Post Header
২০২৩ সালের ১০ই জুলাইয়ের আশেপাশে রাত ১২টা ইউটিসি থেকে ১১ই জুলাই বিকেল ৪টে ইউটিসি অবধি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) একটি বিস্তৃত পরিষেবা অস্বীকারের (distributed denial-of-service) (DDoS) আক্রমণের জন্য বেশিরভাগ সময়টাই অনুপলব্ধ ছিল। এই বিপদটা থেকে বাঁচতে আমরা AO3'র টেকনিকাল সেটাপে বেশ কিছু পরিবর্তন এনেছি।
আক্রমণ এখনও বন্ধ হয়নি, কিন্তু অসুবিধা নূন্যতম রেখে AO3 যাতে চালিয়ে যাওয়া যায় আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই আক্রমণের পিছনে কে জড়িত বা কেন এমন করছে তা আমরা জানি না। একটা অনলাইন দল দ্বায়িত্ব স্বীকার করেছে, কিন্তু তাদের দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। একাধিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে তারা তথ্যের সূত্র হিসেবে নির্ভরযোগ্য নয়, আর তারা তাদের অন্তর্ভুক্তি এবং উদ্দেশ্য দুটোই ভুলভাবে উপস্থাপনা করে। এই দল থেকে আপনি কোনো দাবি যদি দেখেন, বা অন্য কেউ কে দায়ী তা জানে বলে দাবী করছে এটা দেখেন, আমরা পরামর্শ দেব যে আপনি সেসব একটু সন্দেহের চোখে দেখুন। তার সঙ্গেই, আমরা আপনাদের প্রবলভাবে অনুরোধ করবো তারা কোনো দলের অংশ এরকম দাবী করলে বা সেরকম খবর প্রকাশ হলে তাদের বিরুদ্ধে ঘৃণভাষণে না জড়াতে।
যেমন ভাবে পরিস্থিতি বদলাচ্ছে, আমরা সেরকম ভাবেই AO3_Status টুইটার এবং ao3org টাম্বলার এ আপনাদের আপডেট দিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। অবশ্য, আমরা জানি যে সবাই সেই অ্যাকাউন্ট ফলো করেন না বা সেই আপডেটগুলো পাওয়ার ক্ষমতা রাখেন না, সুতরাং আপনাদের যা জানার দরকার তা নীচে দেওয়া রইল:
- AO3-র কোনো ডেটা চুরি যায়নি বা কোনরকম আপস করা হয়নি। আপনাকে আপনার পাসওযার্ড বা ব্যক্তিগত তথ্যাদি নিয়ে একটুও ভাবতে হবে না। তা সত্ত্বেও, আপনি সেরকম কিছু করতে চাইলে, আমাদের ঘনঘন-জিজ্ঞাসিত-প্রশ্নাবলীতে (FAQ) আপনার পাসওয়ার্ড বদলানো বা আপনার অ্যাকাউন্টের সাথে জড়িত ইমেলটা আপডেট করারএর জন্য নির্দেশাবলী দেওয়া আছে।
- আমরা আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একাধিক প্রশমিত করার এবং আটকানোর এবং সেটিংস বদলানোর উপায় কাজে লাগাই। এগুলো মাঝেমাঝে ওয়েবসাইট টি চালু করে দিলেও, আক্রমণ প্রতিহত করতে যথেষ্ট ছিল না। অবশেষে, আমরা অস্থায়ী কিন্তু ভীষণ কার্যকরী উপায় হিসেবে ক্লাউড ফ্ল্যায়ার এর আন্ডার অ্যাটাক মাধ্যমকে কাজে লাগাই। ক্লাউড ফ্লেইর একটি সংস্থা যা আমাদের সার্ভার আর ইন্টারনেটের মধ্যে আরেক ধাপ নিরাপত্তা দেয়। আন্ডার অ্যাটাক মোড AO3'র সেটাপ এর চিরন্তন অংশ হবে না। সমস্ত বিষয়বস্তু আমাদের সার্ভারেই রয়েছে।
- আপনাকে হয়তো কোনো AO3 পাতা দেখতে গেলে একটা শক্তিশালী ক্যাপচা চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে । এইটা হয় যাতে AO3 বুঝতে পারে যে আপনি মানুষ, রোবট নয়। আমরা জানি এটা বিরক্তিকর, এবং আমরা দুঃখিত! আমরা এটাও জানি যে এই মুহূর্তে কিছু ব্রাউজার এবং একটু পুরনো যন্ত্রে AO3 খুলছিল না। এই ব্যবস্থাগুলো অস্থায়ী। আক্রমণ থিম গেলে এগুলো আবার খতিয়ে দেখা হবে।
- AO3'র সাথেই , OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) এবং আমাদের দান পত্রটিকেও (যা একটি থার্ড পার্টি সার্ভিস দিয়ে হোস্ট করাই) লক্ষ্য বানানো হয়। আমরাও ওয়েবসাইটগুলোকে ঠিকঠাক করে চালানোর পরিকল্পনা করছে, কিন্তু যেহেতু আমাদের দানগুলো একটি তৃতীয় পক্ষের সার্ভিস হোস্ট করে, আমরা আগে থেকে বলতে পারছি না দাতারা কখন পাতাটা দেখতে পারবে।
- আমাদের দান পত্র অচল থাকাকালীন, একটা ঠগ খানিকক্ষণ মিথ্যাচার করে টুইটারে @AO3_Status অ্যাকাউন্টটা নকল করার চেষ্টা করে। এখন তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এই সময়ে OTW বা তার কোনো প্রকল্পের জন্য দান পাওয়ার চেষ্টা দেখলে দয়া করে সতর্ক থাকুন, কারণ তা অন্য কোনো ঠগের কাজকর্ম হতে পারে। আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইট দিয়ে দান নিতে পারি, যখন সেই সাইটটা ব্যবহার করা যাবে।
- আপৎকালীন ব্যবস্থা হিসেবে, আমরা সহায়তা এবং ফিডব্যাক পত্র এবং নিয়মাবলী নিয়ে প্রশ্ন এবং অপব্যবহার পত্র অচল করে দিয়েছি। বিশেষত শেষেরটাকে আক্রমণের অংশ হিসেবে অনেক স্প্যাম দিয়ে অভিভূত করার চেষ্টা করা হয়। এই জন্যই পত্রটা এখন জরুরি ভিত্তিতে "Sorry, you have been blocked" ("আমরা দুঃখিত, আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে") বলে নিরাপত্তা দেওয়ার সাবধানবাণী দেখাচ্ছে। আপনি যদি এটা দেখেন, তাহলে চিন্তা করবেন না, আপনাকে সত্যি সত্যি ব্লক করে দেওয়া হয়নি।
- আমরা স্প্যামারদের বিরুদ্ধে সতর্ক থাকার কারণে নতুন AO3 অ্যাকাউন্টের ব্যবহারকারীদের আমন্ত্রণ অনুরোধ বন্ধ করে দিয়েছি। আপনার কাছে যদি ইতিমধ্যেই আমন্ত্রণ থেকে থাকে, তবে আপনি এখনো তা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। আপনি যদি আমন্ত্রণ পাওয়ার লাইনে থাকেন এবং আমন্ত্রণের জন্য অপেক্ষা করছেন এমন হয়, তবে ত আসতে কয়েক দিন লাগবে। আমরা কবে থেকে আমন্ত্রণ পাঠানো আবার শুরু করছি তা আমরা আপনাকে টুইটার এবং টাম্বলার এতে জানিয়ে দেবো।
- আপনি সাহায্য করতে কি করতে পারেন? AO3 সাধারণত যেমনভাবে ব্রাউজ করেন, সেরকমভাবেই তা করতে থাকুন। একে অপরের কাজে বাহবা দিন, ত বুকমার্ক করুন যেমনটা করেই থাকেন, নতুন কর্ম এবং অধ্যায় প্রকাশ করুন, আর অনেক মন্তব্য রেখে যান! ওয়েবসাইটটি একটু ধীরে ধীরে লোড হলে, আবার চেষ্টা করুন। AO3 যাতে সকলের জন্য যতদূর সম্ভব সমস্যাবিহীন হয়ে চলে, আমরা তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবো। কিন্তু এই আক্রমণ যতদিন জারি থাকবে, ততদিন কিছু অসুবিধা হয়তো হতে থাকবে।
আমরা এই প্রকাশনাটায় মন্তব্য বন্ধ করে রাখছি কারণ এই ঘটনাগুলো এখনও ঘটে চলেছে এবং তাতেই আমাদের সবাই-স্বেচ্ছাসেবক দলকে সমস্ত মনোযোগ দিয়ে থাকতে হচ্ছে। এই সময়ে, এইখানে আমরা মন্তব্য দেখতে বা তার জবাব দিতে পারব না।
কিন্তু, এইটা জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে আপনারা আমাদের প্রকাশনা এবং টুইটের উত্তরে যে সব পাশে থাকার বার্তা এবং সব মিষ্টি জিয়াইএফ পাঠিয়েছেন আমরা সেগুলো সব দেখেছি এবং তার প্রশংসাও করেছি। আপনাদের সাহায্যের জন্য আমরা অতিশয় কৃতজ্ঞ!
আপডেট ১৬ই জুলাই, ২০২৩, ১১:৫৫ ইউটিসি: আমন্ত্রণের অনুরোধ পাঠানোর উপায়, টেকনিকাল সহায়তা এবং ফিডব্যাক পত্র, এবং নিয়মাবলী নিয়ে প্রশ্ন এবং অপব্যবহার নিয়ে অভিযোগ জানানোর পত্র আবার অনলাইন হয়ে গেছে।