Archive FAQ > পছন্দ

আমি পছন্দ অপশন কোথায় পেতে পারি?

যখন আপনি লগড ইন আছেন, মেনু থেকে ("Hi (নমস্কার), [ব্যবহারকারী নাম]!") অভিবাদনটা নির্বাচন করে মেনুটা থেকে "My Preferences" (আমার পছন্দ) বাছুন। আপনি যদি আপনার Dashboard (ড্যাশবোর্ড)-এ থাকেন, আপনি দিকনির্ণয়কারী সাইডবার থেকেও "Preferences" (পছন্দ) নির্বাচন করেও ওখানে পৌঁছাতে পারেন (আপনি চলমান যন্ত্র ব্যবহার করার সময় এটা পাতার উপরাংশে পাওয়া যায়)।

আমার প্রোফাইলে আমার কি কি ব্যক্তিগত তথ্যাদি দেখা যায় তা আমি কিভাবে বদলাবো?

আপনি আপনার Preferences (পছন্দ) পাতার Privacy (গোপনীয়তা) অংশে গোপনীয়তা সম্বন্ধিত অপশনগুলো পাবেন।

Show my email address to other people - আমার ই-মেল অ্যাড্রেস অন্য লোকেদের দেখান

যখন এই অপশনটা সচল করা থাকবে, আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত ই-মেল অ্যাড্রেসটা আপনার ব্যবহারকারী প্রোফাইল পাতায় সবাই দেখতে পাবে। সবাই দেখতে পাবে মানে কাউকেই এই তথ্যটা দেখতে লগড ইন থাকতে হবে না।

এই অপশনটাকে সচল করতে, এর পাশের টিকবাক্সটায় টিক দিন, আর তারপর পাতার নিম্নাংশ থেকে "Update" (আপডেট) বোতাম নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ মুছে দিন এবং "Update" বোতাম নির্বাচন করুন।

খেয়াল রাখবেন যে এটা আপনার ই-মেল অ্যাড্রেস স্প্যামার এবং বট-দেরকেও দেখতে দিতে পারে।

Show my date of birth to other people - আমার জন্মদিন অন্য মানুষদের দেখান

যখন এই অপশনটা সচল করা থাকবে, আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত জন্মদিনটা আপনার ব্যবহারকারী প্রোফাইল পাতায় সবাই দেখতে পাবে। সবাই দেখতে পাবে মানে কাউকে এই তথ্যটা দেখতে লগড ইন থাকতে হবে না।

এই অপশনটাকে সচল করতে, এর পাশের টিকবাক্সটায় টিক দিন, আর তারপর পাতার নিম্নাংশ থেকে "Update" (আপডেট) বোতাম নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ মুছে দিন এবং "Update" বোতাম নির্বাচন করুন।

আমি AO3 যারা ব্যবহার করেন না তাদের থেকে আমার কর্মগুলো কিভাবে লুকাবো?

আপনার কর্ম শুধুমাত্র যাদের Archive of Our Own - AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে সীমাবদ্ধ রাখার উপর তথ্য পেতে দয়া করে আমার কর্ম কে দেখতে পারে তা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? দেখুন।

Hide my work from search engines when possible - যখন সম্ভব আমার কর্ম সার্চ ইঞ্জিন-এর থেকে লুকোবেন

এই অপশনটা সচল করলে তা সার্চ ইঞ্জিনদের আপনার ব্যবহারকারী পাতা বা আপনার কর্ম তালিকাভুক্ত করতে নিষেধ করবে। খেয়াল রাখবেন যে সব সার্চ ইঞ্জিন এই সেটিং সম্মান করে না সুতরাং ফলাফলের গ্যারান্টি দেওয়া অসম্ভব। যে সব পাতায় আপনার কর্ম তালিকাভুক্ত আছে— উদাহরনস্বরুপ, প্রধান কর্মের পাতাটা— তালিকাভুক্ত করা হতে পারে।

এই অপশনটা সচল করতে, এর পাশের টিকবাক্সটায় টিক দিন, আর তারপর পাতার নিম্নাংশ থেকে "Update" (আপডেট) বোতাম নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ মুছে দিন এবং "Update" বোতাম নির্বাচন করুন।

আপনি যদি যে কোনো রকম ভাবে আপনার কর্ম তালিকাভুক্ত হোক না চান, আমরা সুপারিশ করি যে আপনি শুধুমাত্র AO3 ব্যবহারকারীদের মধ্যেই আপনার কর্ম সীমাবদ্ধ রাখুন

Hide the share buttons on my work - আমার কর্মে ভাগ করে নেওয়ার বোতামগুলো লুকিয়ে রাখুন

এই অপশনটা সচল করলে "Share"(ভাগ করে নিন) বোতামটা, যেটা অন্যান্য ব্যবহারকারীদের সহজে আপনার কর্মের বিস্তারিত বিবরণ টুইটার রা টাম্ব্লার এর মতো বাহ্যিক ওয়েবসাইটে প্রকাশ করতে দেয়, গোপন হয়ে যায়।

একাধিক লেখক-সম্বলিত কর্মে "Share" বোতামটা অচল করতে সব লেখকদের এই সেটিংটা নির্বাচন করতে হবে।

এই অপশনটা সচল করতে, এটার পাশের টিকবক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" বোতামটা নির্বাচন করতে হবে। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্ন সরান আর তারপর "Update" বোতাম নির্বাচন করুন।

খেয়াল রাখবেন যে একবার আপনি অনলাইনে কোনো একটা কাজ প্রকাশ করলে, অন্যান্য ওয়েবসাইট থেকে যে কেউ আপনার কর্মের সাথে সংযোগ সব সময়েই করতে পারে। আপনি যদি আপনার কর্ম দেখায় বিধিনিষেধ প্রয়োগ করতে চান, আপনার আপনার কর্ম শুধু AO3 ব্যবহারকারীদের দেখতে দিন তা করার শ্রেষ্ঠ উপায়।

আমি প্রাপ্তবয়স্কদের জন্য বিষয়বস্তু দেখার অনুমতিপত্রটা কিভাবে বন্ধ করব?

আপনি "Show me adult content without checking" (আমায় জিজ্ঞাসা না করেই বড়দের জন্য বিষয়বস্তু দেখান) অপশনটা আপনার Preferences (পছন্দ) পাতায় Display(দেখানো) অংশে পাবেন।

যখন এই অপশনটা সচল করা থাকবে, আপনাকে Mature (ম্যাচিওর), Explicit (এক্সপ্লিসিট) বা Not Rated (রেটিং নেই) এমন কর্ম দেখানোর আগে তা যে আপনি দেখতে চান তা আপনাকে নিশ্চিত করে বলতে বলা হবে না।

এই অপশনটা সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

আরো তথ্য পেতে, দয়া করা পরিষেবা প্রদানের নিয়মাবলি ঘ-জি-প্রতে থাকা বয়স-সম্বন্ধীয় পলিসি অংশে তে যান।

আমি অধ্যায়ের পর অধ্যায় হিসেবে না গিয়ে কিভাবে সম্পূর্ণ কর্মটা একসাথে দেখতে পারি?

আপনি "Show the whole work by default" (নিজে থেকেই পুরো কর্মটা দেখান) অপশনটা আপনার Preferences (পছন্দ)পাতার Display (দেখানো) অংশে পাবেন।

এই অপশনটা যখন সচল করা আছে, একাধিক অধ্যায় সম্বলিত কর্ম একটামাত্র পাতা হিসেবে দেখা যাবে। আপনি চাইলে যে কোনো কর্মে "View chapter by chapter" (অধ্যায়ের পর অধ্যায় হিসেবে দেখুন) নির্বাচন করতে পারেন।

এই অপশনটা সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

কর্ম এবং ট্যাগ যেভাবে দেখা যাচ্ছে তা আমি কিভাবে বদলাবো?

আপনি আপনার Preferences (পছন্দ) পাতার Display (দেখানো) অংশে নিম্নোক্ত অপশনগুলো পাবেন।

Hide warnings (you can still choose to show them) - সতর্কবার্তা গোপন করুন(আপনি তাও সেগুলো দেখার সিদ্ধান্ত নিতে পারেন)

যখন এই অপশনটা সচল থাকে, Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় কর্মের উপর সতর্কবার্তা সম্বলিত ট্যাগগুলো নিজে থেকেই গোপন হয়ে যাবে। আপনি কোনো একটা কর্মের জন্য সতর্কবার্তা দেখতে "Show Warnings" (সতর্কবার্তা দেখান) নির্বাচন করতে পারেন।

এই অপশনটা সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

Hide additional tags (you can still choose to show them) - অতিরিক্ত ট্যাগ গোপন করুন(আপনি তাও সেগুলো দেখার সিদ্ধান্ত নিতে পারেন)

যখন এই অপশনটা সচল করা আছে, কর্মের উপর অতিরিক্ত ট্যাগ নিজে থেকেই গোপন হয়ে যাবে। আপনি কোনো একটা কর্মের জন্য ট্যাগগুলো দেখাতে "Show Additional Tags" (অতিরিক্ত ট্যাগ দেখান) নির্বাচন করতে পারেন।

এই অপশনটা সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

অতিরিক্ত ট্যাগের উপর আরো তথ্য পেতে, দয়া করে বিভিন্ন ধরনের ট্যাগ কি কি?-এ তে যান।

Hide Work Skins (you can still choose to show them) - কর্মের চামড়া গোপন করুন(আপনি তাও সেগুলো দেখার সিদ্ধান্ত নিতে পারেন

যখন এই অপশনটা সচল করা আছে, অন্য কোনো ব্যবহারকারীর নির্দিষ্ট করা তাদের কর্মের জন্য বিশেষ চামড়া দেখানো হবে না। বরং, আপনার সাধারন ওয়েবসাইট চামড়াই লাগানো হবে।

আপনি কোনো একটা কর্মে এই অপশনটা বাতিল করতে "Show Creator's Style" (স্রষ্টার স্টাইল দেখান) নির্বাচন করতে পারেন।

এই অপশনটা সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

চামড়া সম্বন্ধে আরো তথ্যের জন্য চামড়া এবং AO3 ইন্টারফেস ঘ-জি-প্র যান।

ওয়েবসাইটটার টাইটেল বারে থাকা তথ্য আমি কিভাবে বদলাব?

আপনি আপনার Preferences (পছন্দ) পাতায় Display (দেখান) অংশের তলার দিকে "Browser page title format" (ব্রাউজার পাতার টাইটেল ফরম্যাট) অপশন পাবেন।

এখানে আপনি একটা কর্ম পাতার ব্রাউজারে দেখানো টাইটেল তথ্যাবলি বদলাতে পারেন। তিনটে পূর্বনির্ধারিত ভ্যারিয়েবেল আছে; আপনি তাদের মধ্যে আপনার যেভাবে সব থেকে বেশি সুবিধা হবে সেরকম করে যে কোনো একটা বা সবগুলো ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন যে ওয়েবসাইটের নামটা "[Archive of Our Own]." হিসাবে সব সময়েই শেষে দেখা যাবে।

ভেরিয়েবেলগুলো হল (সব বড় অক্ষরে):

TITLE (নাম)
কর্মের নাম।
AUTHOR (লেখক)
কর্মের স্রষ্টার ছদ্মনাম (এবং ব্যবহারকারী নাম)
FANDOM (ভক্তদুনিয়া)
কর্মটা যে ভক্তদুনিয়ার অন্তর্গত তার নাম । যদি একাধিক ভক্তদুনিয়া তালিকাভুক্ত হয়, এটা "Multifandom" (বহু-ভক্তদুনিয়া) হতে পারে।

কর্মের টাইটেল ফরম্যাটে শুধুমাত্র অক্ষর, সংখ্যা, স্পেস, আর কিছু সীমিত যতিচিহ্ন (কমা, দাঁড়ি, ড্যাশ, আন্ডারস্কোর) থাকতে পারে। কয়েকটা উদাহরণ:

TITLE - AUTHOR - FANDOM
এটা নিজে থেকে আসা ফরম্যাট।

TITLE - AUTHOR
ভক্তদুনিয়া অন্তর্ভুক্ত করবেন না।

FANDOM_AUTHOR_TITLE
ভক্তদুনিয়া দিয়ে শুরু করুন, তারপর স্রষ্টা, তারপর নাম, আন্ডারস্কোর সমেত।

আমি ওয়েবসাইটটাকে আমার নিজের টাইম-জোনে কিভাবে আনবো?

আপনার Preferences (পছন্দ) পাতার Display (দেখানো) অংশে, "Your time zone" (আপনার টাইম-জোন) লেবেলের পাশেই একটা মেনু আছে যেখান থেকে আপনি আপনার নিজের টাইম-জোন নির্বাচন করতে পারেন।

নিজের টাইম-জোন নির্বাচন করা ওয়েবসাইটটাকে আঞ্চলিক সময় এবং তারিখের তথ্য দিতে সমর্থ করে।

নিজে থেকে GMT -05:00 (Eastern Time US & Canada) টাইম-জোনটা আসে।

মন্তব্য সম্বন্ধিত খবরাখবর যেভাবে পাই তা আমি কিভাবে বদলাবো?

আপনার Preferences (পছন্দ) পাতার Comment (মন্তব্য) অংশে নিম্নোক্ত অপশনগুলো পেতে পারেন।

Turn off emails about comments (মন্তব্য সম্বন্ধে ই-মেল বন্ধ করে দিন)
আপনার কর্মে কেউ মন্তব্য করলে বা আপনার করা মন্তব্যে কেউ উত্তর দিলে আপনি যদি ই-মেল সতর্কবার্তা না পেতে পছন্দ করেন তাহলে এই অপশনটা সচল করুন। মন্তব্য সম্বন্ধিত খবরাখবর তখনও আপনার Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র ইনবক্স-এ পৌঁছে দেওয়া হবে যদি না আপনি সেটাকে অচল করে রাখবেন ঠিক করে থাকেন।
Turn off messages to your inbox about comments (আপনার ইনবক্সে মন্তব্য সম্বন্ধিত বার্তা আসা বন্ধ করুন)
আপনার কর্মে কেউ মন্তব্য করলে বা আপনার করা মন্তব্যে কেউ উত্তর দিলে আপনি যদি আপনার AO3 ইনবক্সে সে খবর না পেতে পছন্দ করেন তাহলে এই অপশনটা সচল করুন। মন্তব্য সম্বন্ধিত খবরাখবর তখনও আপনাকে ই-মেল করা হবে যদি না আপনি সেটাকে অচল করে রাখবেন ঠিক করে থাকেন।
Turn off copies of your own comments (আপনার নিজের মন্তব্যের নকল পাওয়া বন্ধ করুন)
আপনি যদি নিজের মন্তব্যের জন্য ই-মেল না পেতে চান তাহলে এই অপশনটা সচল করুন( উদাহরণস্বরূপ, যখন আপনি নিজের কর্মের উপর মন্তব্যের জবাব দেন)।
এই অপশনটা নিজে থেকেই সলল করা থাকে।
Turn off emails about kudos (বাহবা সম্বন্ধে ই-মেল পাওয়া বন্ধ করুন)
আপনি যদি আপনার কর্মের উপর কেঊ বাহবা দিয়ে গেলে সেই খবর ই-মেল-এ পেতে না চান তাহলে এই অপশনটা সচল করুন।

আপনার Preferences (পছন্দ) পাতার Collections, Challenges and Gifts (সঙ্কলন, চ্যালেঞ্জ, এবং উপহার) অংশে নিম্নোক্ত অপশনগুলো পেতে পারেন।

Turn off emails from collections (সঙ্কলন থেকে ই-মেল পাঠানো বন্ধ করুন)
আপনি যদি সঙ্কলন থেকে ই-মেল না পেতে চান, যেমন গোপন কর্ম প্রকাশ্যে আনার খবর, তাহলে এই অপশনটা সচল করুন। খবরাখবর আপনার AO3 ইনবক্স তখনও পাঠানো হবে যদি না আপনি সেগুলোকে অচল করে রাখতে চেয়ে থাকেন।
Turn off inbox messages from collections (সঙ্কলনের থেকে ইনবক্সে বার্তা আসা বন্ধ করুন)
আপনি যদি সঙ্কলন থেকে আপনার AO3 ইনবক্সে খবর না পেতে চান, যেমন গোপন কর্ম প্রকাশ্যে আনার খবর, তাহলে এই অপশনটা সচল করুন। খবরাখবর আপনাকে তখনও ই-মেল করা হবে যদি না আপনি সেগুলোকে অচল করে রাখতে চেয়ে থাকেন।
Turn off emails about gift works (উপহার কর্ম সম্বন্ধে ই-মেল পাঠানো বন্ধ করুন)
আপনাকে কেউ কোনো কর্ম উপহার হিসেবে দিলে আপনি যদি সে সম্বন্ধে ই-মেল না পেতে চান, তাহলে এই অপশনটা সচল করুন। খবরাখবরগুলো আপনার Gifts (উপহার) পাতায় দেখানো হবে।

এই অপশনগুলোর মধ্যে কোনো একটাকে সচল করতে, তার পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন, তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট করুন) বোতামটা নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরান আর তারপর "Update" বোতামটা নির্বাচন করুন।

কীভাবে আমাকে কোনও কাজ বা সিরিজে সহ-স্রষ্টা যুক্ত করার অনুমতি দিতে পারি?

সাধারণত, ব্যবহারকারীরা আপনাকে নতুন কাজ বা সিরিজে সহ-স্রষ্টা নিজে থেকে যুক্ত করতে সক্ষম হয় না। অন্যান্য ব্যবহারকারীদের আপনাকে সহ-স্রষ্টা হিসাবে যুক্ত করতে অনুমতি দিতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  1. আপনি লগ ইন করার পরে, "My Preferences" (আমার পছন্দ) নির্বাচন করুন পৃষ্ঠার শীর্ষে "Hi (হাই), ব্যবহারকারীর নাম!" মেনু থেকে। আপনি যদি আপনার Dashboard ড্যাশবোর্ডে থাকেন, আপনি নেভিগেশন সাইডবারে "পছন্দ" খুঁজে নিতে পারেন (মোবাইল ডিভাইসে পৃষ্ঠার শীর্ষে পাওয়া যাবে)।
  2. Privacy (গোপনীয়তা) বিভাগে যান।
  3. "Allow others to invite me to be a co-creator" (আমাকে সহ-স্রষ্টা হওয়ার জন্য আমন্ত্রণ করার অনুমতি দিলাম) টিকবাক্সে টিক দিন।
  4. পৃষ্ঠার নীচে Update ("আপডেট") বোতামটি নির্বাচন করুন। পছন্দ আপডেট করার পর আপনি আপনার ড্যাশবোর্ডে ফিরে যাবেন।

যদি এই পছন্দটি সক্ষম করা থাকে, তবে যখনই নতুন কাজ বা সিরিজে সহ-স্রষ্টা হওয়ার জন্য কেউ আপনাকে আমন্ত্রণ জানাবেন তখনই আপনি একটি ইমেল বিজ্ঞপ্তি পাবেন। আপনার ড্যাশবোর্ডেও সমস্ত সহ-স্রষ্টার আমন্ত্রণগুলি খুঁজে পেতে পারেন "Creator Invitations" (স্রষ্টার আমন্ত্রণগুলি)-এর অধীনে।

যদি আপনি আপনাকে সহ-স্রষ্টা হিসাবে আমন্ত্রিত করার জন্য কোনো ব্যবহারকারীকে আর অনুমতি না দিতে চান তবে উপরের পদক্ষেপগুলি অনুসরণ করুন। তারপর "আমাকে সহ-স্রষ্টা হওয়ার জন্য আমন্ত্রণ করার অনুমতি" বাক্সটি আনচেক করে (টিকচিহ্ন সরিয়ে) আপডেট বোতামটি নির্বাচন করুন। এই পছন্দটি অক্ষম করলে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে কোনও নতুন কাজ বা অধ্যায়ে সহ-স্রষ্টা হিসাবে তালিকাভুক্ত করতে অস্বীকার করবে এবং আপনাকে আমন্ত্রণ সম্পর্কে অবহিত করা হবে না। এটি আপনাকে পূর্ববর্তী কোনওসহ-স্রষ্টা আইটেমগুলি থেকে সরিয়ে দেয় না বা এটি কোনও সহ-নির্মাতাকে প্রভাবিত করে না। আপনাকে এখনও কৃতিত্ব দেবে এবং আপনি বা আপনার সহ-স্রষ্টা (গুলি) এখনও ভাগ করে নেওয়া কাজগুলি সিরিজে যুক্ত করতে সক্ষম হবেন।

পছন্দের এই সেটিংটি Open Doors (খোলা দরজা) এর স্বেচ্ছাসেবকদের বিপদাপন্ন সংরক্ষণাগার আমদানি করার সময় আপনার অ্যাকাউন্টটিকে স্রষ্টা হিসাবে যুক্ত করা থেকে আটকাবে না। আপনি যদি কোনও কাজের সাথে এভাবে যুক্ত হন তবে ইমেল বিজ্ঞপ্তি পাবেন।

আপনি যদি এমন কোনও সহ-স্রষ্টাকে ক্রেডিট করতে চান যার এই পছন্দটি সক্ষম করা নেই এবং যার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন না, তবে আপনি Notes (নোটস) ক্ষেত্রটি ব্যবহার করতে পারেন। যদি ক্রেডিট দেওয়ার সময় তাদের Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) পৃষ্ঠায় লিঙ্ক করতে চান তবে এইচটিএমএল মার্কআপ ব্যবহার করে আমি কীভাবে কোনও লিঙ্ক যুক্ত করব? দেখুন।

আমি অন্যদের কিভাবে প্রতিবার আমাকে জিজ্ঞাসা না করেই আমার কর্ম কোনো সঙ্কলনে যোগ করতে দিতে পারি?

কোনো ব্যবহারকারী যদি আপনার কর্ম একটা সঙ্কলনে যোগ করার জন্য অনুরোধ করেন,আপনাকে নিজে থেকেই সেই অনুরোধ মেনে নিতে বা প্রত্যাখ্যান করতে বলা হবে। আপনি যদি চান যে মানুষ আপনার অনুমতির জন্য অপেক্ষা না করেই আপনার কর্ম সঙ্কলনে যোগ করাতে পারুক, আপনার Preferences (পছন্দ) পাতার Collections, Challenges and Gifts (সঙ্কলন, চ্যালেঞ্জ, এবং উপহার) অংশে "Automatically agree to your work being collected by others in the Archive" (সংগ্রহশালাতে আপনার কর্ম অন্যদের দ্বারা সঙ্কলিত হওয়াতে স্বয়ংক্রিয়ভাবে রাজি হয়ে জান) এর পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিন আর তারপর পাতার নিম্নাংশে "Update" (আপডেট) বোতাম নির্বাচন করুন। অচল করতে, টিকবাক্সটা থেকে টিকচিহ্ন সরান আর "Update" নির্বাচন করুন।

বিঃদ্রঃ: এই বৈশিষ্ট্যটা তৈরি হওয়ার পর্যায়ে আছে—এই মুহূর্তে, ব্যবহারকারীরা কোনো সঙ্কলনে বুকমার্ক যোগ করতে পারেন, কিন্তু সরাসরি কর্ম যোগ করাতে পারেন না। আরো তথ্যও পেতে, দয়া করে সঙ্কলন ঘ-জি-প্র-এ তে একটা সঙ্কলনে কে কে কর্ম যোগ করতে পারেন? দেখুন।

আমি আমার ইতিহাস কিভাবে বন্ধ করতে/খুলতে পারি?

ইতিহাস নিজে থেকেই সচল হয়ে যায়। এটাকে আপনার Preferences (পছন্দ) পাতার Miscellaneous (বিবিধ) অংশে এর পাশের টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরিয়ে এবং পাতার তলায় থাকা "Update" (আপডেট) বোতাম নির্বাচন করে অচল করতে পারেন।

আপনার History (ইতিহাস) আপনি লগড ইন থাকাকালীন আপনার Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় দেখা প্রত্যেকটা কর্মের তালিকা রাখে। আপনি আপনার History থেকে কোনো একটি কর্ম মুছে ফেলতে পারেন বা পুরো History-টাই মুছে ফেলতে পারেন। আপনি যদি এই অপশনটা সচল করে পরে অচল করেন, সচল থাকাকালীন দেখা কর্ম তখনও সেভ করাই থাকবে (কিন্ত সেগুলো পেতে আপনাকে Historyটা আবার সচল করতে হবে)।

খেয়াল রাখবেন যে আপনি আপনার ইতিহাস অচল করলে, আপনি Mark for Later (পরের জন্য চিহ্নিত করুন) বৈশিষ্ট্যটাও অচল করে দেবেন।

আরো তথ্য: ইতিহাস এবং পরের জন্য চিহ্নিত ঘ-জি-প্র

আমি প্রতিটা পাতার উপরাংশে থাকা ব্যানার-গুলো কিভাবে টাঙাবো/খুলবো?

ব্যানার দু-রকমের হয়: নতুন ব্যবহারকারীদের দেখানো "help" (সাহায্য) ব্যানার, এবং বিজ্ঞপ্তি ব্যানার। সেগুলো সচল বা অচল করার অপশন আপনার Preferences (পছন্দ) পাতার Miscellaneous (বিবিধ) অংশে পাওয়া যাবে।

Turn the new user help banner back on - নতুন ব্যবহারকারীকে সাহায্য কোরার ব্যানার আবার টাঙান

এটা নিজে থেকেই সচল হয়ে যায়। এটাকে আপনার Preferences (পছন্দ) পাতার Miscellaneous (বিবিধ) অংশে এর পাশের টিকবাক্সটা থেকে টিকচিহ্নটা সরিয়ে এবং পাতার তলায় থাকা "Update" (আপডেট) বোতাম নির্বাচন করে অচল করতে পারেন।

এই অপশনটা অচল করলে Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় আরো ভাল ভাবে শুরু করতে পারার জন্য তথ্যও আর টীকা দেওয়া ব্যানারটা খুলে দেওয়া হবে।

Turn off the banner showing on every page - প্রতিটা পাতায় দেখতে পাওয়া ব্যানারটা খুলে দিন

মাঝে মাঝে, কর্মীরা গুরুত্বপূর্ণ ঘটনাবলি বা ওয়েবসাইটে হওয়া বদল সম্বন্ধে ব্যবহারকারীদের কাছে ওয়েবসাইটের প্রতিটা পাতায় একটা ব্যানার টাঙিয়ে প্রচার করতে পারেন। যদি আপনি লগড ইন থাকাকালীন ব্যানারটাকে সরাতে চান, এর পাশের টিকবাক্সটায় টিকচিহ্ন দিয়ে এবং পাতার নিম্নাংশে "Update" (আপডেট) বোতামটা নির্বাচন করে এই অপশনটা সচল করুন। খেয়াল রাখবেন যে এটা শুধুমাত্র সেই ব্যানারটাকেই অচল করে যেটা আপনি অপশনটা সচল করার সময় চালু ছিল। ব্যানারটা বদলালে, এই অপশনটা আপনি সচল করার আগে অবধি নতুন ব্যানারটা দেখানো হবে।

পছন্দ পাতাটা থেকে আর কি কি দেখা যায়?

ডিফল্ট চামড়ায়, Set My Preferences (পছন্দ ঠিক করুন) লেখার নিচে অনেকগুলো বোতাম আছে। এই বোতামগুলো আপনাকে নিচে যেমন দেওয়া আছে সেরকম অন্যান্য প্রোফাইল এবং পছন্দ পাতা দেখতে দেয়।

Edit My Profile - আমার প্রোফাইল সম্পাদন করুন

এটা Edit Profile (প্রোফাইল সম্পাদন করুন) পাতায় পাঠিয়ে দেয়, যেখানে আপনি ব্যবহারকারীরা আপনার প্রোফাইলে গেলে যা দেখতে পায় সেই তথ্যাদি আপনি বদলাতে পারেন। আরো জানতে, দয়া করে প্রোফাইল ঘ-জি-প্র-এ যান।

Manage My Pseuds - আমার ছদ্মনাম সামলান

এটা Pseuds (ছদ্মনাম) পাতায় পাঠিয়ে দেয়, যেখানে আপনি আপনার ইতিমধ্যেই থাকা Pseuds দেখতে এবং সম্পাদন করতে পারেন বা একটা নতুন Pseuds যোগ করতে পারেন। আরো তথ্য পেতে, দয়া করে ছদ্মনাম ঘ-জি-প্র-এ যান।

Change My User Name - আমার ব্যবহারকারী নাম বদলান

এইটা Change My User Name (আমার ব্যবহারকারী নাম বদলান) পাতায় পাঠিয়ে দেয়।

দয়া করে এই বৈশিষ্ট্যটা সাবধানে ব্যবহার করবেন। যদি না আপনি শুধুমাত্র অখরকে বড় থেকে ছোট হাতের বা উল্টোটা করেন, আমরা আপনার পুরোনো ব্যবহারকারী নামকে আপনার নতুন নামের কাছে পাঠাবো না। বুকমার্ক এবং আপনার পুরোনো ব্যবহারকারী পাতায় বাইরে থেকে করা সংযোগ, যার মধ্যে আপনার পুরোনো ব্যবহারকারী নামের সাথে যুক্ত ছদ্মনামও অন্তর্ভুক্ত, আর কাজ করবে না। পুরোনো নামটা আবার অন্য কারুর দ্বারা ব্যবহৃতও হতে পারে, সে ক্ষেত্রে পুরোনো সংযোগগুলো নতুন ব্যবহারকারীটার কাছে পাঠানো হবে।

আরো তথ্যের জন্য, দয়া করে আপনার অ্যাকাউন্ট ঘ-জি-প্র যান।

Orphan My Works - আমার কর্ম অনাথ করুন

এই বোতামটা (কর্ম অনাথ করুন) পাতায় পাঠিয়ে দেয়।

অনাথ করা চিরস্থায়ী। তা আগের অবস্থায় ফেরানো যায় না।

আমরা এটাকে এর থেকে বেশি জোর দিয়ে বোঝাতে পারব না। আপনার কর্মকে অনাথ করে আপনি তাদের সম্পাদন করা বা মুছে ফেলার ক্ষমতা সমেত, তাদের উপর চিরস্থায়ীভাবে সব অধিকার বিসর্জন দিচ্ছেন

যদি সন্দেহ থাকে, করবেন না!

আরো তথ্যের জন্য, দয়া করে অনাথ করা ঘ-জি-প্র-এ যান।

আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?

Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন