Post Header
বিগত এক বছর ধরে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার রসিদ (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং হিসাব-রক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। অর্থ বিষয়ক সমিতি হিসাব-রক্ষণের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন এনেছে যাতে OTW -র আর্থিক ক্রিয়াকর্ম আরো ভালোভাবে প্রদর্শন করা যায়। ২০২৩ সালের আর্থিক বিবৃতি বর্তমানে তৈরি হচ্ছে!
এছাড়াও, অর্থ বিষয়ক সমিতি ২০২৩ সালের প্রয়োজন মেটানোর কাজটা মন দিয়ে করে চলেছে এবং এই বছরের বাজেট আপনার কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত হয়েছে (আরো তথ্যের জন্য ২০২২ সালের বাজেট স্প্রেডশীট দেখুন):
২০২৩ সালের খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$২,৯৫,২৮৫.৭৬ এর মধ্যে মার্কিন$৯৯,৮৫৪.৪৮ খরচ হয়েছে।
- OTW-র ৫৯.৪% খরচ হয় AO3 রক্ষণাবেক্ষণের জন্য। এর মধ্যে আছে আমাদের সার্ভারের জন্যে বেশিরভাগ খরচ—নতুন কেনা আর চলতে থাকা দুই-ই এবং তাদের রক্ষণাবেক্ষণ—ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম, নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স, এবং নিম্নলিখিত খরচগুলি (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
- এবছরের AO3-র পরিকল্পিত খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে নতুন সার্ভার কিনতে মার্কিন$ ৭৪,০০০ এবং তার সাথেই সার্ভার ক্ষমতার পরিমিত বৃদ্ধির জন্যে যন্ত্রপাতি কিনতে মার্কিন$ ৭৭,০০০.০০, যাতে সারা বছরের প্রত্যাশিত সাইট ট্রাফিক বৃদ্ধি সামলানো যায়।
ফ্যান্লোর
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$ ১৬,২০১.৯৯-এর মধ্যে মার্কিন$ ৬,২২২.৭৯ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের মধ্যে আছে বরাদ্দ সার্ভার হার্ডওয়্যার, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসের খরচ এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW'র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$ ৩,৫০৯.৭০ এর মধ্যে মার্কিন$ ৮৪৭.৭০ খরচ হয়েছে।
- TWC-এর খরচগুলো হল তার পত্রিকার (জার্নাল) ওয়েবসাইট হোস্টিং, পত্রিকা প্রকাশনা ও সংরক্ষণের খরচ এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW'র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Open Doors (খোলা দরজা)
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$ ৫,৫২৬.১৬ এর মধ্যে মার্কিন$ ২,২৩২.৮৬ খরচ হয়েছে।
- খোলা দরজা-র খরচগুলোর মধ্যে আছে ইমপোর্ট করা অনুরাগীকর্ম সংরক্ষণাগারগুলির হোস্টিং, সংরক্ষণ (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ, এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW'র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$ ৫,২৫৮.০০ এর মধ্যে মার্কিন$ ০০.০০ খরচ হয়েছে।
- আইনি সাহায্যের খরচের মধ্যে আছে বিভিন্ন কনফারেন্স এবং শুনানির \ জন্যে অর্থব্যয়(ফি), আর প্রয়োজন হলে আইনি দাখিলের করার জন্য আলাদা করে রাখা অর্থ, এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW'র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Con Outreach (কনভেনশনে অংশগ্রহণ)
- ২৮শে ফেব্রুয়ারি,২০২৩ অবধি মোট মার্কিন$ ২০০০.০০ এর মধ্যে মার্কিন$ ০০.০০ খরচ হয়েছে।
- বাজেটে অন্তর্ভুক্ত আছে OTW' র পরিবর্তে সম্মেলনে প্রচারের কর্মপরিকল্পনার জন্য মার্কিন$ ১০০০.০০। তাতে অন্তর্ভুক্ত সম্মেলনে টেবল ভাড়ার খরচ, স্বেচ্ছাসেবকের উপস্থিতির খরচ, আর দেখানোর জিনিস এবং সম্মেলনে উপহার সামগ্রী দেওয়ার জন্য মার্কিন$ ১০০০.০০(সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Fundraising and Development (অর্থসংগ্রহ এবং উন্নয়ন)
- ২৮ শে ফেব্রুয়ারি,২০২৩ অবধি মোট মার্কিন$ ৭৯,৬২৫.১১-র মধ্যে মার্কিন$ ৯,২৩৫.৯১ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহ এবং উন্নয়নের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত অর্থ প্রসেসরের (পেমেন্ট প্রসেসর) নেওয়া লেনদেন-করানোর মূল্য (ট্রানসাকশান ফি), ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো, আর OTW-র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত যন্ত্রের জন্যে এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW'র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
Administration (প্রশাসন)
- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ অবধি মোট মার্কিন$ ৮৯,১৭২.৯৬-র মধ্যে মার্কিন$ ২১,০৯৩.২২ খরচ হয়েছে।
- OTW-র প্রশাসনিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের ওয়েবসাইটে হোস্ট করা, ট্রেডমার্ক, ডোমেন, বিমা, কর দাখিল, বার্ষিক আর্থিক বিবৃতি নিরীক্ষণ, যোগাযোগ, পরিচালন, এনক্রিপ্টেড ডকুমেন্ট স্টোরেজ, এবং হিসেবরক্ষণের সরঞ্জাম (সমস্ত প্রকল্পের খরচ দেখুন)।
২০২৩ সালের আয় (রেভেনিউ)
- OTW সম্পূর্ণভাবে আপনার দানের উপর নির্ভরশীল, আপনার ঔদার্যের জন্য ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবরের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে ২০২৩ সালে আমাদের মোট আয়ের ২৭%র মত হবে। আমরা নিয়োগকর্তাদের সম-মূল্যদান প্রকল্প, রয়্যালটি, এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল এবং ইবে ফর চ্যারিটি-র এবং মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, এগুলোর থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সাহায্য করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য সংস্থা হিসেবে "Organization for Transformative Works"-কে বাছুন!
- আগের বছরগুলোতে আপনাদের ঔদার্যের কারণে, আমাদের একটা মোটা অঙ্কের টাকা বাঁচিয়ে রাখা আছে, যা দিয়ে আমরা সাধারণের থেকে বড় কোনো কেনাকাটা করতে পারি, বা কোনো আইনি ঝামেলা হলে কাজে লাগাতে পারি। যেমনটা আগে বলেছি, আমরা AO3'র সার্ভার আপগ্রেড করে যেতে চাই, জার ফলে সার্ভার যন্ত্র এবং সার্ভার রক্ষণাবেক্ষণের খরচ বেশ খানিকটা বেড়ে যায়। AO 3 এবং OTW ' র অন্যান্য প্রকল্পগুলোর বৃদ্ধি আরো স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয়তাও তৈরি করে। বাজেট স্প্রেডশীট এ দেখা যাচ্ছে যে e বছর প্রাপ্ত আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় জমানো অর্থ থেকে প্রায় মার্কিন $১,৩০,০০০.০০ তুলতে হবে। বছরভর যেমন দরকার পড়বে, সেই অনুযায়ী এই অর্থ তোলা যেতে পারে।
- এখন পর্যন্ত মোট মার্কিন$ ৬৯,৪৭৭.১২ (২৮ ফেব্রুয়ারি,২০২৩ অবধি) আর বছর শেষ হওয়ার সময়ের মধ্যে মার্কিন$ ৩৭০,৩২০.০০ প্রাপ্ত হবে অনুমান করা হয়েছে।
প্রশ্ন আছে?
আপনার যদি বাজেট্ বা OTW-র আর্থিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে অর্থ বিষয়ক সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা যত শীঘ্র সম্ভব আপনার সাথে যোগাযোগ করে নেব।
OTW-র ২০২৩ সালের বাজেট্ স্প্রেডশীট হিসাবে ডাউন্লোড করার জন্যে, এই সংযোগটি (লিঙ্কটি) অনুসরণ করুন।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।