আমার ইতিহাস কি?
আপনার ইতিহাস হল আপনি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় লগড ইন থাকা অবস্থায় যে যে কর্মে গমন করেছেন তার তালিকা। এই তালিকাটা তারিখ অনুসারে সাজানো হয়(বেশি ইদানিংকালে গমন করা করমগুলো আগে তালিকাভুক্ত)। কর্মের সংক্ষিপ্তসারের নীচে আপনি ওই কর্মে শেষ কবে গেছেন তার তারিখ আর মোট কবার গেছেন তা পাবেন। আপনি যদি "Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন) বৈশিষ্ট ব্যবহার করে থাকেন, চিহ্ন "Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন)ও ব্র্যাকেটের মধ্যে দেখা যাবে। এই বৈশিষ্ট সম্বন্ধে আরো তথ্য পেতে "Mark for Later" বোতামটা কি করে?-তে যান।
ইতিহাস নিজে থেকে সচল করা হয়। এটা অচল করতে, আপনার Preferences (পছন্দ) পাতার Miscellaneous (Translation) অংশে যান, "Turn on Viewing History" (দেখার ইতিহাস সচল করুন)-এর পাশে টিকবাক্সটায় টিকচিহ্ন সরান, তারপর পাতার নিম্নাংশে থাকা "Update" (হালনাগাদ করুন) বোতামটা নির্বাচন করুন। ের পরে আপনি কোনো কর্মে গমন করলে তা সেভ কবে না, আর আপনার ভূতপূর্ব ইতিহাসে গমন করা যাবে না। খেয়াল রাখবেন যে এটা পরের জন্য চিহ্নিত করুন বৈশিষ্টটাও অচল করে দেবে আর আপনার পরের জন্য চিহ্নিত তালিকাটাতে আর যাওয়া যাবে না। আরো তথ্য পেতে, দয়া করে পছন্দ প্ৰ-জি-প্র দেখুন।
আমার ইতিহাস আমি কোথায় পেতে পারি?
আপনি যখন লগড ইন আছেন, অভিনন্দন(“নমস্কার, [ব্যবহারকারী নাম]!")-টা নির্বাচন করুন আর মেনুটা থেকে "My History" (আমার ইতিহাস) বাছুন। আপনি যদি আপনার Dashboard (ড্যাশবোর্ড)-এ থাকেন, আপনি দিক্নির্ণয় সাইডবার (আপনি মোবাইল যন্ত্র ব্যবহার করলে পাতার উপরাংশে পাওয়া যায়) এ থাকা “ইতিহাস” নির্বাচন করতে পারেন। যদি আপনার "Marked for Later" (পরের জন্য চিহ্নিত) তালিকায় কর্ম থাকে, আপনি আপনার ইতিহাস পাতায় “পরের জন্য চিহ্নিত” বোতাম ব্যবহার করে তালিকাটায় গমন করতে পারেন। আপনার পরের জন্য চিহ্নিত কর্মের বাছাই করা অংশ আপনার হোমপেজেও থাকবে, এর সঙ্গেই থাকবে “আমার ইতিহাস”-এর একটা সংযোগ। এই বৈশিষ্ট সম্বন্ধে আরো তথ্য পেতে দয়া করে "Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন) বোতামটা কি করে? এবং পরবর্তী প্রশ্নগুলো দেখুন।
আমি আমার ইতিহাস সম্পাদনা কিভাবে করতে পারি?
আপনি আপনার ইতিহাস থেকে একক কর্ম মুছুন, সম্পূর্ণটাই মুছে ফেলতে পারেন, বা একেবারে বন্ধ করে দিতে পারেন।
মোছার জন্য, আপনার ইতিহাস পাতায় গিয়ে "Clear History" (ইতিহাস মুছুন) বোতাম নির্বাচন করুন। খেয়াল রাখবেন যে এই অপশনটা অকৃত(আন্ডান) করা যায় না এবং এটা আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকাও মুছে দেবে।
ইতিহাস নিজে থেকেই সচল হয়ে যায়। এটা অচল করতে, আপনার Preferences (পছন্দ) পাতার Miscellaneous (বিবিধ) অংশে গিয়ে "Turn on Viewing History" (দেখার ইতিহাস সচল করুন)-এর পাশের টিকবাক্সটার থেকে টিকটা সরিয়ে দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (হালনাগাদ করুন) বোতামটা নির্বাচন করুন। খেয়াল রাখবেন যে এটা Mark for Later (পরের জন্য চিহ্নিত করুন) বৈশিষ্টটাকেও অচল করে দেবে আর আপনার পরের জন্য চিহ্নিত তালিকাটা আর সুগম্য থাকবে না। আরো তথ্য পেতে, দয়া করে পছন্দ ঘ-জি-প্রদেখুন।
আপনি যদি ইতিহাস পুনরায় সচল করেন, আপনার অতীতের ইতিহাস আর পরের জন্য চিহ্নিত তালিকা আবার সুগম্য হয়ে যাবে। আপনি যদি সবকিছু সম্পূর্ণভাবে মুছে ফেলতে চান, দয়া করে নিশ্চিত করুন যে আপনি আপনার ইতিহাস অচল করার আগে মুছে ফেলেছেন।
আমি আমার সম্পূর্ণ ইতিহাস না মুছে কিভাবে কিছু নির্দিষ্ট কর্ম মুছে ফেলতে পারি?
History (ইতিহাস) পাতায়, যে কর্মটা মুছতে চান সেটা খুঁজুন আর কর্মের সংক্ষিপ্তসারে থাকা "Delete from History" (ইতিহাস থেকে মুছুন) বোতামটা নির্বাচন করুন। আপনি যদি এই কর্মটাকে আগেই আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকায় রেখে থাকেন, আপনার ইতিহাস থেকে সেটাকে মুছলে তা ওই তালিকা থেকেও মুছে যাবে।
আপনি আবার আপনার ইতিহাস এবং পরের জন্য চিহ্নিত তালিকা থেকে কর্ম মুছতে পারেন তারা যদি আপনার হোমপেজের"Is it later already?" (ইতিমধ্যেই পরে হয়ে গেছে নাকি?) অংশে এসে যায়। তা করতে, কর্মের সংক্ষিপ্তসারের নীচে থেকে “ইতিহাস থেকে মুছুন” বোতাম নির্বাচন করুন। এটা কর্মটাকে আপনার ইতিহাস এবং পরের জন্য চিহ্নিত তালিকা, দুটো থেকেই মুছে দেবে।
আমি কি আমার ইতিহাসের মধ্যে খুজতে(সার্চ করতে) পারি?
এই মুহূর্তে আপনার ইতিহাসের মধ্যে খোঁজা সম্ভব নয় আর বর্তমানে এই বৈশিষ্ট প্রাপ্ত করার কোনো পরিকল্পনা নেই। আপনি, অবশ্য, আপনার ব্রাউজারের খোঁজার ব্যবস্থা ব্যবহার করে পাতায় কী ওয়ার্ড পেতে পারেন।
"Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন) বোতামটা কি করে?
আপনি যখন কোনো কর্মের পাতায় “পরের জন্য চিহ্নিত করুন” বোতামটা ব্যবহার করেন, সেই কর্মটা আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকায় যোগ করা হবে। একটা কর্ম যেই যোগ করা হবে, বোতামটা "Mark as Read" (পড়া হয়ে গেছে চিহ্নিত করুন)-এ বদলে যাবে।
আপনার “পরের জন্য চিহ্নিত” তালিকা আপনার History(ইতিহাস)-এর একটা উপ-অংশ আর যে কর্মে আপনি অন্য কোনো সময়ে ফেরত আসতে চান তা চিহ্নিত করতে দেয়। আপনি লগড ইন হলে, তিনটে কর্মের একটা যথেচ্ছ ভাবে বাছাই আপনার হোমপেজ এ বিজ্ঞাপিত করা হবে, বা আপনি যেখানেই আপনার ইতিহাসে যেতে পারবে, সেখান থেকেই এই তালিকাটাতেও যেতে পারবেন। আরো তথ্য পেতে, আমি যে কর্মগুলো পরের জন্য চিহ্নিত করে রেখেছি তাতে আমি কিভাবে যাব? দেখুন।
আমার ইতিহাস বা পরের জন্য চিহ্নিত তালিকাতে কে কে দেখতে পারেন?
একমাত্র আপনিই আপনার ইতিহাস আর পরের জন্য চিহ্নিত তালিকা দেখতে পারেন। তা এই ওয়েবসাইটে আর কেউ পারেন না, প্রশাসকরাও না।
আমি যে কর্মগুলো পরের জন্য চিহ্নিত করে রেখেছি তাতে আমি কিভাবে যাব?
আপনি আপনার History(ইতিহাস) পাতা থেকে আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকায় যেতে পারেন। আপনি যখন লগড ইন আছেন, অভিনন্দন ("Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!")-টা নির্বাচন করুন এবং দিক্নির্ণয় মেনু"My History" (আমার ইতিহাস) থেকে বাছুন। আপনি যদি আপনার Dashboard (ড্যাস্বোর্ড)-এ থাকেন, আপনি দিক্নির্ণয় সাইডবার (চলমান যন্ত্র ব্যবহারের সময়ে পাতার উপরাংশে পাওয়া যায়) থেকে History(ইতিহাস) নির্বাচন করেও তাতে পৌঁছতে পারেন। আপনার হোমপেজ থেকে, আপনি "My History" সংযোগটা নির্বাচন করতে পারেন "Is it later already?" (ইতিমধ্যেই পরে হয়ে গেছে নাকি? ) অংশে।
আপনি যেই আপনার ইতিহাস পাতায় পৌঁছলেন, পাতার উপরাংশ থেকে “পরের জন্য চিহ্নিত” বোতাম নির্বাচন করুন।
আপনি সরাসরি আপনার হোমপেজ থেকেও আপনার পরের জন্য চিহ্নিত করে রাখা কোনো কর্মে যেতে পারেন—যদি সেটা র্যান্ডম-ভাবে আসা “ইতিমধ্যেই পরে হয়ে গেছে নাকি?” তালিকায় আসে—সেখান থেকে নামের সংযোগ নির্বাচন করে।
কোনো কর্মে "Mark for Later" (পরের জন্য চিহ্নিত করুন) বোতাম নেই কেন?
পরের জন্য চিহ্নিত বৈশিষ্ট, যার মধ্যে “পরের জন্য চিহ্নিত করুন” এবং “পড়া হিসেবে চিহ্নিত করুন” অন্তর্ভুক্ত, অন্য কোনো ব্যবহারকারীর কর্মে একমাত্র তখনই প্রাপ্ত হয় যখন আপনি লগড ইন আর আপনার ইতিহাস সচল করা আছে(আমি আমার ইতিহাস কিভাবে অচল/সচল করতে পারি?)।
আপনি যদি লগড ইন থাকেন আর আপনার ইতিহাস সচল থাকে, আপনি হয়তো ওটাকে আপনার পরের জন্য চিহ্নিত তালিকায় আগেই রেখে ফেলেছেন। এটা নিশ্চিত করার একটা সহজ উপায় হল অধ্যায় বা কর্মটা দেখা। যদি আপনি আগেই সেটা আপনার তালিকায় রেখে থাকেন, তাহলে অধ্যায়/কর্মের উপরে আর নীচে একটা “পড়া হিসেবে চিহ্নিত করুন” বোতাম থাকবে।
আমি এইমাত্র যে কর্মটা পরের জন্য চিহ্নিত করেছি তা আমার তালিকায় নেই কেন?
আপনার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকায় আপডেট সঙ্গেসঙ্গে দেখা যাবে না; তার জন্য আধ ঘণ্টা অব্দি লাগতে পারে। কিছুক্ষণ পরে আবার দেখুন আর তখন কর্মগুলোর তালিকায় থাকা উচিত।
আমার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকা থেকে আমি কোনো কর্ম সরাবো কি করে?
আপনার পরের জন্য চিহ্নিত তালিকা থেকে কোনো কর্ম সরাতে, ওই কর্মের পাতায় যান আর পাতার উপরাংশ বা নিম্নাংশ থেকে "Mark as Read" (পড়া শেষ বলে চিহ্নিত) বোতাম বাছুন। কর্মটা আপনার পরের জন্য চিহ্নিত তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু তা আপনার ইতিহাসে থেকে যাবে। খেয়াল রাখবেন যে আপনার তালিকা আপডেট হতে একটু সময় লাগবে।
পরের জন্য চিহ্নিত তালিকা এবং আপনার ইতিহাস থেকে কর্ম সরাতে, আপনি আপনার পরের জন্য চিহ্নিত পাতায় সংক্ষিপ্তসারে থাকা বা আপনার হোমপেজে "Is it later already?" (এর মধ্যেই পরে হয়ে গেছে নাকি?) অংশে সংক্ষিপ্তসারের নিচে থাকা "Delete from History" (ইতিহাস থেকে মুছুন) বোতামটা নির্বাচন করতে পারেন। খেয়াল রাখবেন যে আপনার পরের জন্য চিহ্নিত তালিকা থেকে কোনো কর্ম মুছলে তা আপনার ইতিহাস থেকেও মুছে যাবে, এবং উল্টোটাও প্রযোজ্য।
আমি আমার ইতিহাস মুছব, কিন্তু আমার Marked for Later (পরের জন্য চিহ্নিত) তালিকা রাখব কি করে?
এই মুহূর্তে আপনার পরের জন্য চিহ্নিত তালিকাটাও না মুছে আপনার History (ইতিহাস) মোছা সম্ভব নয়, কারণ তারা একসাথে সংযুক্ত।
আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?
Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন ।