Archive FAQ > টিউটোরিয়াল: কর্ম প্রকাশ করা

সূচনা

এই টিউটোরিয়ালটা আপনাকে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে Post New Work (নতুন কর্ম প্রকাশ) পত্র অনুসরণ করতে একটা একটা করে নির্দেশ দেবে। এখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি AO3তে কর্ম প্রকাশ করতে একেবারেই জানেন না। আরো ধরে নিচ্ছি যে আপনি ডিফল্ট চামড়ায় ওয়েবসাইটটা দেখছেন। আপনার দেখা সাইট অন্য রকম হলে, দয়া করে দরকারি বদলগুলো করে নেবেন।

আপনার কর্ম যদি ইতিমধ্যেই অন্য কোনো সাইটে অনলাইন থাকে, তাহলে আপনি সেটা ইমপোর্ট করে নিতে পারেন। খেয়াল রাখবেন যে ইমপোর্ট করার সাফল্য অনেকাংশেই যে সাইট থেকে আসছে তার ওপর, আর AO3'র সাথে তার সামঞ্জস্যের ওপর নির্ভরশীল। বর্তমানে আমরা বেশ কিছু সাইট থেকে ইমপোর্ট করতে পারি না।

আপনি কর্ম প্রকাশনা, সম্পাদনা, আর ইমপোর্ট করার ওপর আরো তথ্য প্রকাশনা এবং সম্পাদনা প্রা-জি-প্রএ পেতে পারেন।

খেয়াল রাখবেন:আমরা আপনাকে পরামর্শ দিই ওয়েবসাইটের বাইরে কোনো ওয়ার্ড প্রোসেসর বা অন্য প্রোগ্রামে লিখে তার পর শেষ হলে AO3তে প্রকাশ করুন। এই পাতাটায় নিজে থেকে সেভ করার কোনো অপশন নেই, আর তৈরির এক মাস পর AO3'তে থাকা ড্রাফ্ট মুছে যায়। ড্রাফ্ট মুছে গেলে তা আর ফিরে পাওয়া যায় না

ড্রাফ্ট বা সেটা AO3'তে কিভাবে কাজ করে তার সম্বন্ধে আরো জানতে, দয়া করে প্রকাশনা এবং সম্পাদনা ঘ-জি-প্র দেখুন।

নতুন কর্ম পাতার ভূমিকা

Post (প্রকাশ করুন) মেনুতে গিয়ে "New Work"(নতুন কর্ম) নির্বাচন করুন। এইটা স্ক্রিনের উপরের ডান দিকে আপনার ব্যবহারকারী নামের পাশে থাকবে।

নতুন কর্ম প্রকাশ করুন মেনুটার স্ক্রিনশট

এইটা আপনাকে নতুন কর্ম পাতায় নিয়ে যাবে। সেখানে আপনি আপনার কর্মের বিষয়বস্তু ও অন্যান্য তথ্যাদি দিতে পারেন। দরকারি বিভাগগুলো একটি তারা চিহ্ন এবং লাল রঙের লেখা দিয়ে চিহ্নিত করা আছে।

আপনার যদি একটা ড্রাফ্ট সেভ করা থাকে, "Restore From Last Unposted Draft?" (সর্বশেষ অপ্রকাশিত খসড়া থেকে নিয়ে আসুন?) অপশন হিসেবে পাতার উপর দিকে একটা বোতাম হিসেবে থাকবে। এটা নির্বাচন করলে বর্তমানের নতুন পাতাটা বন্ধ করে Edit Work (কর্ম সম্পাদন করুন) পাতাটা খুলবে। তাতে আপনার সেভ করা শেষ খসড়াটা থাকবে।

ড্রাফ্ট বা সেটা AO3'তে কিভাবে কাজ করে তার সম্বন্ধে আরো জানতে, দয়া করে প্রকাশনা এবং সম্পাদনা ঘ-জি-প্র দেখুন।

বেশির ভাগ অপশনেরই পাশে একটা নিল প্রশ্নচিহ্ন থাকে, ?, যা একটা সাহায্যের উদ্দেশ্যে অতিরিক্ত তথ্য নিয়ে আসে।

ট্যাগ সংক্রান্ত তথ্য দেওয়া

আমরা কর্মের সঙ্গে যুক্ত বেশিরভাগ মেটাডেটা'র জন্যই ট্যাগ ব্যবহার করি। Category (বিভাগ), Warnings (সাবধানবাণী), Rating (রেটিং), Fandoms (ভক্তদুনিয়া), Characters (চরিত্র), Relationships (সম্পর্ক), and Additional Tags (অতিরিক্ত ট্যাগ) সবই বিভিন্ন ধরনের ট্যাগ। ট্যাগ সম্বন্ধে আরও তথ্য পেতে, দয়া করে ট্যাগ ঘ-জি-প্র দেখুন।

কিছু বিভাগ স্বয়ংসম্পূর্ণ হবে। তার মানে আপনি ট্যাগটা দিতে শুরু করলেই সাজেশনের তালিকা আসতে শুরু করবে। একমাত্র ক্যানোনিকাল ট্যাগ, অর্থাৎ AO3'র ট্যাগ র্যাঙ্গলাররা যেসব ট্যাগকে "সাধারণ " বলে দাগিয়ে রেখেছে-সেগুলোই আসবে। আপনি একটা নতুন ট্যাগ বানাতে চাইলে, আপনি স্বয়ংসম্পূর্ণ লেখাটাকে পাত্তা না দিয়ে পুরো নামটাই টাইপ করতে হবে। নিশ্চিৎভাবে, প্রতিটা ট্যাগের পরে কমা দিতে বা এন্টারটিপতে ভুলবেন না। সবকটা ট্যাগ তালিকাভুক্ত হওয়া অব্দি এই কাজটা করে যান।

এই ওয়েবসাইটটা ঘেঁটে দেখা লোকজনের পছন্দসই কর্ম পেতে এই তথ্য কাজে লাগাতে পারেন। সুতরাং এই বিভাগগুলো সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে ভরলে ব্যবহারকারীরা আপনার কর্ম সহজে খুঁজে পাবে।

Rating (রেটিং) (প্রয়োজনীয় বিভাগ)

আপনার কর্মের ক্ষেত্রে যে রেটিংটা সব থেকে বেশি প্রযোজ্য বলে আপনার মনে হয়, সেই রেটিংটা বাছুন, নইলে "Not Rated" (কোনো রেটিং নেই) বাছুন।

রেটিং কর্মের বিষয়বস্তু'র গভীরতা বিচার করে এবং কোনো ব্যবহারকারির পক্ষে সেটা উপযুক্ত সেটা সম্পর্কে ধারণা দেয়। রেটিং বা সাবধানবাণী যে সমস্ত ব্যবহারকারী বিশেষ কিছু নিয়ে আগ্রহী তাদের আকর্ষণ করে। যে সমস্ত ব্যবহারকারি বিশেষ কিছু দেখতে চান না, তাদের এগুলো বিকর্ষণও করতে পারে। ভক্তকর্ম বিতর্কিত বা কষ্টকর ধারণা নিয়ে হতেই পারে। তাই আমরা স্রষ্টাদের রেটিং ও সাবধানবাণী বাছতে বলি যাতে ব্যবহারকারীরা কোন কর্ম দেখবেন সে সম্বন্ধে সঠিক সিদ্বান্ত নিতে পারেন।

রেটিং এবং তাদের মানে নিচে দেওয়া হলো:

Not Rated
এইটা ডিফল্ট অপশন। কর্ম খোঁজা, বাছবিচার করা এবং AO3'র অন্যান্য কার্যকারিতার জন্য এটাকে প্রাপ্তবয়স্কদের এবং সুস্পষ্টভাবে বর্ণিত বিষয়বস্তুর মতোই দেখা হবে। আপনি যদি নিজের বিষয়বস্তুকে রেটিং না দিতে চান, তবে এইটা বাছুন।
General Audiences (সাধারণ দর্শক)
বিষয়বস্তুটা কাউকেই অপ্রস্তুত করবে না, আর সব বয়সী লোকেদের পক্ষে উপযুক্ত।
Teen And Up Audiences (কিশোর এনং তার চেয়ে বেশি বয়সী)
১৩ বছরের নিচের দর্শকদের জন্য এটা উপযুক্ত নাও হতে পারে।
Mature (প্রাপ্তবয়স্কদের জন্য)
এই কর্মটায় প্রাপ্তকবয়স্কদের জন্য জিনিসপত্র আছে(যেমন যৌন সম্পর্ক বা সেরকম কিছু। যদিও এগুলো সুস্পস্টভাবে বলা কর্মের মতো অত গভীরে যায় না।
Explicit (সুস্পষ্টভাবে বলা)
বিষয়বস্তুতে প্রাপ্তবয়স্কদের জন্য জিনিস সুস্পষ্টভাবে বলা আছে- যেমন যৌনতা, মারধর, ইত্যাদি।

কোনো ব্যবহারকারীর একটা "Not Rated", "Mature" বা "Explicit" রেটেড থাকলে ব্যবহারকারী সেটা দেখতে যাওয়ার সময় একটা সাবধানবাণী পাবেন(যদি না তিনি তা তার পছন্দতে গিয়ে বন্ধ না করে থাকেন)। তাতে সাবধান করে দেওয়া হবে যে তার কর্মে প্রাপ্তবয়স্কদের বিষয় আছে। এই অপশনটা নিয়ে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরী কর্ম দেখার আগের সাবধানবানিটা কিভাবে বন্ধ করব? দেখতে পারেন।

AO3'র রেটিং সম্বন্ধে আরও তথ্য জানতে, পরিষেবা প্রাপ্তির নিয়মাবলী ঘ-জি-প্র – রেটিং এবং সাবধানবাণী দেখুন।

AO3 Warnings (AO3 সাবধানবাণী) (প্রয়োজনীয় বিভাগ)

আপনার কর্মের জন্য আপনার যে সাবধানবাণী(গুলো) প্রযোজ্য মনে হবে সেগুলো নির্বাচন করুন। না হলে "No Archive Warnings Apply" (সংগ্রহশালার কোনো সাবধানবাণী প্রযোজ্য নয়), বা "Choose Not To Use Archive Warnings" (সংগ্রহশালার সাবধানবাণী ব্যবহার করতে চাই না) দিন। আপনি একাধিক সাবধানবাণী নির্বাচন করতে পারেন। ভক্তকর্ম বিতর্কিত বা যন্ত্রণাদায়ক বিষয় নিয়ে হতেই পারে; সুতরাং আমরা স্রষ্টাদের রেটিং ও সাবধানবাণী দিতে উৎসাহ দিই। এতে ব্যবহারকারীরা কোন কর্ম তারা দেখবেন সেই সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারেন।

AO3'র নিয়মানুযায়ী স্রষ্টাদের সাধারণ কিছু সাবধানবাণীর একটা ছোট তালিকা থেকে সাবধান করতে হবে- বা স্পষ্টভাবে বলতে হবে যে সেসব নেই। সেগুলো হল: "Major Character Death" (বড় চরিত্রের মৃত্যু), "Underage" (অপ্রাপ্তবয়স্কের প্রেম), "Rape/Non-Con" (ধর্ষণ/অনুমতি ব্যাতিত শারীরিক সম্পর্ক), and "Graphic Depictions of Violence" (হিংসার ছবির মতো বর্ণনা)। আমরা আরও অতিরিক্ত বিষয়বস্তুর জন্য সাবধানবাণী এবং কোনো সাবধানবাণী না দেওয়ার ব্যবস্থা ও রেখেছি।

Choose Not To Use Archive Warnings
আপনার কর্মে সাবধানবাণী প্রযোজ্য হলেও হতে পারে কিন্তূ আপনি তা দিতে না চাইলে এটা ব্যবহার করুন।
No Archive Warnings Apply
আপনার কর্মে AO3র সাবধানবাণী প্রযোজ্য না হলে এটা ব্যবহার করুন(অর্থাৎ, হিংসার কোনো চিত্রণ নেই, মুখ্য চরিত্রের মৃত্যু নেই, ধর্ষণ/সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক, বা অপ্রাপ্তবয়স্ক কারুর যৌন সম্পর্ক নেই)।
Graphic Depictions Of Violence
এটা রক্তাক্ত, ডিটেলে বর্ণিত, বিস্তারিত ভাবে ব্যাখ্যা হিংস্রতার কর্মের জন্য। ঠিক কি লিখলে এটার দরকার হয় সেটা আপনার সুবিবেচনায় ছাড়া হয়েছে।
Major Character Death
মুখ্য চরিত্র কাকে বলে তাই বুঝতে আপনার অভিজ্ঞতা কাজে লাগান।
Rape/Non-Con
আবার বলছি, এটা আপনার সিদ্ধান্ত। আপনার যদি মনে হয় যে আপনার কর্মটায় থাকা যৌন সম্পর্কটায় সম্ভবত সম্মতি নেওয়া হয়নি, কিন্তু এই সাবধানবাণীটা আপনি দিতে চান না,(বা দেবেন কিনা সেটা বিষয়ে নিশ্চিত নন), সেক্ষেত্রে তার জায়গায় "Choose Not to Use Archive Warnings" ব্যবহার করার সুযোগ আপনার সবসময়ই আছে।
Underage
এটা আঠারো বছর বয়সের নিচে থাকা চরিত্রদের দ্বারা করা যৌন মিলনের কথা বলা বা দেখানোর জন্য দেওয়া(এটা চুমু খাবার মতো প্রেম করার সময়কার কাজের জন্য নয়, বা সত্যিকারের বোঝানো/দেখানো ছাড়া এমনি ভাসাভাসা বর্ণনার জন্যও নয়)। এইটা সাধারণত মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য; আপনি যদি একমাস মতো বেঁচে থাকা স্পেস এলিয়েনদের নিয়ে পর্নোগ্রাফি লেখেন, বা ষোল বছরের শরীর থাকা হাজার বছর বয়সী ভ্যাম্পায়ারদের কথা লেখেন, দয়া করে নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগান। আপনি সবসময়ই শুধুমাত্র চরিত্রদের বয়স বলে দিতে বা "Choose Not to Use Archive Warnings" দিয়ে দিতেই পারেন।

আপনি অতিরিক্ত ট্যাগ বিভাগ ব্যবহার করে অন্য বা আরও তথ্য সহকারে সাবধানবাণী দিতে পারেন (এই বিষয়টা এই টিউটোরিয়ালেই আরও ভালো ভাবে বোঝানো হবে)।

সাবধানবাণীর বিষয়ে আমাদের নিয়মকানুন পরিষেবা প্রদানের নিয়মাবলী এবং পরিষেবা প্রদানের নিয়মাবলী ঘ-জি-প্র-এ পাবেন।

Fandoms (ভক্তদুনিয়া) (প্রয়োজনীয় বিভাগ)

আপনার কর্ম যে ভক্তদুনিয়া(গুলো)র অন্তর্গত তার নাম দিন। অস্পষ্টটা কাটাতে সংক্ষিপ্ত নামের থেকে পুরো নামই বেশি পছন্দ করা হয়।

এটা একটা স্বয়ংক্রিয়ভাবে ভরে যাওয়া বিভাগ। খেয়াল রাখবেন যে আপনি একটা ভক্তদুনিয়ার ট্যাগ তৈরী করলে টা ভক্তদুনিয়ার পাতায় দেখাতে কয়েকদিন লাগবে।

আপনি AO3তে বিশেষ কোনো ভক্তদুনিয়ার সাথে সংযুক্ত নয় এমন কর্মও প্রকাশ করতে পারেন। আরও তথ্যের জন্য দয়া করে পরিষেবা প্রদানের নিয়মাবলিতে আমি কি নিজস্ব গল্প সংগ্রহশালায় রাখতে পারি?দেখুন। আপনি এই ধরনের কর্ম "Original Work" (নিজস্ব গল্প) ভক্তদুনিয়া ট্যাগ ব্যবহার করে প্রকাশ করতে পারেন।

ভক্তদুনিয়া'র নিজে থেকে ভরা ফিল্ডটার কাজের সময় স্ক্রিনশট

ভক্তদুনিয়া(বা অন্যান্য) ট্যাগের ওপর আরও তথ্যের জন্য ট্যাগ ঘ-জি-প্র দেখুন বা পরিষেবা প্রদানের নিয়মাবলী ঘ-জি-প্র'তেকোনো ভক্তদুনিয়ার ট্যাগ কখন সরাবেন? দেখুন।

Category (বিভাগ)

আপনার কর্মে যদি কোনো প্রেমের এবং/বা শারীরিক সম্পর্ক থাকে তাহলে তালিকা থেকে কোনো একটা বা একাধিক বিভাগ বাছুন।

AO3তে কর্মের ছয় রকম বিভাগ হয়। শব্দসংক্ষেপগুলোর সাধারণভাবে প্রচলিত মানে নীচে দেওয়া হলো। এই শব্দসংক্ষেপ গুলোর সঠিক মানে বিভিন্ন ভক্তদুনিয়া এবং বিভিন্ন ভক্তের কাছে আলাদা। আপনার কাছে যে কটা প্রযোজ্য আপনি সে কটা ব্যবহার করতে পারেন, আবার একটাও ব্যবহার না করতে পারেন:

F/F(স্ত্রী/স্ত্রী)
নারী/নারী মধ্যে সম্পর্ক
F/M(স্ত্রী/পুং)
নারী/পুরুষ মধ্যে সম্পর্ক.
Gen (সাধা)
সাধারণ: কোনোরকম প্রেমের বা শারীরিক সম্পর্ক নেই, বা সম্পর্কগুলো কর্মের প্রধান বিষয় নয়।
M/M (পুং/পুং)
পুরুষ/পুরুষ মধ্যে সম্পর্ক
Multi (একাধিক)
একাধিক ধরনের সম্পর্ক বা একাধিক সঙ্গীর সাথে সম্পর্ক।
Other (অন্য)
অন্যান্য সম্পর্ক

Relationships (সম্পর্ক)

আপনার কর্মের মূল সম্পর্কগুলোর তালিকা তৈরী করুন। এগুলো যে কোনো সম্পর্ক হতে পারে, কেবলমাত্র প্রেমের বা শারীরিক হতে হবে এমন কোনো কথা নেই। একটা প্রেমের এবং/বা শারীরিক সম্পর্ক বোঝাতে slyash চিহ্ন ("/")দেওয়া হয় (যেমন মিকি মাউস/মিনি মাউস)। শারীরিক বা প্রেমের নয় এমন সম্পর্ক–ধরুন বন্ধু, পরিবার, টিমমেট, ইত্যাদি –বোঝাতে "&" চিহ্ন ব্যবহার করা হয় (যেমন "অ্যালফোন্সো এলরিক "&" এডওয়ার্ড এলরিক)।

অস্পষ্টটা কাটাতে যতদূর সম্ভব পুরো নাম দেওয়া কাম্য। দয়া করে খেয়াল রাখবেন যে প্রতিটা সম্পর্ক ট্যাগই ১০০ বা তার কম অক্ষরের হতে হবে; যদি আপনার কর্মে ছয় বা তার বেশি চরিত্র থাকে, তবে আপনি অক্ষর সংখ্যা ছাপিয়ে না যাবার জন্য পদবি ছাড়া নাম বা ডাকনাম ব্যবহার করে দেখতে পারেন।এটা একটা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হওয়া বিভাগ। সম্পর্ক(বা অন্য কোনো) ট্যাগের উপর আরও তথ্য পেতে, দয়া করে ট্যাগ ঘ-জি-প্র দেখুন।

সম্পর্ক'র নিজে থেকে ভরা ফিল্ডটার কাজের সময় স্ক্রিনশট

Characters (চরিত্র)

এখানে আপনি আপনার কাজের মূল চরিত্র(গুলো) তালিকাভুক্ত করতে পারেন। ধোঁয়াশা কাটাতে পুরো নাম (নিজের নাম এবং পদবি) দেওয়া কাম্য। আপনি যদি নিজসৃষ্ট চরিত্র ব্যবহার কোনো থাকেন, আপনি তাদের জন্য ইতিমধ্যেই থাকা ট্যাগ ব্যবহার করতে পারেন—তালিকা পেতে "original character" (নিজসৃষ্ট চরিত্র) টাইপ করা শুরু করুন।

এটা একটা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হওয়া বিভাগ। চরিত্র (বা অন্য কোনো) ট্যাগের উপর আরও তথ্য পেতে, দয়া করে ট্যাগ ঘ-জি-প্র দেখুন।

চরিত্র'র নিজে থেকে ভরা ফিল্ডটার কাজের সময় স্ক্রিনশট

Additional Tags (অতিরিক্ত ট্যাগ)

এইখানে আপনি আপনার কর্মকে আরও কোনো ট্যাগ ইচ্ছা করলেই দিতে পারেন। আপনি এই বিভাগটাকে সেই সব বিষয়ে সাবধানবাণী দেবার জন্য ব্যবহার করতে পারেন যেই সব বিষয় সাবধানতায় বিস্তারিতভাবে বলা নেই। দয়া করে এই বিভাগে ভক্তদুনিয়া, সম্পর্ক, বা চরিত্রের নাম দেবেন না, যদি না আপনি তাদের ব্যাপারে আরও বেশি তথ্য অন্তর্ভুক্ত করে থাকেন (যেমন "মহিলা শার্লক হোমস বা "মাইনর হাকু/ওজীন ছিহিরো")।

অতিরিক্ত ট্যাগ ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যন্ত্র। কোন কর্ম তাদের আকর্ষণ করে(যেমন কোনো বিশেষ বিভাগ বা লক্ষণ(tropes), বা কোনো বিশেষ বিষয়) তা বুঝতে এটা সাহায্য করে। আপনার কর্ম দিয়ে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে, সময় নিয়ে সঠিকভাবে আর তথ্য-সম্বলিত ট্যাগ করাই শ্রেয়। অবশ্য, আপনার কর্ম আপনি কত বেশি ট্যাগ করবেন(বা কম করবেন) সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।

অতিরিক্ত ট্যাগ হিসেবে কি দেওয়া যাবে তার ওপর কোনো বাধ্যবাধকতা নেই। আপনার কর্ম এবং/বা ভক্তদুনিয়ায় মানানসই ভাবে আপনি তা ব্যবহার করতে পারেন। আপনি ব্যবহারকারীদের আপনার কর্মের বিষয় বা অন্তর্ভুক্ত লক্ষণ(trope) বুঝতে সাহায্য করতে পারেন(যেমন, দুঃখ, আনন্দ ও দুঃখ, কৌতুক, যৌন পরিচয় প্রকাশ, BDSM, সর্বসমক্ষে যৌনমিলন, ইত্যাদি)। আপনি যদি আপনার ভক্তদুনিয়ার গল্পের চরিত্রদের(canon) নিয়ে একটা অন্য পৃথিবীতে ফেলে দেন, তবে কর্মটাকে Alternate Universe(অন্য দুনিয়া) হিসেবে ট্যাগ করে আপনি ব্যবহারকারীদের তা জানাতে পারেন(কিছু AU ট্রোপ-এ এরমধ্যেই ক্যানোনিকাল ট্যাগ পাবেন, যেমন ওমেগাভার্স)। আপনার কর্ম যদি ক্রসওভার বা ফিউসন হয়, সেই ট্যাগগুলো এখানে ব্যবহার করা সমীচীন হতে পারে। আপনার কর্মে অন্তর্ভুক্ত কিঙ্ক-এর তালিকা দিতে পারেন, কর্মের সময়কাল দিতে পারেন… তালিকাটা কখনোই শেষ হয়না।

আপনি যদি এইখানে কি দেবেন সেই বিষয়ে নিশ্চিত না হন, আপনার ভক্তদুনিয়ায় অন্যান্য স্রষ্টারা কিভাবে ট্যাগ করেছেন, তা খুঁজে দেখতে পারেন। আপনি ট্যাগ পাল্টাতে বা যোগ করতে কর্মটা পরেও সম্পাদন করতে পারেন।
এটা একটা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হওয়া বিভাগ। আরও তথ্য পেতে, দয়া করে ট্যাগ ঘ-জি-প্র দেখুন।

অতিরিক্ত ট্যাগ'র নিজে থেকে ভরা ফিল্ডটার কাজের সময় স্ক্রিনশট

Work Title (কর্মের নাম)(প্রয়োজনীয় বিভাগ)

আপনার কর্মের নাম লিখুন। এটা যা খুশি হতে পারে, ২৫৫টা অক্ষর/সংখ্যা অব্দি ফরম্যাটিং বাদে লেখা। এই বিভাগে আপনি HTML বা CSS ব্যবহার করতে পারবেন না।

Add co-authors? ( সহ-স্রষ্টা যোগ করুন?)

আপনি যদি অন্য কারুর সাথে এই কর্মটা তৈরী করে থাকেন, তাহলে আপনি এই বাক্সটায় টিক চিহ্ন দিয়ে তার/তাদের ছদ্মনাম দিন। আপনি সহ-স্রষ্টা হিসেবে কেবলমাত্র একজন AO3তে একাউন্ট থাকা মানুষকেই যোগ করতে পারেন। এইটা বেটা(প্রুফ) পাঠকদের ধন্যবাদ জানানোর জায়গা নয়। সাধারণত তার জন্য টিকা ব্যবহার করা হয়।

একবার যোগ করা হলে, একজন সহ-স্রষ্টা যে যে অধ্যাযে ধন্যবাদান্তে পেয়েছেন সেই সেই অধ্যায় সম্পাদন করতে পারেন, কর্মটা মুছে দিতে পারেন, বা তাদের সিরিজে যোগ করতে পারেন।

খেয়াল রাখবেন যে একজন সহ-স্রষ্টা যোগ করার পর, আপনি তাদের আর সরাতে পারবেন না। আমরাও আপনার হয়ে সেটা করে দিতে পারবো না। তাকে নিজেকেই তা করতে হবে। সুতরাং, আপনি ঠিক ব্যাক্তিকেই যে যোগ করছেন, আর একইরকম ছদ্মনাম সমেত অন্য কাউকে না, তা নিশ্চিত করে নিন।

Summary (সারাংশ)

আপনার কর্মের একটা সারাংশ লিখুন। এটা অনেকটা বইয়ের বা ডিভিডির পিছনের মলাটে থাকা লেখাটার মতো। এটা ব্যবহার করে আপনি সবাইকে জানাতে পারবেন যে তারা আপনার কর্মটা থেকে কি আশা করতে পারেন। এতে তাদের উৎসাহ বাড়বে।

যদি আপনার কর্মের সারাংশ কি করে করতে হবে তা নিয়ে আপনি বুঝতে না পারেন, আপনি প্রেরণার জন্য AO3তে থাকা অন্যান্য কর্ম খুঁজে দেখতে পারেন। সারাংশ দেওয়া আবশ্যিক নয়, সুতরাং আপনি চাইলে তা নাও দিতে পারেন।

Notes (টিকা)

আপনি মন্তব্য বিভাগে ইচ্ছে মতো যেকোনো অতিরিক্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন। টিকা কর্মের শুরুতে এবং/বা শেষে দেওয়া যায়। একেকটা অধ্যায় এও তা দেওয়া যায়।

টিকার কয়েকটা উদাহরণ হল:

  • কর্মটা আপনি কেন করেছেন তা বোঝানো (যেমন একটা প্রম্পট)।
  • যারা আপনাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ দেওয়া (যেমন বেটা বা প্রুফ পাঠক)।
  • আপনার কর্ম ফলো করা ব্যবহারকারীদের বার্তা দেওয়া (যেমন আপনি একটা ক্রমবর্ধমান কর্মের আপডেট আপনার কবে প্রকাশ করার পরিকল্পনা আছে)।
  • বিষয়বস্তু সম্বন্ধে সাবধানবাণী যা ট্যাগে দেওয়া হয়নি কিন্তু আপনি বলে রাখতে চান।
  • আপনার কর্ম সম্বন্ধে আরও কিছু যা আপনি চান লোকে জানুক কিন্তু তা সারাংশ বা ট্যাগে বোঝানো হয়নি।

Does this fulfill a challenge assignment? (এটা কি কোনো চ্যালেঞ্জ এর এসাইনমেন্ট পূর্ণ করার জন্য লেখা?)

আপনার যদি কোনো খোলা এসাইনমেন্ট থাকে, তাহলে এই অপশনটা নতুন কর্ম প্রকাশ করুন পাতায় আসবে।

আপনার এসাইনমেন্টটা পূর্ণ করতে, তার "Challenge/Gift Exchange Assignment" (চ্যালেঞ্জ/উপহার আদানপ্রদান-এর এসাইনমেন্ট) বাক্সটায় টিকচিহ্ন দিন। আপনার কর্মটা প্রকাশিত হয়ে গেলেই, নিম্নোক্ত জিনিসগুলো হবে:

  • আপনার এসাইনমেন্টটা সম্পূর্ণ বলে চিহ্নিত হবে।
  • কর্মটা যথাযথ ব্যবহারকারীকে উপহার হিসেবে দেওয়া হবে( উপহার আদানপ্রদানের ক্ষেত্রে)
  • আপনার কর্ম সংগ্রহটায় যোগ করা হবে।

Post to Collections / Challenges (সংগ্রহ/চ্যালেঞ্জ-এ প্রকাশ করুন)

আপনি যদি এই কর্মটা কোনো সংগ্রহ/চ্যালেঞ্জ হিসেবে তৈরী করে থাকেন, এইখানে আপনাকে তা বলতে হবে। আপনি যদি Challenge Assignment (চ্যালেঞ্জ এসাইনমেন্ট) টিকবাক্স ব্যবহার করে থাকেন, তবে এই বিভাগটা আপনাকে ভরতে হবে না। এইটা একটা স্বয়ংক্রিয় বিভাগ। খেয়াল রাখবেন যে আপনি এই পাতাটা থেকে একটা নতুন সংগ্রহ বানাতে পারবেন না।

চ্যালেঞ্জটা যদি একটা উপহার আদানপ্রদান হয়, আপনি আপনার কর্মের প্রাপকের নামও "Gift this work to" (এই কর্মটা উপহার দিন) বিভাগে দিতে পারেন। যে সংগ্রহে আপনি কর্মটা যোগ করাবেন তা যদি অজ্ঞাতনামা হয়, এবং/বা তখনও নাম প্রকাশ না হয়ে থাকে, তাতে আপনার কর্ম যোগ করলে সেটা আপনাকে স্রষ্টা হিসাবে অজ্ঞাতনামি করে দেবে, এবং/বা আপনার কর্ম সব ব্যবহারকারীদের থেকে লুকিয়ে রাখবে। সংগ্রহ প্রকাশ হওয়া অব্দি শুধুমাত্র আপনি ও সংগ্রহের নিয়ামক কর্মটা দেখতে পাবেন। আপনার কর্ম সংগ্রহে যোগ করানোর আগে এই বিষয়টা দয়া করে মনে রাখবেন।

দয়া করে আরও তথ্য পেতে সংগ্রহ ঘ-জি-প্র দেখুন।

Gift this work to (এই কাজটা উপহার দিন)

এই কর্মটা যদি আপনি একটা উপহার হিসেবে তৈরী করে থাকেন, বা কোনো উপহার বিনিময়ের জন্য, তাহলে প্রাপকের ছদ্মনাম এখানে দিতে পারেন। আপনি যদি Challenge Assignment (চ্যালেঞ্জ এসাইনমেন্ট) টিকবাক্স ব্যবহার করে থাকেন, তবে এই বিভাগটা আপনাকে ভরতে হবে না।

প্রাপকদের AO3 একাউন্ট না থাকলেও চলে, কিন্তু তা থাকলে কর্মটা AO3 একাউন্টের সাথে সংযোগ করা যায়। একটা AO3 একাউন্টের সাথে কোনো উপহার দেওয়া কর্মের সংযোগ ঘটাতে, আপনি প্রাপকের নাম টাইপ করা শুরু করতেই AO3তে একাউন্ট থাকা ছদ্মনামের তালিকা আসা শুরু হয়ে যাবে। যাকে আপনি কর্মটা উপহার দিচ্ছেন তাকে বাছুন। যদি একইরকম ছদ্মনাম থাকে, নিশ্চিত করুন যে আপনি ঠিক ছদ্মনামটা নির্বাচন করেছেন। একই কর্ম একাধিক প্রাপককে উপহার দেওয়া যায়।

যদি আপানি ভুল করে কর্মটা অন্য একাউন্ট বা ছদ্মনামে দিয়ে ফেলেন, আপনি তা বদল করতে পারেন। তার নামের পাশে লাল (×) বোতামটা টিপে আপনি কর্ম সম্পাদন করুন পাতাটায় গিয়ে তাকে সরাতে পারেন। তারপর আপনি সঠিক নাম বা ছদ্মনাম বেছে "Update" (আপডেট) বোতামটা টিপলেই প্রাপক বদল হয়ে যাবে।

প্রাপকের AO3 একাউন্ট না থাকলে আপনি তার নাম বা ছদ্মনাম পুরোটাই দিতে পারবেন। অবশ্য, দয়া করে নিশ্চিত করুন যে নাম বা ছদ্মনামটা কোনো AO3তে একাউন্ট থাকে মানুষেরও নয়। সেটা হলে, আপনাকে দুটো কোনোভাবে আলাদা করতে হবে, নইলে AO3 একাউন্টটাকে কর্মটা উপহার হিসেবে দিয়ে দেওয়া হবে।

This work is a remix, a translation, a podfic, or was inspired by another work (এই কর্মটা একটা রিমিকস, অনুবাদ, শ্রুতিগল্প বা অন্য গল্পের দ্বারা অনুপ্রাণিত)

আপনার কর্মটা যদি অন্য কর্মের থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়ে থাকে, তাহলে এই টিকবাক্সটায় টিকচিহ্ন দিন।

  • URL - মূল কর্মের URLটা ভরে দিন। কর্মটা AO3 তে থাকলে, আপনাকে কেবল URL-টুকুই দিতে হবে—যদি না আপনি তার অনুবাদ প্রকাশ করতে চান। সেক্ষেত্রে আপনাকে ওই টিকবাক্সটাতেও টিকচিহ্ন দিতে হবে।
  • Title (নাম) - মূল কর্মটা যদি AO3তে প্রকাশিত না হয়ে থাকে, তবে তার নামটা এখানে দিন।
  • Author (লেখক) - মূল কর্মটা যদি AO3তে প্রকাশিত না হয়ে থাকে, তবে কর্মটার স্রষ্টার ছদ্মনাম বা নাম এখানে দিন।
  • Language (ভাষা) - enter the language of the মূল কর্মটা, যদি AO3তে প্রকাশিত না হয়ে থাকে, তবে তার ভাষাটা এখানে দিন। আপনি পাতার আরো নিচের দিকে আপনার এই কর্মটার ভাষা ঠিক করবেন
  • Translation (অনুবাদ) - যদি আপনার কর্ম মূল কর্মের অনুবাদ হয়, তবে এই টিকবাক্সটাতে টিকচিহ্ন দিন

This work is part of a series (এই কর্মটা একটা সিরিজের অংশ)

আপনার কর্ম যদি কোনো নতুন বা ইতিমধ্যেই থাকা সিরিজের অংশ হয়, তবে এই টিকবাক্সটায় টিকচিহ্ন দিন। আপনি একমাত্র মালিক বা সহ-মালিক হলেই শুধুমাত্র কোনো কর্মকে একোয়াটা সিরিজের অন্তর্ভুক্ত করতে পারেন। ইতিমধ্যেই থাকা কোনো সিরিজে কর্মটাকে ঢোকাতে সেটা "Choose one of your existing series" (আপনার ইতিমধ্যেই থাকা কোনো সিরিজ বাছুন)। একটা নতুন সিরিজ তৈরী করতে,"Or create and use a new one" (বা একটা নতুন সিরিজ তৈরী করে ব্যবহার করুন) নামক নতুন বিভাগটায় সিরিজের এর নামটা দিন।

অন্য কারুর সিরিজে আপনার কর্মটাকে যোগ করতে চাইলে (যেমন, একজন সহ-স্রষ্টা) তাকে আগে আপনাকে সিরিজটার সহ-লেখক করে রাখতে হবে।

AO3তে সিরিজ সম্পর্কে আরও তথ্যের জন্য, দয়া করে সিরিজ ঘ-জি-প্র দেখুন।

This work has multiple chapters (এই কর্মটার একাধিক অধ্যায় আছে)

আপনার কর্মের যদি একাধিক অধ্যায় থাকে তাহলে এই টিকবাক্সটায় টিকচিহ্ন দিন। যদি আপনি এর মধ্যেই জানেন মোট কটা অধ্যায় হবে, আপনি ডিফল্ট প্রশ্নচিহ্নটার জায়গায় মোট অধ্যায় সংখ্যা দিতে পারেন। আপনি আপনার অধ্যায়টার জন্য একটা আলাদা নামও দিতে পারেন, কিন্তু এটা প্রয়োজনীয় নয়। আপনি যদি অধ্যায়ের নাম না দেন, ইংরেজিতে প্রতিটা অধ্যায় সংখ্যা(যেমন, "Chapter 2") সেই অধ্যয়টার ডিফল্ট নাম হয়ে যাবে। আপনি যদি প্রথম অধ্যায়ের নাম দেন, অন্তত দুটো অধ্যায় না হওয়া অব্দি তা কর্মে দেখা যাবে না।

আপনার কর্মটা একবার প্রকাশিত হয়ে যাবার পর আপনি তা খুলে "Add Chapter" (অধ্যায় যোগ করুন) নির্বাচন করে তাতে অধ্যায় যোগ করতে পারেন। এইটা আপনি আপনার Dashboard (ড্যাশবোর্ড) এর Works (কর্ম) পাতা থেকেও পেতে পারেন।

একাধিক অধ্যায় থাকা কর্ম সম্বন্ধে আরও তথ্যের জন্য, দয়া করে প্রকাশনা ও সম্পাদনা ঘ-জি-প্র দেখুন।

Set a different publication date (একটা অন্য প্রকাশনের তারিখ বসান)

আপনার কর্মটাকে আগের কোনো তারিখে প্রকাশ করতে এই বাক্সটায় টিক করুন। তারপর প্রকাশনার দিন, মাস আর সাল দিন। আপনি যদি এমন কোনো কর্ম আবার প্রকাশ করেন যা আগে অন্য কোথাও প্রকাশিত ছিল, আর আপনি চান যে AO3তেও কর্মটার আসল প্রকাশনার তারিখটাই দেখাক, তাহলে এটা খুব সুবিধাজনক হতে পারে।

খেয়াল রাখবেন যে আপনি প্রকাশনের তারিখ ভবিষ্যতে রাখতে পারবেন না।

আগেকার প্রকাশনের তারিখ দেওয়া কর্ম RSS তালিকায় নতুন কর্ম হিসেবেই দেখা যাবে, কিন্তু ডিফল্ট(আপডেট করার তারিখের ভিত্তিতে) সাজানো তালিকাভুক্ত পাতাগুলোয় (যেমন কর্ম খোঁজার সময় রেজাল্ট পাতা) তা ওপরদিকে আসবে না

Choose a language (একটা ভাষা বাছুন)

মেনু তালিকা থেকে আপনার কর্মের ভাষা বাছুন। যদি তালিকায় আপনার ভাষা না থাকে, দয়া করে সহায়তা'র সাথে যোগাযোগ করে আমাদের জানান।

Select Work Skin (কর্মের চামড়া বাছুন)

আপনি আপনার কর্মটাকে কেমন দেখতে লাগছে তা বদলাতে একটা কর্মের চামড়া তৈরী করতেই পারেন। AO3 শুধুমাত্র নির্দিষ্ট তালিকাভুক্ত কিছু HTML ট্যাগ গ্রহণ করে, সুতরাং কর্মের চামড়া আপনাকে আপনার কাজ কেমন দেখতে হবে তাই নিয়ে কায়দা করার স্বাধীনতা দেয। যেমন, আপনি কোন চরিত্র কথা বলছে, লিখছে, বা মেসেজ করছে তা বোঝাতে বিভিন্ন রঙের লেখা ব্যবহার করতে পারেন, বা কর্মের কিছু অংশে একটু বেশি মার্জিন রাখতে পারেন। কর্মের চামড়া তৈরীর ওপর আরো তথ্য পেতে, দয়া করে চামড়া এবং songgrohoshala'r inTarfes ঘ-জি-প্র বা টিউটোরিয়াল: কর্ম সাজানো দেখুন।

এখানে বেছে নেবার জন্য দুটো পাবলিক কর্মের চামড়াও আছে—সাধারণ ফরম্যাট করার চামড়া এবং হোমস্টাক চামড়া

মেনু তালিকা থেকে আপনি যে চামড়াটা চান তা বেছে নিতে পারেন।

Privacy গোপনীয়তা)

আপনার কর্ম কারা দেখতে পাবে বা মন্তব্য করতে পারবে তা ঠিক করে দিন।

  • Only show your work to registered users (শুধুমাত্র নিবন্ধীত ব্যবহারকারীদেরই আপনার কর্ম দেখান)- শুধুমাত্র লগ ইন করে থাকা ব্যবহারকারীদের আপনার কর্ম দেখাতে চাইলে এই টিকবাক্সটায় টিক করুন।.
  • Disable anonymous commenting(বেনামে মন্তব্য করতে দেবেন না)- লগ ইন না করে থাকা ব্যবহারকারীদের মন্তব্য না করতে দিতে এটায় টিক দিন। এইটা অপশনটা দেওয়া থাকলেও অতিথি ব্যবহারকারীরা কর্মটা দেখে বাহবা দিতে পারবেন।
  • Enable comment moderation (মন্তব্যে নিয়ন্ত্রণ করতে দিন) - আপনার কর্মে নিয়ন্ত্রণ করতে চাইলে এটায়ক দিন। এর মানে সর্বসমক্ষে আসার আগে আপনাকে সব মন্তব্য অনুমোদন করতে হবে। মন্তব্য নিয়ন্ত্রণ নিয়ে আরও তথ্যের জন্য Releases 0.9.87 - 0.9.91: Change Log (Comment moderation released!) দেখুন।

Input the Work (কর্মটা নিয়ে আসুন)

AO3তে এখনও ভিডিও, ইমেজ, বা অডিও ফাইল হোস্ট করার উপায় নেই, কিন্তু আপনি অন্য কোথাও হোস্ট করা কর্ম এখানে এম্বেড করতে পারেন। আপনি যদি কোনো ভিডিও, ইমেজ বা অডিও কর্ম প্রকাশ করতে চান, দয়া করে কিভাবে তা এম্বেড করবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানতে, প্রকাশনা এবং সম্পাদনা ঘ-জি-প্র দেখুন।

এখানে আপনার Work Text (কর্মের লেখা) বিভাগে দু'ধরনের ইনপুট দেওয়া যায়—আপনি হয় আপনার কর্মকে প্লেন টেক্সট(সাধারণ লেখা) হিসেবে নূন্যতম HTML দিয়ে ট্যাগ করে দিতে পারেন (এটা ডিফল্ট অপশন) নয় আগে থেকে ফরম্যাট করা টেক্সট(লেখা) দিতে Rich Text (রিচ টেক্সট) বোতামটা বাছতে পারেন।

খেয়াল রাখবেন:আমরা আপনাকে ভীষণ উৎসাহ দিই ওয়েবসাইটের বাইরে কোনো ওয়ার্ড প্রোসেসর বা অন্য প্রোগ্রামে লিখে তার পর শেষ হলে AO3তে প্রকাশ করুন। এই পাতাটায় নিজে থেকে সেভ করার কোনো অপশন নেই, আর তৈরির এক মাস পর AO3'তে থাকা ড্রাফ্ট মুছে যায়। ড্রাফ্ট মুছে গেলে তা আর ফিরে পাওয়া যায় না

খসড়া এবং AO3তে কিভাবে কাজ করে, তা সম্বন্ধে আরও জানতে, প্রকাশনা এবং সম্পাদনা ঘ-জি-প্র দেখুন।

HTML ব্যবহারের ধরন

HTML এডিটরটা আপনাকে HTML ট্যাগ দিয়ে আপনার লেখাকে দাগ দিয়ে দিতে দেয়। আরও সুন্দর করে সাজাতে, আপনাকে একটা "Work Skin(কর্মের চামড়া)" (নিজস্ব CSS). কর্মের চামড়া তৈরির ওপর আরও তথ্য পেতে টিউটোরিয়াল: কর্ম সাজানো দেখুন।

অনুমোদিত HTML

a, abbr, acronym, address, b, big, blockquote, br, caption, center, cite, code, col, colgroup, dd, del, dfn, div, dl, dt, em, h1, h2, h3, h4, h5, h6, hr, i, img, ins, kbd, li, ol, p, pre, q, s, samp, small, span, strike, strong, sub, sup, table, tbody, td, tfoot, th, thead, tr, tt, u, ul, var

আমরা আপনার HTML কিভাবে ফরম্যাট করি?

আপনি যখন কর্মের লেখার জায়গাটায় HTML লেখেন, আমরা একটু পরিষ্কার করে নিই যাতে নিশ্চিত করা যায় যে সেটা নিরাপদ(স্প্যামার বা হ্যাকাররা যাতে অবাঞ্ছিত কোড না আপলোড করতে পারে। আমরা কিছু সামান্য ফরম্যাটিংও করি আপনার এবং সবার সুবিধার্থে।

আমাদের ফরম্যাটিং এর ফলাফল আগে থেকে দেখে নিতে আর কোনো ভুল হলে তা শোধরাতে, আপনি "Rich Text" বোতামটা বেছে তারপর HTML বোতামটা বাছতে পারেন। এই পাতাটায় ফিরে আসতে আপনি "Preview" (আগে দেখুন) বেছে তারপর "Edit" (সম্পাদন করুন) বাছতেও পারেন। এই বোতামগুলো পাতার নিচের দিকে পাওয়া যাবে।

খেয়াল রাখবেন যে ভালো folafol পাওয়ার সেরা উপায় হলো ভালো HTML ব্যবহার করা। এইভাবে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার কর্মটা সবরকম ব্রাউজার, স্ক্রিন রিডার, মোবাইল যন্ত্র, এবং ডাউনলোডেই সঠিক ভাবে ফরম্যাট করা হবে।

HTML ব্যবহারের ওপর এবং আমরা আপনাদের জন্য কিরকম ফরম্যাটিং করি সে সম্বন্ধে আরও তথ্য পেতে, দয়া করে HTML সাহায্য পাতায় যান।

রিচ টেক্সট এডিটর ব্যবহারের ধরন

Rich Text Editor – RTE (রিচ টেক্সট এডিটরের) সঠিক ব্যবহার আপনার যন্ত্র, ব্রাউসার, অপারেটিং সিস্টেম এবং তারই সাথে আপনি কোনখান থেকে লেখাটা পেস্ট করছেন তার ওপর নির্ভর করে। অবশ্য, একটি সুন্দর করে ফরম্যাট করা খসড়া থেকে শুরু করলে কাজটা সহজ হয়।

RTE থেকে আরো বেশি সাহায্য কি করে পাবেন, কোনো বিশেষ টেক্সট এডিটর থেকে পেস্ট করা এবং বিশেষ ধরণের ফরম্যাটিং পেস্ট করার উপায় সম্বন্ধে আরও জানতে দয়া করে RTE'র সাহায্য দেখুন।

কিছু সাধারণ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম থেকে পেস্ট করার সময় দু-একটা সমস্যা হয়, তা আমরা জানি। এটা সম্পর্কে আরও তথ্য পেতে দয়া করে জানা সমস্যা দেখুন।

কর্ম প্রকাশ করা

আপনার কর্মের ফরম্যাটিং আর বাছা অপশন নিয়ে যখন আপনি খুশি, তখন আপনি কর্মতা কেমন দেখাবে তা দেখতে প্রিভিউ করতে পারেন। এর জন্য পাতার প্রকাশ করুন বিভাগে(পাতাটার নিচের দিকে) গিয়ে "Preview"(প্রিভিউ) বোতামটা নির্বাচন করুন। আপনি যখন কর্মটা প্রিভিউ করবেন, তখন তা একটা খসড়া হিসেবে সেভ করে রাখার অপশন পাবেন। আপনি প্রিভিউ না করেই "Post Without Preview" (প্রিভিউ না করেই প্রকাশ করুন) নির্বাচন করে আপনার কর্মটা প্রকাশ করতে পারেন; কিন্তু আমরা আগে সেটা প্রিভিউ করতেই সুপারিশ করি, বিশেষত যদি এটা AO3তে আপনার প্রথম প্রকাশনী হয়।

প্রকাশনী বিভাগে একটা "Cancel" (ক্যানসেল করুন) অপশন আছে, খেয়াল রাখবেন যে আপনি যদি ক্যানসেল নির্বাচন করেন আর তখনও আপনার খসড়টা সেভ না করে থাকেন, তাহলে আপনি এই পাতায় থাকা সমস্ত কাজই হারাবেন আর তা কখনোই ফেরত পাওয়া যাবে না

কিছু বদল করতে, "সম্পাদন করুন " বোতামটা নির্বাচন করুন। আপানার কর্ম খসড়া হিসেবে সেভ করে রেখে তাতে পরে ফিরে আসতে, "Save Without Posting" (প্রকাশ না করেই সেভ করুন) নির্বাচন করুন। একবার আপনি প্রিভিউটা নিয়ে খুশি হলে, নিচের "প্রকাশ করুন " বোতামটা নির্বাচন করুন আর আপনার কর্মটা মানুষকে আনন্দ দিতে AO3তে প্রকাশিত হয়ে যাবে।

দয়া করে খেয়াল রাখবেন:অপ্রকাশিত খসড়া তৈরির দিনের থেকে ৩০ দিন পরে স্বয়ংক্রিয় ভাবেই AO3 থেকে মুছে যায়। সুতরাং, আমরা আপনাদের উৎসাহ দিই ওয়েবসাইটের বাইরে অন্য কোনো প্রোগ্রাম বা ওয়ার্ড প্রসেসরে গিয়ে আপনার কর্মটা তৈরী করতে। শেষ হলে তখন AO3 তে সেটা প্রকাশ করুন। খসড়া মুছে গেলে তা ফেরত পাওয়া যায় না

খসড়া এবং AO3 তে তা কিভাবে কাজ করে সে সম্বন্ধে আরো জানতে, দয়া করে prokashona এবং সম্পাদনা ঘ-জি-প্ৰদেখুন।

আনন্দের সঙ্গে প্রকাশ করুন!

আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?

কর্ম প্রকাশ এবং সম্পাদনের ওপর আরও তথ্য পেতে প্রকাশনা এবং সম্পাদনা দেখুন। আরও কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন তে। ইচ্ছা করলে আমাদের জ্ঞাত সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন