AO3 বুকমার্ক(পুস্তকচিহ্ন) কি?
একটি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) বুকমার্ক যে কর্ম আপনি মনে রাখতে, বেশি সহজে খুঁজতে, বা কোনো মন্তব্য সংরক্ষিত করে রাখতে চান তার একটি রেকর্ড। AO3তে বানানো বুকমার্ক অন্য ব্যবহারকারীদের জন্য সুপারিশ হিসেবে কাজ করে।
বুকমার্ক সাবস্ক্রিপশানের থেকে আলাদা। বুকমার্ক এবং সাবস্ক্রিপশানের মধ্যে তফাত সম্বন্ধে আরো তথ্য পেতে, দয়া করে বুকমার্ক, "Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন),এবং সাবস্ক্রিপশানের মধ্যে তফাত কি? দেখুন। কোনো বিশেষ ব্যবহারকআরী কর্ম পকাশ করলে আপনি যদি আপডেটেড হতে চান, কোনো ব্যবহারকারীকে আম কিভাবে সাবস্ক্রাইব, বা আনসাবস্ক্রাইব করব? দেখুন।
AO3তে বুকমার্কিং কিভাবে কাজ করে, সে ব্যাপারে আরো তথ্য পেতে, আমি কি কি বুকমার্ক করতে পারি? দেখুন।
আমি কি কি বুকমার্ক করতে পারি?
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে প্রকাশিত যে কোনো কর্মকেই বুকমার্ক করা যায়। আপনি বাইরের ওয়েবসাইটে প্রকাশিত কর্মের জন্যও বুকমার্ক তৈরি করতে পারেন।
বুকমার্ক কিভাবে তৈরি করতে হয় তা সম্বন্ধে আরো তথ্য পেতে, আমি AO3তে কোনো কর্ম কিভাবে বুকমার্ক করব? এবং AO3তে প্রকাশিত হয়নি এমন কোনো কর্ম আমি কিভাবে বুকমার্ক করব? দেখুন।
আমি AO3তে কোনো কর্ম কিভাবে বুকমার্ক করব?
"Bookmark" (বুকমার্ক করুন) বোতাম ব্যবহার করে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে কর্ম বুকমার্ক করা যাবে। ওয়েবসাইটের ডিফল্ট স্কিন ব্যবহার করার সময়ে, কর্মের পাতার উপরে ও নীচে "বুকমার্ক" বোতাম অবস্থিত। কোনো সিরিজের জন্য, "Bookmark Series"(সিরিজ বুকমার্ক করুন) বোতাম সিরিজের পাতার উপরে অবস্থিত।
স্রষ্টার বর্ণনা এবং ট্যাগ বুকমার্কে নিজে থেকেই যোগ হয়ে যায়। আপনি কর্মটাতে আপনার নিজস্ব টীকা বা ট্যাগও যোগ করতে পারেন। টীকাগুলো যা খুশি হতে পারে, যেমন ধরুন ছোট্টো সমালোচনা বা নিজের মনে রাখার জন্য কিছু। ট্যাগ আপনার বুকমার্কগুলোকে সাজাতে এবং ফিল্টার করা সহজ করতে ব্যবহার করা যেতে পারে। বুকমার্ক ট্যাগ করার উপর আরো তথ্য পেতে, আমার বুকমার্ক আমি কিভাবে ট্যাগ করব? দেখুন।
আপনি বুকমার্কে কোনো অপশনাল তথ্য রেকর্ড করতে চাইলে তা দিয়ে দিন। আপনার যদি একাধিক ছদ্মনাম থাকে, আপনি বুকমার্ক অংশের উপর দিকে থাকা মেনু থেকে বুকমার্ক কোন ছদ্মনামের তা বদলাতে পারেন। আপনার ডিফল্ট ছদ্মনামটা স্বয়ংক্রিয়ভাবে বেছে নেওয়া হয়। ছদ্মনামের উপরে আরো তথ্য পেতে, দয়া করে ছদ্মনাম ঘজিপ্র দেখুন।
আগে থেকেই থাকা কালেকশনে কোনো বুকমার্ক যোগ করতে, "Add to collections"(কালেকশানে যোগ করুন)-এ ওই কালেকশানের নাম দিতে শুরু করুন, আর তারপর তালিকাটা থেকে সেটা বেছে নিন। আরো তথ্য পেতে, সংকলন ঘজিপ্র দেখুন।
বুকমার্ক গোপনীয় হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আপনি কোনো বুকমার্ককে গোপনীয় হিসেবে চিহ্নিত করলে আপনি ছাড়া অন্য কেউ তা দেখতে পারবে না। এমনকী কর্মের স্রষ্টাও শুধু জানবে যে একটা বুকমার্ক যোগ হয়েছে-সে কে কর্মটা বুকমার্ক কে করেছে, বা আপনি কি মন্তব্য বা ট্যাগ অন্তর্ভুক্ত করেছেন। যখন আপনার বুকমার্ক দেখবেন, গোপনীয় হিসেবে কিছু চিহ্নিত হলে ব্লার্বে একটা তালার চিহ্ন দিয়ে দেখা যাবে। আরো তথ্য পেতে, দয়া করে আমার বুকমার্ক কে কে দেখতে পারবে তা আমি কি সামলাবো? দেখুন।
আপনি কোনো বুকমার্ককে "Rec"(সুপারিশ) হিসেবেও চিহ্নিত করতে পারেন। "Rec" "recommendation" (সুপারিশ)-কে ছোটো করে করা। আপনি যদি কোনো বুকমার্ককে সুপারিশ হিসেবে চিহ্নিত করেন, কোনো ব্যবহারকারী সুপারিশ খুজলে তা খোঁজার ফলাফলে অন্তর্ভুক্ত করা হবে। বুকমার্ক দেখার সময়ে, সুপারিশ হিসেবে চিহ্নিতগুলো ব্লার্বে একটি হৃদয় চিহ্ন সমেত দেখা যাবে। সুপারিশ সম্বন্ধে আরো জানতে, দয়া করে বুকমার্ক আর সুপারিশের মধ্যে তফাত কি? দেখুন।
আপনি যদি কোনো বুকমার্ককে গোপনীয় এবং সুপারিশ দুটো হিসাবেই চিহ্নিত করেন, শুধু তালা চিহ্নটাই দেখা যাবে, এবং সুপারিশটা খোঁজের ফলাফলে দেখা যাবে না। সুতরাং, আপনি কোনো কোন বুকমার্ককে সুপারিশ হিসেবে পাওয়া যেতে চান, সেটা কে প্রকাশ্য বুকমার্ক করাই স্রেয়। যে বুকমার্কটা গোপনীয় বা সুপারিশ হিসেবে চিহ্নিত নয় তা আপনার বুকমার্কে আসবে এবং অন্যরা আপনার বুকমার্ক ব্রাউজ করলে তাদের কাছেও দৃষ্ট হবে।
বুকমার্কটির জন্য আপনার পছন্দসই সেটিং পছন্দ করার পর, আপনার নতুন বুকমার্ক তৈরি করতে "Create" (তৈরি করুন) বোতামটা নির্বাচন করুন।
AO3তে প্রকাশিত হয়নি এমন কর্মকে আমি বুকমার্ক কিভাবে করব?
বাইরে অবস্থিত কর্ম বুকমার্ক করতে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র যে কোনো পাতার উপর "Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!" মেনুর নীচে "My Bookmarks" (আমার বুকমার্ক) সংযোগ অনুসরণ করুন। আপনার Bookmarks (বুকমার্ক) পাতার থেকে ডিফল্ট চামড়া ব্যবহারের সময়ে পাতার উপরের ডান দিকে অবস্থিত "Bookmark External Work" (বাইরে অবস্থিত কর্ম) বোতাম নির্বাচন করুন।
আপনার যদি একাধিক ছদ্মনাম থাকে, আপনি বুকমার্কটা কোন ছদ্মনামের তা বুকমার্ক বিভাগের উপরের মেনু থেকে বদলাতে পারেন। আপনার ডিফল্ট ছদ্মনামটা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। ছদ্মনাম সম্বন্ধে আরও জানতে, দয়া করে ছদ্মনাম ঘজিপ্র দেখুন।
পরের দুটি অংশে দেয় তথ্য–External Work (বাইরে অবস্থিত কর্ম) এবং Creator's Tags (স্রষ্টার ট্যাগ)– বুকমার্ক তৈরি করা হয়ে গেলে আর বদলানো যাবে না।
বাইরে অবস্থিত কর্ম অংশে কর্মের URL(ইউ আর এল), স্রষ্টার নাম, এবং কর্মের নামের জন্য ফীল্ড আছে। এই ফীল্ডগুলো দরকারি। আপনি ইচ্ছা করলে "Creator's Summary" (স্রষ্টার সারাংশ) ফীল্ডে স্রষ্টার নিজের বিবরণও যোগ করতে পারেন।
স্রষ্টার ট্যাগ অংশে, আপনি স্রষ্টার থেকে কর্ম সম্বন্ধে তথ্য রেকর্ড করতে পারেন, যেমন কর্মের রেটিং এবং শ্রেণী, এবং তার সাথেই সম্পর্ক এবং চরিত্রের ট্যাগগুলি। আপনাকে অন্তত একটা ফ্যান্ডম(ভক্তদুনিয়া) ট্যাগ "Fandoms" (ভক্তদুনিয়া) ফীল্ডে অবশ্যই দিতে হবে। চাহিদামতো ট্যাগ যদি ইতিমধ্যেই AO3তে না থাকে, যথাযথ ফীল্ডে তা দিয়ে আপনি তা বানিয়ে নিতে পারেন। ট্যাগ তৈরির উপর আরও তথ্য পেতে, দয়া করে আমি ব্যবহার করতে চাই এমন কোনো ট্যাগ AO3তে কেন ইতিমধ্যেই নেই? বা ট্যাগ ঘজিপ্র দেখুন।
Write Comments (মন্তব্য লিখুন) অংশে, আপনি কর্মটার জন্য আপনার নিজস্ব টীকা এবং ট্যাগ যোগ করতে পারেন। আপনি এই বুকমার্কটাকে AO3তে ইতিমধ্যেই থাকা যেকোনো কালেকশানে যোগ করতে পারেন। এটা কিভাবে করতে হবে, সে সম্বন্ধে আরও তথ্যের জন্য, দয়া করে আমি বুকমার্কের কালেকশান কিভাবে বানাবো? দেখুন।
সব শেষে, Choose Type And Post (টাইপ বাছুন এবং প্রকাশ) অংশে, আপনি বুকমার্কটাকে Private (গোপনীয়) এবং/বা Rec (সুপারিশ) হিসেবে চিহ্নিত করতে পারেন। এই অপশনগুলো সম্বন্ধে আরও তথ্য পেতে, দয়া করে আমার বুক্মেরক কে কে দেখতে পাবে তা আমি সামলাবো কি করে? এবং বুকমার্ক এবং সুপারিশের মধ্যে তফাত কি? দেখুন।
বাইরে অবস্থিত কর্ম এবং স্রষ্টার ট্যাগ অংশগুলো নিশ্চিতভাবে পুনঃমূল্যায়ন করবেন, কারণ ওখানে থাকা তথ্য বুকমার্ক তৈরি হয়ে যাওয়ার পরে আর বদলানো যায় না। তারপর, আপনার যখন ফর্মটা ভরা হয়ে গেল, বুকমার্কটা সেভ করতে "Create" (তৈরি করুন) বোতামটা নির্বাচন করুন।
আপনি যদি বুকমার্কটা তৈরি করবেন না ঠিক করেন, "My Bookmarks"(আমার বুকমার্ক) বোতামটা নির্বাচন করলে তা আপনাকে বুকমার্কটা তৈরি না করেই আপনার বুকমার্ক পাতায় নিয়ে যাবে।
বাইরে অবস্থিত বুকমার্কস্ বুকমার্কলেটটা কি এবং তা কিভাবে কাজ করে?
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) External Bookmarks Bookmarklet (বাইরে অবস্থিত বুকমার্কস্ বুকমার্কলেট) একটি জাভাস্ক্রিপ্ট সংযোগ যেটা আপনি আপনার ব্রাউজারের বুকমার্কসের সাথে যোগ করাতে পারেন। এটাকে Bookmark an External Work (বাইরে অবস্থিত কর্ম বুকমার্ক করুন) পাতায় পাবেন, যেটা যে কোনো পাতার উপর "Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!" মেনুর নীচে "My Bookmarks" (আমার বুকমার্ক) সংযোগ অনুসরণ করে পেতে পারেন। আপনার Bookmarks (বুকমার্ক) পাতার থেকে ডিফল্ট চামড়া ব্যবহারের সময়ে পাতার উপরের ডান দিকে অবস্থিত "Bookmark External Work" (বাইরে অবস্থিত কর্ম) বোতাম নির্বাচন করুন।
এই বুকমার্কলেট-টা অন্য কোনো সাইটে প্রকাশিত কর্মের জন্য আপনাকে স্বল্প সময়ের মধ্যে AO3 বুকমার্ক তৈরি করতে দেয়। আপনি যখন অন্য ওয়েবসাইটে কোনো কর্ম দেখতে দেখতে এই বুকমার্কলেটটা নির্বাচন করলে, তা বাইরে অবস্থিত কর্ম বুকমার্ক করুন পাতাটা চালু করে, স্বয়ংক্রিয়ভাবে কর্মটা সম্বন্ধে কিছু তথ্য সমেত(যেখানে সম্ভব)। বুকমার্কলেটটি ব্যবহার করতে আপনাকে আপনার AO3 অ্যাকাউন্টে লগড ইন থাকতে হবে।
বুকমার্কলেট যোগ প্রতিটা ব্রাউজার বিভিন্নরকম ভাবে করে। বেশিরভাগ ব্রাউজার বুকমার্কলেটটা, অন্য যেকোনো বুকমার্ক বা ফেভারিটের মতোই, আপনার বুকমার্ক বা ফেভারিটস্ বারে যোগ করে আর আপনাকে ওটা চালাতে ওটাকে শুধুমাত্র নির্বাচন করতে হবে। বুকমার্কলেটটা আপনার ব্রাউজারে কিভাবে যোগ করবেন, তা জানতে ব্রাউজারের সহায়তা'র ফাইলগুলি দেখুন।
বাইরে অবস্থিত কর্ম বুকমার্ক করার উপর আরও তথ্য পেতে, বা New External Work (নতুন বাইরে অবস্থিত কর্ম) পাতায় কিভাবে পৌছাতে হবে শিখতে, দয়া করে AO3তে প্রকাশিত নয় এমন কর্ম আমি কিভাবে বুকমার্ক করব? দেখুন।
আমি কোনো বুকমার্ক কিভাবে সম্পাদন করতে পারি?
কোনো বুকমার্ক সম্পাদন দু'ভাবে করা যায়: বুকমার্ক করা কর্ম বা সিরিজ থেকে সরাসরি, বা আপনার Bookmarks (বুকমার্ক করুন) পাতা থেকে।
আপনি যখন আপনার বুকমার্ক করা কোনো কর্ম বা সিরিজের পাতায় আছেন, কর্মের উপরে ও নীচে, অথবা সিরিজের পাতার উপরে একটা "Edit Bookmark" (বুকমার্ক সম্পাদন করুন) বোতাম থাকবে। সেই বোতামটা নির্বাচন আপনাকে বুকমার্ক ফর্মে নিয়ে পাঠাবে, যেখানে আপনি আপনার পছন্দ মতো বদল করতে পারেন।
আপনার বুকমার্ক পাতা থেকে সম্পাদন করার সময়ে, প্রথমে আপনি যে বুকমার্কটা সম্পাদন করতে চান সেটা খুঁজুন। (বুকমার্ক পাতাটায় "Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!" মেনু থেকে যাওয়া যায়)। "Bookmarked by (বুকমার্ক করেছে) [ব্যবহারকারী নাম/ছদ্মনাম]" বাক্যটার নীচে "Edit" (সম্পাদন করুন) বোতাম নির্বাচন করুন। এটা বুকমার্ক তৈরীর ফর্মের মতোই একটা ফর্ম দেখাবে, যেখানে আপনি বুকমার্কটা আপনার ইচ্ছা মতো বদলাতে পারেন। আপনার বুকমার্ক পাতাটা কিভাবে পাবেন, সে সম্বন্ধে আরো তথ্যের জন্য আমার বুকমার্কগুলো আমি কিভাবে পাব? দেখুন।
আমি বুকমার্ক কিভাবে মুছব?
আপনি আপনার Bookmarks (পুস্তকচিহ্ন) পাতা থেকে বুকমার্ক মুছতে পারেন:
- আপনি যখন লগড ইন আছেন, পাতার উপরাংশের "Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!" মেনু থেকে "My Bookmarks" (আমার বুকমার্কস্) নির্বাচন করুন।
- আপনার বুকমার্ক পাতা থেকে আপনি যে বুকমার্কটা মুছতে চান তা খুঁজে বার করুন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন:
- আপনার বুকমার্ক পাতাটা আপনি সাজাতে এবং ফিল্টার করতে পারেন,বপাতার ধারের Sort and Filter (সাজান এবং ফিল্টার করুন) ফর্ম ব্যবহার করে, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র অন্য যে কোনো ফলাফলের মতোই। চলমান যন্ত্রে থাকলে, ফর্মটা পেতে "Filters" (ফিল্টারস্) নির্বাচন করুন।
- আপনা কটা বুকমার্ক আছে তার উপর ভিত্তি করে, আপনার বুকমার্ক একাধিক পাতার হতে পারে। আপনি যে বুকমার্কটা খুঁজছেন তা প্রথম দেখানো পাতাতে নাও হতে পারে।
- "[ব্যবহারকারী নাম/ছদ্মনাম] "Bookmarked by (বুকমার্ক করেছে) বাক্যটার তলায় "Delete" (মুছুন) বোতাম নির্বাচন করুন।
- আপনাকে বুকমার্কের মুছে ফেলা নিশ্চিত করতে জিজ্ঞাসা করা হবে, যাতে একটা ডায়লগ বাক্স "Are you sure you want to delete this bookmark?" (আপনি কি নিশ্চিত যে আপনি এই বুকমার্কটা মুছতে চান?) প্রশ্ন করবে।
- আপনি যদি "OK" (ঠিক আছে) বাছেন, তাহলেি বুকমার্কটা মুছে যাবে আর পাতাটা উপরে "Bookmark was successfully deleted." (পাতাটা সফলভাবে মোছা হয়েছে) বার্তা এসে পাতা রিফ্রেশ হবে।
- আপনি যদি "Cancel" (বাতিল করুন) বাছেন, বুকমার্কটা মোছা হবে না।
আপনি যতগুলো বুকমার্ক মুছতে চান প্রত্যাক্টার জন্য এটা করতে হবে। বর্তমানে, একাধিক বুকমার্ক একসাথে মোছা সম্ভব নয়।
আপনি যদি আপনার বুকমার্কটা রাখতে চান কিন্তু তার বৈশিষ্ট্যগুলো বদলাতে চান, তাহলে আপনি আপনি কোনো বুকমার্ক কিভাবে সম্পাদন করব? দেখতে পারেন।
আমি আমার বুকমার্কে কিভাবে যেতে পারি?
আপনি যখন লগড ইন আছেন, পাতার উপরাংশের "Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!" মেনু থেকে "My Bookmarks" (আমার বুকমার্ক) বাছুন। আপনি যদি আপনার Dashboard (ড্যাশবোর্ড)-এ থাকেন, আপনি দিকনির্দেশক সাইডবার(চলমান যন্ত্র ব্যবহার করলে পাতার উপরাংশে পাওয়া যায়) থেকেও "Bookmarks" (বুকমার্ক করুন) বাছতে পারেন।
আমি অন্য ব্যবহারকারীদের বুকমার্ক কিভাবে পেতে পারি?
আপনি একাধিক ভাবে অন্য ব্যবহারকারীদের বুকমার্ক পেতে পারেন:খুঁজে (সার্চ করে), ব্রাউজ করে, বা অন্য ব্যবহারকারীদের ড্যাশবোর্ড থেকে।
আপনি ডিফল্ট চামড়ায় পাতার উপরাংশে থাকা "Search" (খুঁজুন) মেনু থেকে "Bookmarks" (বুকমার্ক করুন) অপশন নির্বাচন করে বুকমার্ক খুঁজতে পারেন। আপনি "Any Field" (যে কোনো ফীল্ড) অংশে যে টার্মটা খুঁজছেন সেটা দিতে পারেন, যা সব ফিল্ডে সেই টার্মটা খুঁজবে। অন্যান্য ফিল্ডে টার্ম বা খোঁজার মাপকাঠি বসিয়ে আপনি বুকমার্ক খোঁজার এলাকাটা ছোটো করতে পারেন।
আপনি ডিফল্ট চামড়ায় পাতার উপরাংশে থাকা "Browse" (ব্রাউজ) মেনু থেকে "বুকমার্ক" অপশন নির্বাচন করে সাম্প্রতিকতম বুকমার্ক ব্রাউজ করতে পারেন। এটা ২০টা সবচেয়ে শেষে বানানো বুকমার্ক দেখাবে। অথবা, আপনি যেকোনো কর্মের তালিকায় "বুকমার্ক" সংযোগটা অনুসরণ করতে পারেন। Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) ট্যাগ অনুসরণ করলে সেয় ট্যাগের সঙ্গে সংযুক্ত সব কর্মের একটা তালিকা দেখা যাবে।
কোনো ব্যবহারকারীর Dashboard (ড্যাশবোর্ড)-এ যেতে, আপনি এর মধ্যে যে কোনো একটা করতে পারেন:
- ডিফল্ট চামড়ায় পাতার উপরাংশে থাকা "Search" (খুঁজুন) মেনু থেকে(মানুষ) অপশন নির্বাচন করে একটা মানুষ খোঁজা করুন। মানুষটার ব্যবহারকারী নাম/ছদ্মনাম বা ব্যবহারকারী নাম/ছদ্মনামের অংশ খোঁজার ফিল্ডে দিন, আর খোঁজের ফলের মধ্যে থেকে বেছে নিন।
- ব্যবহারকারীর সংযুক্ত নাম নির্বাচন করুন-এটা তাদের কোনো কর্মে বা অন্য কোনো কর্মে করা মন্তব্যে, বা হয়তো আরেকটা বুকমার্কে থাকতে পারে।
তারপর আপনি দিকনির্দেশনার সাইডবার থেকে "বুকমার্ক" সংযোগ (চলমান যন্ত্র ব্যবহারের সময়ে পাতার উপরাংশে প্রাপ্ত) নির্বাচন করতে পারেন।
অন্য ব্যবহারকারীদের দ্বারা রেক হিসেবে চিহ্নিত বুকমার্ক খোঁজার উপর আরো তথ্য পেতে, আমি রেক কিভাবে খুজব? দেখুন।
বুকমার্ক, "Mark for Later" (পরের জন্য চিহ্নিত), এবং সাবস্ক্রিপশানের মধ্যে তফাত কি?
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) আপনাকে পরবর্তীকালে কোনো কর্মে যেতে দেয়, কিন্তু আপনাকে অন্যান্য যে ব্যবহারকারীরা একই রকমের কর্মে আগ্রহী তাদের জন্য সুপারিশ বা বা কর্মের তালিকা দিতে দেয়, যদি আপনি তাদের গোপনীয় করতে পছন্দ না করেন। বুকমার্ক গোপনীয় করা সম্বন্ধে আরো তথ্য পেতে, দয়া করে আমার বুকমার্ক কে কে দেখতে পারবে তা আমি কি করে নিয়ন্ত্রণ করব?-তে যান।
অন্যদিকে, আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকাটায় শুধু আপনিই যেতে পারেন, আপনার Dashboard (ড্যাশবোর্ডে) থাকা History (ইতিহাস) পাতা দিয়ে। যদি আপনি অন্য কোনো সময়ে কোনো কর্মে ফিরে আস্তে চান, আলাদা করে আবার বুকমার্ক না তৈরি করে, তাকে "Marked for Later" (পরের জন্য চিহ্নিত) হিসেবে দাগিয়ে রাখতে পারেন। পরের জন্য চিহ্নিত বৈশিষ্ট্য কিভাবে কাজ করে সে সম্বন্ধে আরো তথ্য পেতে, ইতিহাস এবং পরের জন্য চিহ্নিত ঘজিপ্র-তে যান।
আপনার সাবস্ক্রিপশান অন্যান্য ব্যবহারকারীরা দেখতে পাবেন না। সাবস্ক্রিপশান আপনাকে নতুন কর্ম বা কর্মের নতুন অধ্যায় সম্বন্ধে অবগত করে। সাবস্ক্রিপশান সম্বন্ধে আরো জানতে, দয়া করে সাবস্ক্রিপশান এবং ফীড্স ঘজিপ্র দেখুন।
বুকমার্ক এবং রেক (সুপারিশের) মধ্যে কি তফাত?
সুপারিশ হল বুকমার্কের একটি সাবসেট। কোনো বুকমার্ককে সুপারিশ হিসেবে চিহ্নিত করলে তা কর্মটাকে ব্যবহারকারী সুপারিশ করেছেন বোঝায়।
কোনো বুকমার্ককে রেক হিসেবে চিহ্নিত করতে, "Rec" (সুপারিশ) চেকবাক্স বুকমার্ক তৈরি করা বা সম্পাদন করার সময়ে নির্বাচন করুন। যখন বুকমার্ক দেখছেন, কোনোটা সুপারিশ হিসেবে চিহ্নিত হয়ে থাকলে তা ব্লার্বে হৃদয় চিহ্ন সমেত দেখা যাবে। কোনো ব্যবহারকারী যখন সুপারিশ খুঁজছেন তখন আপনার বুকমার্কটিও খোঁজার ফলাফলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই বিষয়ের উপরে আরো তথ্যের জন্য দয়া করে আমি সুপারিশ করা কর্ম কিভাবে খুঁজব? দেখুন।
আমি সুপারিশ করা কর্ম কিভাবে খুঁজব?
সুপারিশ হল বুকমার্কের একটা সাবসেট। বুকমার্ক এবং সুপারিশের মধ্যে তফাত বুকমার্ক এবং সুপারিশের মধ্যে কি তফাত?-এ বোঝানো হয়েছে।
সুপারিশ করা কর্ম খুঁজতে, ডিফল্ট চামড়ায় পাতার উপরাংশে থাকা "Search" (খুঁজুন) মেনু থেকে "Bookmarks" (বুকমার্ক) অপশন নির্বাচন করুন। Bookmark Search (বুকমার্ক খুঁজুন) পাতায়, খোঁজার … দেওয়ার সময়ে "Rec" (সুপারিশ) চেকবাক্সে টিক দিন। এটা খোঁজের ফলাফলকে "সুপারিশ" হিসেবে চিহ্নিত বুকমার্কে সীমাবদ্ধ রাখবে।
কোনো একজন ব্যবহারকারীর বুকমার্ক খোঁজার সময়ে সুপারিশ খুঁজতে, পাতার একপাশে (যা চলমান যন্ত্রে "Filters"(ফিল্টার) বোতামটা নির্বাচন করলে পাওয়া যায়) Sort and Filter (সাজান এবং বাছুন) ফর্মে "Recs Only" (শুধুমাত্র সুপারিশ) চেকবাক্স নির্বাচন করুন, আর তারপর "Sort and Filter" বোতামটা নির্বাচন করুন।
অন্যান্য ব্যবহারকারীদের বুকমার্ক খোঁজা এবং পাওয়ার উপায় সম্বন্ধে আরো তথ্য পেতে, অন্য ব্যবহারকারীদের বুকমার্ক আমি কিভাবে পাতে পারি? দেখুন। খোঁজা এবং ব্রাউজ করার উপর আরো তথ্য পেতে, দয়া করে খোঁজা এবং ব্রাউজ করা ঘজিপ্র দেখুন।
আমার বুকমার্ক কে কে দেখতে পারে তা আমি সামলাবো কি করে?
একটি বুকমার্ক নিজের থেকে প্রকাশ্য এবং তা যে কেউ দেখতে পারে। কোনো বুকমার্ককে গোপনীয় করতে, বুকমার্ক তৈরি বা সম্পাদন করার সময়ে "Private bookmark" (গোপনীয় বুকমার্ক) টিকবাক্সটি নির্বাচন করুন। আপনি যদি কোনো বুকমার্ককে গোপনীয় হিসেবে চিহ্নিত করেন, তা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। গোপনীয় হিসেবে চিহ্নিত বুকমার্ক ব্লার্বে একটি তালা চিহ্ন সমেত দেখা যাবে।
বুকমার্ক সম্পাদন সম্বন্ধে আরো তথ্য পেতে, দয়া করে আমি বুকমার্ক কি ভাবে সম্পাদন করব? দেখুন।
আমি বুকমার্কের কালেকশন বানাবো কি করে?
কোনো কালেকশানে একটা বুকমার্ক যোগ করতে, সেই কালেকশানটাকে আগে থাকতে হবে। কালেকশান তৈরীর ব্যাপারে আরো জানতে, আমি কালেকশান কিভাবে তৈরী করব? দেখুন।
আপনি যখন কোনো বুকমার্ক তৈরি করছেন বা সম্পাদন করছেন, আপনি সেই বুকমার্কটাকে কোনো কালেকশানে যোগ করতে পারেন। "Add to collections" (কালেকশানে যোগ করুন) ফীল্ডে কালেকশানএর নাম লিখতে শুরু করুন। স্বয়ংক্রিয়ভাবে শেষ হওয়া কালেকশানের নামের একটা তালিকা আপনার বেছে নেওয়ার জন্য আসবে। তালিকাটা থেকে যে কালেকশানটা চাইছেন সেটা বাছুন, আর তারপর "Edit" (সম্পাদন করুন) বা "Create" (তৈরী করুন) বাছুন। বুকমার্ক সম্পাদন করা সম্বন্ধে আরো তথ্য পেতে, দয়া করে আমি কোনো বুকমার্ক কিভাবে সম্পাদন করব? দেখুন।
আপনি যদি কালেকশান সম্বন্ধে আরো জানতে চান, সংকলন ঘজিপ্র দেখুন।
আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?
Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন ।