ ফর্ম এর দ্বারা পাঠিয়ে দিন। আপনার যদি পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী বা পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র সম্বন্ধে আরো কোন প্রশ্ন থাকে , তবে অনুগ্রহ করে নিয়মাবলী ও অপব্যবহার সমিতির সঙ্গে যোগাযোগ করুন।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-10-03 19:11:33 UTC
Original:
due South Seekrit Santa Is Moving to the AO3
Tags:

”লাল,

ডিউ সাউথ সিক্রিট স্যান্টা, একটা ডিউ সাউথ এর উপহার আদানপ্রদানের সংগ্রহশালা থেকে তার পুরোনো কর্মগুলোকে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

ডিউ সাউথ সিক্রিট স্যান্টা (dSSS/ডিএসএসএস) ডিউ সাউথ এর অনুরাগীদের জন্য একটি বার্ষিক উপহার আদানপ্রদান প্রতিযোগিতা। dSSS (ডিএসএসএস) এর সংগ্রহশালা প্রথমে http://dsss.crocolanthus.com/-এ ছিল। যখন সার্ভারটার মালিক বা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলো, তখন ক্রোকোল্যান্থাস dSSS(ডিএসএসএস) সংগ্রহশালা অফলাইন হয়ে গেল, আর ডোম্যান নামটাও হারিয়ে গেল। সংগ্রহশালাটাকে সংরক্ষণ করে রাখতে, ২০০৪-২০০৯ সালের আদনপ্রদানগুলোর কর্মগুলো মুক্ত দ্বার আর dSSS(ডিএসএসএস) AO3তে নিয়ে আসছে।

Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার ভেরুস্কা এবং রাইড_ফরএভার এর সাথে ২০০৪-২০০৯ এর ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-র আদানপ্রদানগুলোকে ইতিমধ্যেই থাকা dSSS (ডিএসএসএস) সংকলনের মধ্যে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য উপ-সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটিকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-য় থাকা সব চিত্র এবং ভিডিও ফাইল-কে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে।

আমরা নভেম্বর মাসের পর থেকে ডিউ সাউথ সিক্রিট স্যান্টা এর অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।

যে স্রষ্টাদের কর্ম ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-য় ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে।

আপনার ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-র ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
  4. আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
  5. আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-য় আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-র নিয়ামকদের (মডারেটর) সাথে আমরা কাজ করবো।

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...

আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন

অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে ডিউ সাউথ সিক্রিট স্যান্টা-র গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব।আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

ডিউ সাউথ সিক্রিট স্যান্টা সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!

- মুক্ত দ্বার দল এবং ভেরুস্কা এবং রাইড_ফরএভার

এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম নিয়ে আসার কাজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-09-25 15:35:11 UTC
Original:
Choices Fanfic Archive is Moving to the AO3
Tags:

মুক্ত দ্বার খবর

চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালা, একটা চয়েসেস (পছন্দ): আপনি যে গল্পগুলি নিয়ে কয়েল করেন, বিষয়ক অনুরাগী-সাহিত্যের সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

অন্যান্য দায়িত্বের কারণে চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালার প্রধান নিয়ামক মিশা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সংগ্রহশালাটি আর চালাতে পারবেন না এবং এর বিষয়বস্তু সংরক্ষণ করার জন্য এটি স্থানান্তর করবেন।

Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার সমিতি মিশার সাথে চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালাকে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটিকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে চয়েসেস সংগ্রহশালায় থাকা সব সাহিত্য এবং ছবিগুলিকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে। অবশেষে, পুরোনো ওয়েবসাইটটায় যাওয়া সংযোগগুলোকে সব AO3 এর সংকলনের দিকে পাঠানো হবে যাতে নিয়ে আসা একক কর্মকে খুঁজে পেতে অনুসন্ধান এবং ফিল্টার করা যাবে।

আমরা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালার অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।

যে স্রষ্টাদের কর্ম চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালায় ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে। আমরা তারপর ওয়েবসাইটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেব।

আপনার চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালা এর ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
  4. আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
  5. আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালায় আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালার নিয়ামকদের সাথে আমরা কাজ করবো।)

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...

আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন

অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালা-এর গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! Check out the নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

চয়েসেস অনুরাগী-সাহিত্য সংগ্রহশালা সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!!

- মুক্ত দ্বার দল এবং মিশা

এই পোস্টে মন্তব্য করা ১৪ দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে কর্ম নিয়ে আসার কাজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-08-20 01:17:17 UTC
Original:
2024 OTW Election Results
Tags:

OTW নির্বাচনের সংবাদ

নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২৪ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি।

 

নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক পর্ষদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন:

  • Erica Frank
  • Rachel Linton

পরিচালক পর্ষদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক পর্ষদের নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই।

নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং অবশ্যই, ভোটদান করে যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment

Post Header

Published:
2024-08-16 02:20:10 UTC
Original:
2024 OTW Board Voting Now Open!
Tags:

OTW নির্বাচনের সংবাদ

নির্বাচন এখন শুরু হয়েছে!

সব OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১, ২০২৩ এবং জুন ৩০, ২০২৪ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে সেটি স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, আর তারপরও না পেলে যোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল করবেন যে আপনার অনুদান আমাদের কাছে প্রাপ্ত হবে মার্কিন পূর্ব সময় (US Eastern Time) অনুযায়ী, সুতরাং আপনার অনুদানের রসিদ যদি ৩০ জুন, ২০২৪ দিনের ১৯:৫৯ এর পরে পৌছয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান এই সময়সীমার আগে করা হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে আঞ্চলিক সময় পরিবর্তকে আপনার জন্য সেটা কোন সময় তা দেখে নিন।

ভোট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে টুইটার/এক্স (X)-এ গিয়ে হ্যাশট্যাগ #OTWE2024 ব্যবহার করে অন্য ভোটারদের সঙ্গে দেখা বা কথা বলতে পারেন। আমরা আপনাদের থেকে শুনতে ইচ্ছুক!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Comment


Pages Navigation