অনাথ করা কাকে বলে?
অনাথ করা আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে কর্মের আর কোনো যোগাযোগ রাখতে চান না তা মুছে ফেলার একটি বিকল্প ব্যবস্থা।
অনাথ করা নির্বাচিত কর্মগুলি থেকে আপনার পরিচয়জ্ঞাপক সমস্ত তথ্য পাকাপাকিভাবে মুছে দেবে। কর্মগুলো, এবং তাদের সব অধ্যায়, সঙ্গে যুক্ত সিরিজ, আর আপনার রেখে যাওয়া কোনো ফীডব্যাক-সংক্রান্ত উত্তর থেকে ডেটা মোছা হয়, সেগুলোকে Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র দ্বারা এই কাজের জন্য তৈরি orphan_account (অনাথ অ্যাকাউন্ট) এ পাঠিয়ে। দয়া করে খেয়াল রাখবেন যে এটা স্থায়ী ও অ-ফেরতযোগ্য। আপনি কর্মটির উপর নিয়ন্ত্রণ, তা সম্পাদন করতে বা মুছতে পারার ক্ষমতা সমেত ,ত্যাগ করছেন, আর আপনি তা ফিরে পাবেন না।
অনাথ করা অনুরাগীদুনিয়া থেকে আপনার কিছু বা সব কর্ম না সরিয়ে, শুধু আপনার অ্যাকাউন্ট থেকে কর্ম সরানোর একটা পদ্ধতি। আমরা আশা করব যে আপনি যদি আপনার কর্মগুলির সঙ্গে আর যুক্ত হতে না চান, বা আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে না চান, তবে orphan_account অ্যাকাউন্টটি ব্যবহার করবেন আপনার কর্মগুলোকে AO3তে রাখতে। অনাথ করা কর্ম AO3র দ্বারা রক্ষণাবেক্ষণ করা হবে ভবিষ্যতের অনুরাগীদের জন্য; এগুলির সঙ্গে থাকা পুস্তকচিহ্ন এবং সংযোগও (লিঙ্ক) ভাঙবে না।
অনাথ করা ভিন্ন কর্ম মোছা বিষয়ক আরো তথ্যের জন্য, কোনো কর্ম আমি মুছবো কি করে?তে
যান।
অথবা, আপনার সিরিজ সম্পাদন করার বিষয়ে তথ্যের জন্য, আমি কোনো সিরিজ সম্পাদন করবো কিভাবে?-এ যান।
কোনো কর্ম অনাথ করলে কি কি তথ্য মুছে ফেলা হয়?
- কর্মের,এবং অন্তরবর্তী সব অধ্যায়ের বাইলাইন থেকে আপনার ব্যবহারকারী নাম এবং/বা ছদ্মনাম মুছে দেওয়া হয়।
- কর্মে আপনার কোনো মন্তব্যের থেকে আপনার ব্যবহারকারী নাম এবং/বা ছদ্মনাম মুছে দেওয়া হয়।
আমার কর্ম(গুলো)কে আমি অনাথ কিভাবে করবো?
আপনার কর্ম(গুলো)কে অনাথ করবেন ঠিক করার আগে তা করার পরিণতি কি হবে তা আপনি ঠিক করে জেনে নিন। আরো তথ্যের জন্য অনাথ করা কাকে বলে? দেখুন।
আপনি:
- কর্মের Edit (সম্পাদন করুন) পাতা থেকে Orphan Work (কর্ম অনাথ করুন) বটনটি ব্যবহার করে একটি মাত্র কর্ম অনাথ করতে পারেন। এটা কিভাবে করতে হবে সে সম্বন্ধে আরো তথ্য পেতে, আমার কর্ম আমি সম্পাদন করবো কি করে? দেখুন।
- একটি সিরিজে প্রকাশিত সব কর্ম Series (সিরিজ) সূচীপত্র থেকে অথবা Edit Series (সিরিজ সম্পাদন করুন) পাতা থেকে Orphan Series (সিরিজ অনাথ করুন) বটন ব্যবহার করে অনাথ করতে পারেন।আরো তথ্যের জন্য, সিরিজ প্রজিপ্র দেখুন।
- আপনার সব কর্ম আপনি আপনার Dashboard (নিয়ন্ত্রণ পাতা)-এ থেকে যান Preferences (পছন্দ) পাতায়। সেই পাতায় থাকা Orphan My Works (আপনার কর্ম অনাথ করুন) বটন ব্যবহার করে অনাথ করতে পারেন। আরো তথ্যের জন্য, নিয়ন্ত্রণ পাতা প্রজিপ্র দেখুন।
- একটা বিশেষ ছদ্মনাম দিয়ে প্রকাশিত সব কর্ম আপনার নিয়ন্ত্রণ পাতা থেকে Pseuds (ছদ্মনাম) পাতায় গিয়ে, সেই পাতায় থাকা Orphan Works (কর্ম অনাথ করুন) বটন ব্যবহার করে অনাথ করুন। আরো তথ্যের জন্য ছদ্মনাম প্রজিপ্র দেখুন।
আপনি কোন কোন কর্ম(গুলো) অনাথ করবেন তা বেছে নেওয়ার পরে, তা করার আপনার দুটো উপায় থাকবে:
- "Take my pseud off as well" (আমার ছদ্মনামটাও মুছে নেওয়া হোক)
- কর্মটা Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র রক্ষণাবেক্ষণ করা orphan_account অ্যাকাউন্টে সরানো এবং ডিফল্ট ছদ্মনামে মুছে দেওয়া হবে। কর্মের বাইলাইনে "orphan_account" লেখা থাকবে।
- "Leave a copy of my pseud on" (আমার ছদ্মনামের একটা প্রতিলিপি থাকুক)
- কর্মটা AO3-র রক্ষণাবেক্ষণ করা orphan_account অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার কর্মটা তৈরি করতে ব্যবহার করা ছদ্মনামটার মতো একই নাম দিয়ে একটা নতুন ছদ্মনাম তৈরি করা হবে। আপনি যদি আসল ডিফল্ট ছদ্মনামটা ব্যবহার করে থাকেন, আপনার ব্যবহারকারী নামটাই তৈরি হওয়া ছদ্মনাম হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি "awesomefangirl" ছদ্মনাম বা ব্যবহারকারী নাম ব্যবহার করে কর্মটা সৃষ্টি করে থাকেন, তাহলে, তা অনাথ করার পর, বাইলাইনটা "awesomefangirl (orphan_account)" হিসেবে পঠিত হবে। ছদ্মনামটা যদিও আপনার AO3 অ্যাকাউন্টে সংযোগ করে দেবে না, সহজেই চেনা যায় এমন ছদ্মনাম থাকলে কোনো কোনো ব্যবহারকারী আপনাকে স্রষ্টা হিসেবে চিহ্নিত করতে পারবে।
ছদ্মনাম সম্বন্ধে আরো তথ্যের জন্য, দয়া করে ছদ্মনাম প্রজিপ্র দেখুন।
আমি যে কর্মটা অন্য কোন ব্যক্তির সঙ্গে একসাথে লিখেছি/তৈরি করেছি, তা আমি কি করে অনাথ করব?
আপনি আপনার কর্ম(গুলো) অনাথ করবেন ঠিক করার আগে, এটা করার পরিণতি সম্বন্ধে জানেন, তা নিশ্চিত করুন। আরো তথ্যের জন্য অনাথ করা কাকে বলে? দেখুন।
আপনি কর্মটার থেকে নিজেকে স্রষ্টা হিসেবে সরিয়ে নিতে পারেন বা আপনার অ্যাকাউন্টের সাথে তার সংযোগ সরাতে ওটাকে অনাথ করতে পারেন। আপনি যেটাই বাছুন না কেন, আপনার সহ-স্রষ্টা তাতে প্রভাবিত হবেন না এবং সে কর্মটার সহ-স্রষ্টা হিসাবে চিহ্নিত থাকবেন।
আরো তথ্যের জন্য, আমার কর্মগুলো আমি অনাথ করবো কি করে?দেখুন।
একটা সিরিজের একটা মাত্র কর্মে আমি কি করে অনাথ করব?
আপনি আপনার কর্ম(গুলো) আনাথ করবেন ঠিক করলে, আগে নিশ্চিত হন যে তা করার পরিণতি আপনি জানেন। আরও তথ্যের জন্য অনাথ করা কি? দেখুন।
আপনি আমার কর্ম(গুলো)কে আমি কিভাবে অনাথ করবো?-তে থাকা নির্দেশ অনুযায়ী কর্মটাকে অনাথ করতে পারেন-তার বাইলাইনে "orphan_account" বা "আপনার ছদ্মনাম (orphan_account)" দেখা যাবে।
দয়া করে খেয়াল রাখুন যে কর্মটাকে সিরিজটার থেকে সরানো হবে না— তা করতে, আপনাকে অনাথ করার আগে সেটাকে সম্পাদনা করে সিরিজটা থেকে সরাতে হবে। আপনি একবার আপনার কর্মকে অনাথ করে দিলে, তা আর সম্পাদন করতে পারবেন না। আপনি যদি কর্মটাকে সিরিজের অংশ হিসেবে রেখে দেন, তবে orphan_account সিরিজটার একজন স্রষ্টা হিসেবে তালিকাভুক্ত হবে।
আরও তথ্যের জন্য, আমি একটি সিরিজ কিভাবে সম্পাদন করবো? দেখুন।
আমি যদি কোনো কর্ম অনাথ করার পর মত বদল করি তবে আমি তা ফেরত কিভাবে পাবো?
আপনি তা ফেরত পাবেন না—অনাথ করে স্থায়ী ও অপরিবর্তনশীল। কর্মটি আপনার অ্যাকাউন্টের সাথে পুন-সংযুক্তিকরণ করার কোনো উপায় নেই, আর আমরাও তা আপনার জন্য করে দিতে পারবো না। যে কোনো অনাথ কর্ম Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র orphan_account অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে, এবং তা সম্পাদন করা বা মোছা যাবে না।
আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?
Archive of Our Own-AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 প্রজিপ্র-র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ পাবেন। পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম প্রজিপ্র পাতায়। আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো কোন সাহায্য দরকার হয় তাহলে অনুগ্রহ করে সাহায্যের আবেদন জমা দিন ।