Archive FAQ > আমন্ত্রণ

আমন্ত্রণ সূত্র কি?

আমন্ত্রণ সূত্র, যা টোকেন হিসেবেও পরিচিত, নতুন ব্যবহারকারীদের নিবন্ধিকরণের জন্য ব্যবহৃত হয়। আমন্ত্রণ সূত্র দুই ধরনের হয়: একটা নতুন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তৈরি-র পাতায় যেতে নির্দেশ করা সংযোগ, এবং অন্যটা অ্যাল্ফানিউমারিক ক্যারাক্টারের(বর্ণ ও সংখ্যার) সমষ্টি যেটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে কেউ ব্যবহার করতে পারে।

সংযোগ আমন্ত্রণ সূত্র ব্যবহার করতে, দয়া করে আমি একটা আমন্ত্রণ সূত্র পেয়েছি। অ্যাকাউন্ট তৈরি করতে সেটা আমি কিভাবে ব্যবহার করব? দেখুন।

সংযোগ-বিহীন আমন্ত্রণ সূত্রগুলো ব্যবহার করতে, দয়া করে যে আমন্ত্রণ সূত্র সংযোগ নয় তা আমি কিভাবে ব্যবহার করব? দেখুন।

আমন্ত্রণ সূত্র ছাড়া আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারর না কেন?

আমরা আমন্ত্রণ সুত্রের ব্যবস্থা ব্যবহার করছি যাতে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) নিয়ন্ত্রিত অবস্থায় বেড়ে উঠতে পারে। আমাদের নতুন ব্যবহারকারীর যোগদান ধীরে-ধীরে করানো দরকার যাতে আমাদের অ্যা কাউন্টের সংখ্যা আমাদের হার্ডওয়্যার, ব্যান্ড-উইড্থ, আর সহায়তা বিভাগের সহনশীলতা পেরিয়ে না যায়। এটা আমাদের নিশ্চিত করতে সাহায্য করে যে AO3-র প্রত্যেক ব্যবহারকারীর যতদূর সম্ভব ভাল অভিজ্ঞতা হয়।

আমি কিভাবে আমন্ত্রণ সূত্র পেতে পারি?

আমন্ত্রণ সূত্র পাবার দুটো উপায় আছে:

  • Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)’র হোমপেজের টেক্সটের নীচে থাকা "Get Invited" (আমন্ত্রিত হন) বোতামটা নির্বাচন করে আপনি আমন্ত্রণ করার অনুরোধ তালিকায় আপনার নামটা যোগ করতে পারেন। আমন্ত্রণ আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে পাঠানো হয়ে থাকে।
  • আপনি কোনো বর্তমানকালে AO3 ব্যবহারকারীর থেকেও আমন্ত্রণ সূত্র পেতে পারেন। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমন্ত্রণ অনুরোধ করতে পারেন। আরো তথ্যের জন্য, আমার অ্যাকাউন্ট আছে। আমি অন্য কাউকে কিভাবে আমন্ত্রণ পাঠাবো? দেখুন।

আপনার আমন্ত্রণের অনুরোধের অবস্থা সম্বন্ধে আরো তথ্য পেতে আমার আমন্ত্রণ পেতে কত সময় লাগবে? দেখুন।

আমার আমন্ত্রণ পেতে কত সময় লাগবে?

আমন্ত্রনের অনুরোধ পাতা বর্তমানে অপেক্ষারত তালিকায় থাকা মানুষের সংখ্যা সম্বন্ধে তথ্য দেয়। কত জন মানুষ আমন্ত্রণের জন্য অপেক্ষা করছেন আর আমরা এক দিনে কতগুলো আমন্ত্রন পাঠাচ্ছি তা আপনি দেখে নিতে পারেন। এটা আপনাকে আপনি কবে আমন্ত্রণ পাবেন তার একটি ধারণা তৈরি করতে সাহায্য করতে পারে।

আপনি তালিকাটায় কোথায় আছেন তাও আপনি ওই পাতাটা ব্যবহার করে জানতে পারেন। শুধু আপনার ই-মেল অ্যাড্রেস আমন্ত্রণের অনুরোধ পাতার দ্বিতীয় ঘরে দিন, "Wondering how long you'll have to wait?" (আপনাকে কত ক্ষণ অপেক্ষা করতে হবে ভাবছেন?) প্রশ্নের নীচে, আর "Look me up" (আমাকে খুঁজুন) বোতামটা নির্বাচন করুন। আপনি কবে আমন্ত্রণ পাবেন তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন আমরা কি হারে আমন্ত্রণ পাঠাচ্ছি আর তালিকায় আপনি কোথায় আছেন তার ভিত্তিতে। আমরা এক দিনে কটা আমন্ত্রণ পাঠাতে পারছি তা ওয়েবসাইটটা নতুন ব্যবহারকারীদের কিরকম সাড়া দেয় তার উপর নির্ভর করে, সুতরাং হারটা পরিবর্তনশীল।

আমি কি আরো তাড়াতাড়ি আমন্ত্রণ পাওয়ার জন্য দান করতে পারি?

না, আমরা দানের বিনিময়ে আমন্ত্রণ দিই না। আমরা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) কে, তাদের আর্থিক অবস্থার চিন্তা না করেই, ব্যবহার করতে ইচ্ছুক যে কোনো ভক্তের জন্য একটি বিনামূল্যে প্রদেয় পরিষেবা হিসেবে দিতে বদ্ধ্যপরিকর। সুতরাং, যে সব ভক্তরা OTW (রূপান্ত্ররাত্মক কর্মের সংস্থা)তে দান করতে নির্বাচন করেন আমরা যদিও ভীষণ ভাবে কৃতজ্ঞ, তা করলে আপনার কাছে আমন্ত্রণ আরো তাড়াতাড়ি যাবে না।

আপনি যদি একটা আমন্ত্রণ সূত্র পেয়ে থাকেন, তবে অ্যাকাউন্ট তৈরি পাতায় যেতে আপনি সেটা নির্বাচন করতে পারেন বা সম্পূর্ণ সংযোগটাকে কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারেন।

নতুন অ্যাকাউন্ট তৈরি সম্বন্ধে আরো তথ্য পেতে, দয়া করে কিভাবে আমি অ্যাকাউন্ট তৈরি করব?-এ যান।

আমার ইতিমধ্যেই একটা অ্যাকাউন্ট আছে। আমি অন্য কাউকে আমন্ত্রণ দেব কি করে?

নতুন অ্যাকাউন্ট নিজে থেকে কোনো আমন্ত্রণের সাথে আসে না।

কাউকে আমন্ত্রণ দিতে, আপনাকে নিম্নোক্ত কাজগুলি করতে হবে:

  1. Archive of Our Own – AO3 (আমদের নিজস্ব সংগ্রহশালা)-এ লগ ইন করুন।
  2. উপরের বারের "Hi (নমস্কার), [ব্যবহারকারীর নাম]!"-এর নীচে, "My Dashboard" (আমার ড্যাশবোর্ড) নির্বাচন করুন।
  3. "Invitations" (আমন্ত্রণ) নির্বাচন করুন, যেটা "Post New" (নতুন প্রকাশ করুন) and "Edit Works"(কর্ম সম্পাদন করুন) বোতামগুলোর সাথে এক লাইনে আছে। এটা আপনাকে আমন্ত্রণ পাতায় নিয়ে যাবে, যেটা আপনাকে আপনার কটা আমন্ত্রণ রয়েছে তার একটা সারাংশ দেবে, বা আরো আমন্ত্রণের জন্য অনুরোধ করার অপশন দেবে।

এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে:

আপনার যদি না পাঠানো আমন্ত্রণ থেকে থাকে, তাহলে একট অপশন হল যে মানুষটাকে আপনি আমন্ত্রণ জানাতে চান তার ই-মেল অ্যাড্রেস লেখা এবং "Send Invitation" (আমন্ত্রণ পাঠান) বোতাম নির্বাচন করা।

দ্বিতীয় অপশন হল "Manage Invitations" (আমন্ত্রণ সামলান) বোতাম নির্বাচন করা। এটা আপনাকে টোকেন(আমন্ত্রন সূত্র) -এর তালিকা দেখাবে, যার মধ্যে যেগুলো আপনি পাঠিয়ে ফেলেছেন সেগুলোও অন্তর্ভুক্ত। যদি তার মধ্যে কিছু অব্যবহৃত অবস্থায় থাকে, আপনি একই সারিতে থাকা "copy and use" (কপি করে ব্যবহার করুন) নামাঙ্কিত সংযোগ কপি করতে পারেন।
মোবাইল ব্রাউজারে আপনাকে এটা পেতে ডান দিকে স্ক্রল করতে হতে পারে। খেয়াল রাখবেন যে এই সংযোগটা নির্বাচন আপনাকে পুনরায় প্রথম পাতায় পাঠিয়ে দেবে; আপনাকে লিঙ্কের আসল অ্যাড্রেসটা কপি করতে আপনার ব্রাউজারের “লিঙ্ক কপি করুন/কপি লিঙ্ক” ফাংশন ব্যবহার করতে হবে। আপনি যে মানুষটা আমন্ত্রণ পাক তা চান সেই মানুষটাকে সংযোগটা পাঠিয়ে দিন। এবং তারা সংযোগটা অনুসরণ করলেই তাদের একটা সাইন-আপ করার পাতায় নিয়ে যাওয়া হবে।

আপনার যদি কোনো অব্যবহৃত আমন্ত্রণ না থাকে,তাহলে Invitations (আমন্ত্রণ) পাতা থেকে বা Manage Invitations (আমন্ত্রণ সামলান) পাতা থেকে, আপনি "Request Invitations" (আমন্ত্রণ অনুরোধ করুন) বোতাম নির্বাচন করতে পারেন। এটা আপনাকে একটা ফর্মে নিয়ে যাবে যেখানে জিজ্ঞাসা করা হবে আপনি কতগুলো আমন্ত্রণের জন্য অনুরোধ করছেন এবং তার কি কারণ। আপনি এই ফর্মের মধ্যে দিয়ে ১০টা অব্দি চাইতে পারেন, হয়তো কয়েকজন বন্ধুর জন্য বা কোনো চ্যালেঞ্জ চালাতে। আপনার কারণ বড় কিছু হতে হবে না, এইটা ব্যবহার বোঝার জন্য, কে আমন্ত্রণ পাবে তার বিচার করতে নয়।মনে রাখবেন, আমরা ওগুলো বিলোতে সর্বদাই খুশি! আপনার ফর্মটা ভরা হয়ে গেলে, "Send Request" (অনুরোধ পাঠান) বোতামটা শুধু নির্বাচন করুন আর অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যেই কোনো সাইট অ্যাডমিনিস্ট্রেটর আপনার আমন্ত্রণের অনুরোধ মঞ্জুর করবে। পরবর্তী ধাপগুলো সম্বন্ধে আরো তথ্য পেতে, আমার আমন্ত্রণের অনুরোধ প্রসেস করা হয়েছে কিনা তা আমি জানবো কি ভাবে? কবে এবং কি করে তা আমি পাব? দেখুন।

যেরকম বলা আছে, এই ফর্মটা ১০টা আমন্ত্রণ অব্দি ব্যবহার করা যাবে। আপনার যদি ১০টার বেশি লাগে, তাহলে সরাসরি প্রয়োজনীয় সংখ্যা এবং অনুরোধের কারণ উল্লেখ করে সরাসরি সহায়তা-তে যোগাযোগ করুন

আমি একজন AO3 ব্যবহারকারী। আমি আমার আমন্ত্রণগুলো সামলাবো কি করে?

আপনি আপনার Invitations (আমন্ত্রণ) পাতায় থাকা "Manage Invitations" (আমন্ত্রণ সামলান) নির্বাচন করে আপনার আমন্ত্রণ সামলানো শুরু করতে পারেন। আমন্ত্রণ সামলান পাতা থেকে আপনি তাদের অবস্থা অনুযায়ী আপনার আমন্ত্রণগুলোকে ফিল্টার করতে পারেন। সেটা করতে, কেবলমাত্র উপরের সারিতে থাকা "Unsent" (পাঠানো হয়নি), "Sent But Unused" (পাঠানো হয়েছে কিন্তু অব্যবহৃত), "Used" (ব্যবহৃত), and "All" (সব) বোতামগুলো নির্বাচন করুন।

“পাঠানো হয়েছে কিন্তু অব্যবহৃত” বিভাগে, আপনি আমন্ত্রণের গ্রহীতার ই-মেল অ্যাড্রেস বদল বা আপডেট করতে পারেন। এটা দাবী করা হয়নি এমন আমন্ত্রণ অন্যান্য সম্ভাব্য ব্যবহারকারীদের জন্য পুনর্ব্যবহার করতে, বা ভুল ই-মেল অ্যাড্রেস বদলাতে উপযোগী। যেই টোকেন(আমন্ত্রন সূত্র)-টা আপনি বদলাতে চান, সেটা নির্বাচন আপনাকে Show Invitation (আমন্ত্রণ দেখান) পাতায় নিয়ে যাবে, যেটা আমন্ত্রণ সম্পর্কিত তথ্যাদির সারাংশ দেখায়। আপনি টেক্সট বাক্সে গ্রহীতার ই-মেল অ্যাড্রেস নতুন দিয়ে বদলে নিম্নাংশের ডান কোণে "Update Invitation" (আমন্ত্রণ আপডেট করুন) বোতামটা নির্বাচন করতে পারেন।

আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?

Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন